৮টি নান্দনিক ওয়ার্ডপ্রেস প্লাগিন্স যা হয়ত আপনি ব্যবহারও করেননি

আমাদের যাদের ব্লগ আছে বা ব্লগ নিয়ে কাজ করি তাদের জন্য ওয়ার্ডপ্রেস প্লাগিন্স খুব গুরুত্বপূর্ন। আমরা ইন্টারনেটে হাজার হাজার ওয়ার্ডপ্রেস প্লাগিন্স পেতে পারি খুব সহজেই। এর মধ্যে কিছু হচ্ছে প্রয়োজনীয় এবং কিছু হচ্ছে অপ্রয়োজনীয়। এটি সম্পূর্ণ আপনার উপরই নির্ভর করে যে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ কতটুকু শক্তিশালী এবং আকর্ষনীয় করে তুলতে চান বিভিন্ন ধরণের প্লাগিন্স ব্যবহার করে যার মাধ্যমে ভিজিটররা পাবে এক অন্য আনন্দ।

wordpress-plugin

আজকে আমি আমার টিউনে এই ধরণের কতগুলো শক্তিশালী ওয়ার্ডপ্রেস প্লাগিন্স নিয়ে টিউন করব যা প্রত্যেকটি ব্লগের জন্য অতন্ত্য প্রয়জনীয়। আমার মনে হয় এই ওয়ার্ডপ্রেস প্লাগিন্স গুলো সবারই অনেক কাজে আসবে। চলুন দেখি আসি কতগুলো প্রয়োজনীয় ওয়ার্ডপ্রেস প্লাগিন্স।

All in One in SEO Pack:

All-in-One-SEO-Pack

All in One in SEO Pack এই প্লাগিন্স দক্ষ করে তুলে সেরা কিছু চর্চার জন্য যা ওয়ার্ডপ্রেস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে প্রয়োজন। এই প্লাগিন্স ব্যবহার করে আপনি স্বয়ংক্রিয় ভাবে সার্চ ইঞ্জিনের জন্য আপনার টাইটেল অপটিমাইজ করতে পারেন। এর সাথে আপনি ম্যাটা ট্যাগও জেনারেট করতে পারেন। এটি খুব সহজেই ইন্সটল করা যায়। আর আপনি ওয়ার্ডপ্রেসে নতুন হলেও এর ব্যবহার নিয়ে মাথা ঘামানোর কিছুই নাই। ইন্সটল করে বসে থাকুন। কাজ হয়ে যাবে।

Automatic Kismet (Akismet for short):

Akismet

নন-ইস্যু এবং রিস্টোর ইনসেন্স ব্লগিংয়ে Automatic Kismet আপনার এক অনন্য সহকারী, কমেন্ট এবং ট্রেকব্যাক স্প্যামের অসাধারণ হাতিয়ার । এজন্য আপনাকে বারবার স্প্যাম নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। নতুন কোন কমেন্ট যখন আপনার সাইটে আসে এই প্লাগিন Akismet সার্ভিসে প্রেরণ করে এবং শত শত পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই হওয়ার পর আপনার সাইটে পাবলিস হয়।

W3 Total Cache:

W3-Total-Cache

W3 Total Cache আপনার ব্লগের ব্যবহারকারীদের অভিজ্ঞতা (User Experience) বৃদ্ধি করে সার্ভারের পারফরমেন্স বৃদ্ধির মাধ্যমে। পুরো সাইটের সব ধরনের ক্যাশিং (caching), আপনার সাইটের সকল রূপ (Looks), আপনার থিমের ডাউনলোডের সময় কমানো এবং ট্রান্সপারেন্ট কন্টেন্ট ডেলিভঅরি নেটওয়ার্ক (CDN) এর পরিপূর্ণতা প্রদান করে সাইট অপটিমাইজ করে। এই প্লাগিন্স এর সাহায্যে ৮০% পর্যন্ত ব্যান্ডউইথ মিনিমাইজ করা সম্ভব এবং HTML এর কমপ্রেশন, HTTP, CSS, Java Script এবং RSS Feeds এর লোডিং টাইম বাঁচাতে পারেন।

Yet Another Posts Plugin:

