এখনও নবীন ওয়বে পাবলিশারদের প্রথম আগ্রহ থাকে ব্লগ ওয়েবসাইট, পন্য ওয়বেসাইটের দিকে; যা প্রথম দিকে সিঙ্গেল ইউজার থাকলেও পরে মাল্টি ইউজারে রুপান্তরিত হয়। আমার মনে হয় না সফল ওয়েব পাবলিশার হওয়ার জন্য এধরনের চিন্তা খুব একটা কাজে আসে। এখন ওয়ার্ডপ্রেসের যে থিমটি নিয়ে আলোচনা করব; সেটি দিয়ে সহজেই গ্রামীনফোনের সেল বাজার বা ক্লিক বিডির মত ওয়েব সাইট তৈরি করা যাবে। যেটি মূলত মাল্টি ইউজার, যেখানে আনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান ফ্র্রি অথবা স্পেশাল বিজ্ঞাপনের জন্য অর্থ দিয়ে তার পন্যের প্রচারণা চালিয়ে থাকে। এবং সাধারণ ভিজিটর তার প্রয়োজন্য পন্যের জন্য ওয়বেসাইটে ভিজিট করে থাকে। এখানে বিজ্ঞাপন দাতা এবং ভিজিটর উভয়ের কাছে গুরুত্বপূর্ন থাকে ওই ওয়বেসাইট; যা সাধারণ ব্লগ ওয়বেসাইট থেকে প্রয়োজনীয়। আরা এধরনের ওয়েবসাইট বাইরের কোন বিজ্ঞাপন কোম্পানির (এডসেন্স) এর সাহায্য ছাড়াই চলতে সক্ষম।
ওয়ার্ডপ্রেসের এই থিমটি তৈরি করেছে http://www.appthemes.com থিমটির প্রকৃত মূল্য ৯৯ ডলার। যেহেতু ইচ্ছে থাকলেও অনলাইনে কেনাকাটা করা আমাদের পক্ষে পাহাড় ডিঙ্গানোর মতো আবস্থা। কাজেই ফাইল শেয়ারিং কপিটি নিন। তবে এটুকু ওয়াদা করে নিন, (সারা জীবন ফাও পাওয়ার চিন্তা বাদ দিয়ে) যখন সম্ভব হবে মূল থিম প্রস্তুত কারী প্রতিষ্ঠানকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে দিবেন।
আমার পিটিসি ওয়বেসাইটে সবাইকে আমন্ত্রন। আশাকরি এই পিটিসি ওয়বেসাইট পিটিসি জগতের বদনাম কিছুটা হলেও ঘোচাতে পারবে। ওয়বেসাইটি এই মুহূর্তে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ফ্রি রেজিস্ট্রেশন গ্রহন করা হচ্ছে।
আমি শাহনেওয়াজ রহমানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর একটি টিউন উপহার দেবার জন্য ধন্যবাদ