ওয়ার্ডপ্রেসের সোসাল স্লাইডার (ফেসবুক, টুইটার, গুগুল প্লাস, ইউ টিউব) প্লাগিন

আজকে ওয়ার্ডপ্রসেসের জন্য চমৎকার একটা সোসাল স্লাইডার (ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইউ টিউব) প্লাগিন দিলাম। এটি আপনার ওয়বেসাইটের ডানে-বামে  স্লাইডার হিসেবে প্রদর্শন হবে এবং মাউস রাখলে প্রতিটি নেটওয়ার্কের আপনার ওয়বেসাইটের আপডটে আর্টিকেল প্রদর্শিত হবে।

(মডারেটর সাহেবের প্রতি: এর আগে আমার একটা পোস্ট নিষ্ঠুর ভাবে ডিলেট করে দেয়া হয়েছে। পোস্টির শিরোনাম ছিল, অনলাইন অ্যাড মার্কেট প্লেস, সেল বাজার, ক্লিক বিডি এর মত ওয়েব সাইট তৈরি করুন। এর আগে ঠিক এরকম একটা পোস্ট করা হয়েছিল; কিন্তু সেটায় কোন ডাউনলোড লিক ছিল না। কাজেই আমি ডাউনলোড লিক সহ পোস্টা করেছিলাম। আমি ঠিক বুঝতে পারলাম না  মডারেটর সাহেব আমার প্রতি কেন এত নিষ্ঠুর হলেন?)

ডেমো দেখুন:

ডাউনলোড করুন:

পোস্টটি পূর্বে প্রকাশিত হয়েছে:

 

আমার পিটিসি ওয়বেসাইটে সবাইকে আমন্ত্রন। আশাকরি এই পিটিসি ওয়বেসাইট পিটিসি জগতের বদনাম কিছুটা হলেও ঘোচাতে পারবে। ওয়বেসাইটি এই মুহূর্তে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ফ্রি রেজিস্ট্রেশন গ্রহন করা হচ্ছে।

 

আমন্ত্রন:  

Level 3

আমি শাহনেওয়াজ রহমানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস নীতিমালা – ১.১৩ টিউন করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন অবস্থান করতে হবে। প্রয়োজনে টিউনের মধ্যে “আমার ব্লগ” উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।

দয়া করে টেকটিউনস নীতিমালা মেনে চলুন। ধন্যবাদ।

ধন্যবাদ…..আমার ভুল ধরতে পেরেছি।

ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন অবস্থান করতে হবে

১.১৬ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন-এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন। শুধুমাত্র টেকটিউনস বান্ধব ‘নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট’ ও ‘নন-অ্যাফিলিয়েট লিংক ও সর্টলিংক’ ব্যবহার করুন। টেকটিউনস বান্ধব ও টেকটিউনস নিষিদ্ধ ফাইল হোস্ট, লিংক ও সর্টলিংক এর পূর্ণ তালিকা এখান থেকে দেখে নিন।

Level 0

ধন্যবাদ….. খুব ভাল টিউন

http://www.netalamin.blogspot.com