আপনার সাইটের পোষ্টের ফন্ট সাইজ পরিবর্তন করুন ছোট্ট একটি প্লাগিনের সাহায্যে [আমার তৈরী প্রথম ওয়ার্ডপ্রেস প্লাগিন]

বর্তমানে ওয়ার্ডপ্রেসে ব্লগিং খুবই জনপ্রিয়। তাই বর্তমানে কেউ ব্লগিং শুরু করতে চাইলে প্রথমেই বেছে নেয় ওয়ার্ডপ্রেসকে। নেবেনা কেন? কি নেই ওয়ার্ডপ্রেসে? থিম দরকার? হাজার হাজার থিম আছে তাও আবার ফ্রি, প্লাগিন দরকার? এগুলাও হাজার হাজার পাবেন এবং বেশিরভাগই ফ্রি ! আর ওয়ার্ডপ্রেসে তৈরী সাইট পুরোপুরি কাষ্টমাইজ করা যায় বলে শুধু ব্লগিং ই নয় সব ধরণের সাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যায়।

আমার অনেকদিনের শখ ছিল ওয়ার্ডপ্রেসের জন্য প্লাগিন বানানোর। আজ সেটি পূরণ হয়েছে "মোহাইমিনুল হক আদনান" ভাইয়ের ব্যাপক সহযোগিতায়।

প্লাগিনটির নামঃ Post Font Resizer
প্রয়োজনীয় ওয়ার্ডপ্রেস ভার্সনঃ সর্বনিম্ন 2.0 অথবা নতুন যেকোন ভার্সন
প্লাগিনটির বর্তমান ভার্সনঃ 0.1


== প্লাগিনটির কাজ/বর্ণনা ==

ব্লগে বিভিন্ন বয়সের ভিজিটর/পাঠক আসে। কিছু কিছু ব্লগের পোষ্টের লেখা বেশ ছোট থাকে। যেহেতু ব্লগে বিভিন্ন বয়সের পাঠক আসে যেহেতু অনেকেই ছোট লেখা পড়তে অসুবিধা হয়।

এই প্লাগিনটি সাহায্যে আপনি আপনার ব্লগের পোষ্টের লেখাগুলির ফন্ট সাইট বাড়ানো/কমানোর অপশন যুক্ত করতে পারবেন। যাতে পাঠকরা তাদের চাহিদা অনুযায়ী ইচ্ছামত ফন্ট সাইজ পরিবর্তন করতে পারেন।

আপনি আমার ব্লগের যেকোন পোষ্টে গেলেই সরাসরি এই অপশনটিকে দেখতে পারবেন।

== ডাউলোড ==

== ইনস্টলেশন ==

১. প্লাগিনটি ডাউনলোড শেষে এক্সট্রাক্ট করুন
২. যদি আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ড থেকে এই প্লাগিনটি ইনস্টল করতে চান তাহলে ৪ নম্বর ধাপটিতে চলে যান।
৩. এক্সট্রাক্টকৃত ফোল্ডারটি আপনার সাইটের `/wp-content/plugins/` ডিরেক্টরিতে আপলোড করুন
4. সবশেষে প্লাগিনটি এক্টিভ করতে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকৈ 'Plugins' মেন্যুতে যান এবং প্লাগিনটি Active এ ক্লিক করুন।

== সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন ==

প্রশ্নঃ প্লাগিনটিকে কি আমি বাংলা বা অন্য যেকোন ভাষায় ট্রান্সলেট করতে পারবো?
উত্তরঃ হ্যা অবশ্যই পারবেন। এর জন্য আপনার সাইটের ড্যাসবোর্ড থেকে Plugins > Editor এ ক্লিক করুন, Select Plugin to Edit অপশন থেকে "Post Font Resizer" সিলেক্ট করুন। "Font, Large, Small" লেখাগুলিকে খুজে যেকোন ভাষায় এডিট করুন এবং সবশেষে "Update File" এ ক্লিক করুন।

সুস্থ থাকুন
ভাল থাকুন।

প্লাগিনটির কোন সমস্যা পেলে মন্তব্যে জানাতে পারেন

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্লাগীনের সবচেয়ে দারুন ব্যাপারটি হল এর কম্পাটিবিলিটি। খুব কম সংখ্যক প্লাগীন ২.০ থেকে একদম লেটেস্ট ভার্সন সাপোর্ট করে।

পরীর দেখি সবখানেই যাতায়াত! 😳
TinyMCE প্লাগিন দিয়েও তো ফন্টের সাইজ ও ফন্ট পরিবর্তন করা যায়। এইটা দিয়ে কি পোস্টের আগাগোড়া ফন্ট রিসাইজ করা হয়?
আর,

সচরারচর

এইটা হবে, সচরাচর
ধনিয়া পাতা

    @নিওফাইটের রাজ্যে: হুম TinyMCE দিয়ে ড্যাসবোর্ডে লেখার সময় ফন্ট সাইজ পরিবর্তন করা যায় কিন্তু এটা দিয়ে পোষ্ট যারা পড়বে তারা তাদের ইচ্ছামত ফন্ট সাইজ কম/বেশি করতে পারবে।
    প্রিভিউ দেখতে আমার ব্লগের যেকোন পোষ্ট দেখে আসেন।

    বানান ঠিক করা হয়েছে। আর ধনিয়াপাতা এত কম ক্যান?

মিয়া… আর কতো বন্যা বহাইবা… 😛 সব দিকেই নিজের হাত রাখলে তো কদবেল পাবা কয়দিন পরে… :mrgreen:

অভিনন্দন আবিষ্কারের জন্য,শুভকামনা রইল তোমার জন্য।

আমার সাইটে আপনার তৈরি করা প্লাগিনটি ইন্সটল করলাম @ অনেক কাজের ধন্যবাদ সাইফুল ভাই ।