অটোমেটিক ফেসবুক ফ্যান পেজে আপডেট করুন আপনার ওয়েবসাইটের পোষ্ট

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভালই আছে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো তা হলো কিভাবে অটোমেটিক ফেসবুক ফ্যান পেজে ওয়েবসাইটের পোষ্ট আপডেট করা যায়। অনেকেই নতুন ওয়েবসাইট করে এবং বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হয়। এর মধ্যে একটি সমস্যা হলো তারা কিভাবে নিজের ওয়েবসাইটের পোষ্টগুলো অটোমেটিক ফেসবুক পেজে আপডেট করবে সেটা জানে না। আমিও প্রথমে এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আজকে আমি আপনাদের বিশেষ করে নতুনদের এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আমি কাজগুলো চিত্র অনুসারে ধাপে ধাপে বর্ণনা করছি।

 

এজন্য প্রথমে ফেসবুকে লগিন করুন। তারপর নিচের নির্দেশনা অনুসরণ করে একটি পাতা তৈরী করুন।

ফেসবুকের একেবারে নিচের দিকে গিয়ে উপরের চিত্রে দেখান স্থানে ক্লিন করুন।

তারপর উপরের চিত্রের মত একটি পেজ খুলবে। এখান থেকে দেখান ব্র্যান্ড বা পণ্য এই ছবিটিতে ক্লিক করুন।

তারপর উপরের চিত্রের মত করে সেটিং সম্পাদন করুন। আমি যেখানে Md. Salim Rana লিখেছি সেখানে আপনি পাতাটি যে নামে তৈরী করবেন সেই নামটি লেখুন। তবে পাতাটি আপনার ওয়েবসাইটের নামে তৈরী করলেই সবচেয়ে ভাল হয়। তারপর শুরু করুন বোতামটিতে ক্লিক করুন।

তারপর এই রকম একটি পেজ খুলবে এখান থেকে আপনি চিত্রে দেখান জায়গায় ক্লিক করে আপনার পাতাটির প্রোফাইলের জন্য একটি ছবি যুক্ত করুন। তারপর বহাল রাখুন বোতামে ক্লিক করুন।

এরপর উপরের চিত্রের মত একটি পেজ খুলবে। এখান থেকে আপনি আপনার পাতাটি পছন্দ করার জন্য আপনার বন্ধুদের আমন্ত্রন জানাতে পারেন। যদি তা না করেন তবে এই পাতায় আর তেমন কিছুই করার নেই। তারপর বহাল রাখুন বোতামে ক্লিক করুন।

এবার উপরের চিত্রের মত একটি পাতা খুলবে। এখানে ওয়েবসাইট এর ঘরে আপনার ওয়েবসাইট এর নাম দিন। যেমন- http://www.techtutorial.tk । তারপর পরিচয়ের ঘরে আপনার ওয়েবসাইটের সংক্ষিপ্ত পরিচয় দিন। তারপর বহাল রাখুন বোতামটিতে ক্লিক করুন। এবার আপনার পাতা তৈরীর কাজ শেষ। আপনার ওয়েবসাইটের যত পোষ্ট এই পাতার ওয়ালেই আপডেট হবে এবং যারা যারা এই পাতাটি লাইক করবে তারা তারা আপনার ওয়েবাসইটের পোষ্টগুলো দেখতে পাবে। এবার আপনাকে এই পাতার জন্য একটি এপস যোগ করতে হবে। এজন্য ফেসবুকে প্রচুর এপস আছে তবে আমার কাছে সবচেয়ে ভাল লাগে এবং আমি যেটি ব্যবহার করি সেটি হল Rss Graffiti। এর জন্য আপনি লগিন থাকা অবস্থায় এই http://apps.facebook.com/rssgraffiti/ লিংকে যান। নিচের মত একটি পাতা খুলবে।

এখান থেকে দেখানো অংশে ক্লিক করুন। তাহলে নিচের মত একটি পেজ ওপেন হবে।

এখান থেকে আপনি দেখানো অংশে ক্লিক করে এপসটি ব্যবহারের জন্য অনুমতি দিন। তাহলে নিচের মত পাতা খুলবে।

