নিয়ে নিন বেশ কিছু সোশ্যাল বুকমার্ক সাইটের লিস্ট -(পর্ব -১)

আসলামালাইকুম !
সবাই কেমন আছেন ?

আশা করি সবাই ভালো আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সোশ্যাল বুকমার্ক নিয়ে বিস্তারিতভাবে চেইন টিউন করবো এবং তারি ধারাবাহিকতায় আজকের এই টিউন করতে বসা।

আর হ্যাঁ , আমার এই টিউন গুলো অবশ্যই নতুনদের জন্য আমি মনে করি যারা এসইও তে একেবারে নতুন টিউন গুলো তাদের অনেক কাজে লাগবে।

আসুন তাহলে শুরু করি।

সোশ্যাল বুকমার্ক কী ?

 

এক কথায় সোশ্যাল বুকমার্ক বলতে আপনা লিঙ্ক অনলাইনের অন্য কোন সাইটে সাবমিট করাকে বুঝায়। বিস্তারিত করে বলতে গেলে বলতে হয় , আপনি যে সাইটে আপনার সাইটের লিঙ্ক যে কোন সময়ে আনলিমিটেড সাবমিট করতে পারবেন এবং সাথে আপনি আপনার সাইটের বিবরণ , প্রয়োজনীয় ট্যাগ ইত্যাদি সহ সাবমিট করতে পারবেন।

সোশ্যাল বুকমার্ক কেন করবেন ?

 

আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি কেন সোশ্যাল বুকমার্ক করবেন।

সোশ্যাল বুকমার্ক করার অনেক উপকারিতা আছে ।

আপনি নিয়মিত আপনার সাইটের লিঙ্ক সাবমিট করার মাধ্যমে প্রচুর পরিমান ভিজিটর পেতে পারেন। এছাড়া বুকমার্ক আপনার সাইটের ব্যাকলিঙ্ক এবং পেইজ র‍্যাঙ্ক বাড়াতে অনেক সাহায্য করে।

এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনি যদি ঠিক মত অনপেইজ এসইও করেন এবং নিয়মিত সাইটের বুকমার্ক করেন তাহলে আপনি খুব সহজেই আপনার সাইটের র‍্যাঙ্ক বাড়াতে পারেন।

আশা করি ব্যপারটা বুঝতে পেরেছেন ।

কিভাবে করবেন সোশ্যাল বুকমার্ক ?

 

প্রায় সব সাইটেই বুকমার্ক করার নিয়ম প্রায় সেইম।

আপনি প্রথমে আপনার কাঙ্ক্ষিত সাইটে যাবেন এবং আর পর সাইন আপ করে লগ ইন করবেন।

আর পর সাবমিট লিঙ্ক , সাবমিট এ স্টোরি এই টাইপের কিছু অপশন পাবেন এই অপশনে ক্লিক করার পর আপনি আরো কিছু অপশন পাবেন যেমন : আপনার সাইটের বিবরণ, টাইটেল , ট্যাগ ইত্যাদি।

যারা আমার কথা বুঝতে পারছেন না তারা এই ভিডিওটি দেখতে পারেন

বুকমার্ক সাইট লিস্ট :

URL     Google  Pagerank
1.google.com/bookmarks10
2.slashdot.org9
3.digg.com8
4.stumbleupon.com8
5.squidoo.com8
6.reddit.com8
7.mixx.com8
8.technorati.com8
9.folkd.com8
10.mister-wong.com8
11.delicious.com8
12.my.aol.com7
13.propeller.com7
14.metafilter.com7
15.diigo.com7
16.wikio.com7
17.blogcatalog.com7
18.blinklist.com7
19.newsvine.com7
20.bibsonomy.org7
21.connotea.org7
22.sphere.com7
23.citeulike.org7
24.hotklix.com6
25.jumptags.com6
26.dzone.com6
27.sphinn.com6
28.linkagogo.com6
29.mylinkvault.com6
30.buddymarks.com6
31.simpy.com6
32.allvoices.com6
33.simpy.com6
34.spurl.net6
35.kirtsy.com6
36.twine.com6
37.startaid.com6
38.weheartgossip.com6
39.bookmarks.com6
40.indianpad.com5
41.a1-webmarks.com5
42.url.org5
43.bookmarks.oneindia.in5
44.spotback.com5
45.swik.net5
46.corank.com5
47.dropjack.com5
48.searchles.com5
49.tagza.com5
50.designfloat.com5

নতুনদের জন্য কিছু কুল টিপস :

 

নতুনদের মাঝে অনেকেই আছে যারা নতুন যখন বুকমার্ক করে তারা তাদের সাইটের মেইন লিঙ্ক দিয়ে বুকমার্ক করে কিন্তূ পরবর্তীতে যে সাইটের পারমালিঙ্ক সাবমিট করতে হয় তা জানেনা। তাই নতুনদের উদ্দেশে বলছি যে আপনারা প্রথমে সাইটের মেইন লিঙ্ক সাবমিট করবেন এবং পরবর্তীতে আপনি নতুন পোস্ট করার সাথে সাথে বুকমার্ক সাইটে সাবমিট করবেন , এতে করে আপনার পোস্ট খুব দ্রুত ইনডেক্স হবে এবং আপনি কিছু ভিজিটরও পেতে পারেন।

আর একটি কথা সব  সময় গুরুত্ত দিবেন , আফ পেইজ এসইও চেয়েও আন পেইজ এসইওতে গুরুত্ব বেশি দিবেন। আপনি যদি ঠিক মত আন পেইজ এসইও করতে পারেন তাহলে আপনি আফ পেইজ ছারাও গুগলের প্রথম পেইজে আসতে পারবেন কিন্তূ আমরা করি ঠিক আর উল্টোটা 😀

আর গুগোল তাদের রিসেন্ট আপডেডে বলেই দিয়েছে যে তারা আন পেইজ এসইও এবং কন্টেন্টকে গুরুত্ব বেশি দিবে তাই অন পেইজ এসইওতে গুরুত্ব দিন।

আর একটি কথা আপনি যদি আতিমাত্রায় আফ পেইজ এসইও করেন তাহলে গুগল আপনার সাইটকে স্পাম সাইট হিসাবে ধরবে।

সুতরাং , সাবধান হন।

এখন আমি আপনাকে ৫০টি সাইটের লিস্ট দিলাম আপনি আবার সব গুলোতে একসাথে সাবমিট করা শুরু করবেন না তাহলে গুগল এটাকে স্পাম হিসাবে ধরবে।

আপনি প্রতিদন ১০-১৫ টার বেশি বুকমার্ক করবেন না।

আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। তারপরও কোথায় কোন সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন।

আর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

its cool . thanks vai

থ্যাংক্স বস 😀

on page seo আর off page seo টা কী অল্প করে বলবেন কী ?

    এসইও দুই প্রকার। অন পেইজ এসইও এবং অফ পেইজ এসইও। অন পেইজ এসইও হল আপনার সাইটের নাম, বিবরন, টাইটেল, পোস্টিং করার নিয়ম, ম্যাটা ট্যাগ , ম্যাটা ডেচক্রিপ্টন ইত্যাদি আর অফ পেইজ হল লিঙ্ক বিল্ডিং যেমন- বুকমার্ক, ফোরাম পোস্টিং, ডাইরেক্টরিতে সাবমিট ইত্যাদি। আশা করি বুঝতে পারছেন। @Shemul49rmc:

techtunes rules maintain kora comments korun.-mod