Yet-Another-Related-Posts-Plugin

Yet Another Posts Plugin আপনার সাইটের একই রকমের পোস্ট গুলোর লিস্ট তৈরি করে একই রকম বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। পোস্ট টাইটেল, কন্টেন্ট, ট্যাগ এবং ক্যাটাগরি ইত্যাদিতে একটি এডভান্স এবং বহুমুখী এ্যালগরিদম ব্যবহার করে এই লিস্ট জেনারেট করে যা কাস্টম্যাবল এ্যালগরিদম হিসেবেও ব্যবহৃত হয়।

Contact Form7:

Contact-Form-7

Contact Form7 মাল্টিপ্যাল কন্টাক্ট ফর্ম, প্লাস ইত্যাদি ব্যবস্থাপনা করে যা আপনি সহজে মার্কআপের মাধ্যমে মেইল কন্টেন্ট কাস্টমাইজ করতে পারেন। এছাড়াও রয়েছে এ্যাজাক্স, ক্যাপচা এবং আস্কিমেট সাপোর্ট।

Wapple Architect Mobile Plugin for WordPress:

wapple-architect-mobile-plugin-for-wordpress

Wapple Architect Mobile Plugin for WordPress প্লাগিন্সের মাধ্যমে আপনি আপনার ব্লগ মিনিটেই মোবিলাইজ করতে পারবেন। এটি প্রত্যেক সিঙ্গেল মোবাইল ডিভাইস ডিটেকটেড করে এবং আপনার ব্লগের সকল দিক ভিজিটিং হেন্ড সেটের জন্য যথাযথ ভাবে তৈরি করে।

Share This:

ShareThis

Share This ওয়ার্ডপ্রেসের এমন একটি প্লাগিন্স যার মাধ্যমে খুব সহজেই আপনার পোস্ট অনেক সোশ্যাল বুকমার্কিং সাইটে যুক্ত করতে পারেন অথবা ইমেলের মাধ্যমে লিঙ্ক ফেসবুক, টুইটার ইত্যাদি সাইটেও শেয়ার করতে পারেন। সাইটের ট্রাফিক আর জনপ্রিয়তা বাড়ানোর জন্য অনন্য এক প্লাগিন।

Google XML Sitemaps:

Google-XML-Sitemaps

আপনার ওয়ার্ডপ্রেস ব্লগিংয়ের জন্য Google XML Sitemaps প্লাগিন গুগল সাইট ম্যাপ তৈরি করে। এটি সকল ওয়ার্ডপ্রেস জেনারেটেড পেজও সাপোর্ট করে। সবসময় আপনি পোস্ট এডিট অথবা তৈরি করতে পারবেন সাইটম্যাপ আপডেট রেখেই এবং গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিন, প্রটোকল যেমন- Ask.com, Google, Msn, Yahoo ইত্যাদি সার্চ ইঞ্জিনে আপনার সাইটম্যাপের সাপোর্ট দিবে আপডেট নটিফেকেশনের মাধ্যমে।

আজকে আমি বেশ কয়েকটি কাজের ওয়ার্ডপ্রেস প্লাগিন্সের কথা বললাম আপনারাও যদি এই রকম আরও ভালো কিছু প্লাগিন্সের কথা জানেন তাহলে আমাদের সাথে শেয়ার করুন।

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks.

সবগুলোই ব্যাবহার করেছি যদিও তবু একসাথে এমন সুন্দরভাবে উপস্থাপনের জন্য আর আবারো একটা জটিল টিউন উপহার দেয়ার জন্য ………..ধন্যবাদ।

    আবার পড়ার জন্য ধন্যবাদ।

আমি কিছুই বুঝলাম না।

Akismet এর তুলনা হয় না। স্প্যামের জ্বালা থেকে বাচলাম । তবে কমেন্টে ক্যাপচার একটা প্লাগইন দরকার। আছে কি ভালো একটা ক্যাপচা /ম্যাথ প্লাগইন?

    আমার জানা মতে নাই কিন্তু আমি পাইলে জানাবো। কেউ জানলে শেয়ার করেন।

you guys are looking for this one? http://www.theblog.ca/anti-spam
hope it help

সব গুলাই পরিচিত…
……………………………………………
http://www.airpurifier.tk
……………………………………………
http://www.alarmsystem.tk
……………………………………………
http://www.alternativeenergy.tk
……………………………………………

Level 2

জটিল টিউন ভাই। অসংখ্য ধন্যবাদ।

ভাই আমি ইউজার বেজে পোস্ট আনতে পারতেছিনা, আর ইউজার আইডি লিংকেবল করতে পারছি না

মোটামোটি পরিচিত সবগুলেই।