এখানে আপনি যে পাতাটি তৈরী করেছেন সেটি দেখাবে। যেমন আমি তৈরী করেছিলাম Md. Salim Rana নামে। চিত্রে দেখানো স্থানে আপনার তৈরীকৃত পাতাটির নাম দেখাবে। সেখান থেকে আপনার পাতাটির নামের উপর ক্লিক করুন। তাহলে নিচের মত দেখাবে।

এরপর দেখানো অংশে ক্লিক করুন। তাহলে নিচের মত পাতা খুলবে।

এখানে কিছুই করার দরকার নেই। আপনি শুধু অনুমতি দিয়ে দিন। তারপর নিচের চিত্রের মত পাতা খুলবে।

এখান থেকে আপনি দেখান অংশের +Add feed লেখাটিতে ক্লিক করুন। তাহলে নিচের মত দেখাবে।

তারপর উপরের চিত্রের মত করে সেটিং সম্পাদন করুন। Feed URL এর স্থানে আপনার ওয়েবসাইটের আর.এস.এস লিংক দিন। যেমন  http://www.techtutorial.tk/rss । আসলে এখানে আপনার ওয়েবসাইটের নাম এর শেষে শুধু /rss যোগ করলেই হলো। এবার Source Name এর ঘরে আপনি কোথায় থেকে আপনার পোষ্টগুলো দেখাতে চান সেটা লিখুন। এখানে আপনার ওয়েবসাইটের মূল নামটুকু দিয়ে দিলেই সবচেয়ে ভাল হয়। মনে করুন আপনার ওয়েবসাইটের নাম http://www.techtutorial.tk এখানে আপনার ওয়েবসাইটের মূল নাম হল techtutorial। এবার Source URL এর ঘরে আপনার ওয়েবসাইটের ঠিকানা দিন। এবার Save বাটনে ক্লিক করে সেভ করুন। ব্যস আপনার কাজ শেষ। এখন থেকে আপনি আপনার ওয়েবসাইটে যত পোষ্ট করবেন সব পোষ্ট ফেসবুকে অটোমেটিক ভাবে আপডেট হবে। আজ এ পর্যন্তই। আগামীতে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে যেন হাজির হতে পারি সেজন্য আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ!

 

টিউনটি পূর্বে আমার ওয়েবসাইট http://www.techtutorial.tk তে প্রকাশ হয়েছে।

আমার ইমেইল [email protected]

ফেসবুকে আমি http://www.facebook.com/salimrana24

Level 0

আমি রানা সেলিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.youtube.com/mvideosr24


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন টিউন !!!! অসংখ্য ধন্যবাদ ।

আপনাকেও ধন্যবাদ

Level 0

সুপার। আমার খুব দরকার ছিল। ধন্যবাদ।

cool tune. thanx bro……ami age jantan kinto vula giyacilam abar mona kora dayar jonno donno ban………

Apnaderkew thanks! Bloging e ami new. Tar poro ami try korbo apnaderke valo kiso opohar debar jonno. Apnara amar website e giye amake 1to poramorsho diben and fb te amar friend hoben please. Thanks all.

Level 0

ভাই
ছালাম রইল ,আপনার নিরদেশ মতো কাজ করে আমি ফানপেজ তৈরী করেছি।
কিন্তু পেজ সুনদর ভাবে সাজাতে পারছি না । যদি আপনি আমাকে একটু হেল্প করতেন
তাহলে উপকৃত হতাম ।
ধন্যবাদ
http://www.facebook.com/pages/Need/176989205742964?sk=wall

nice

Level 0

ভাল লাগলো…. তবে ছবিগুলো দেখা যাচ্ছে না। আমার সাইটের ফেসবুক পেজ আছে তার সঙ্গে কিভাবে যোগ করবো?

Level 0

ভাই আপনার টিউনসের ছবি গুলো দেখতে পারছি না একটু চেক করবেন।