আমাদের নবীন ওয়েব ডেভেলপার, ফ্র্রিল্যান্সারদের দৌড় বড়জোর ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, পান বিবি, পিএইচবি বিবি পর্যন্ত। যদিও বর্তমানে এগুলোর ব্যবহার সর্বাধিক। তার পরেও আমি বলব নবীন পাবলিশাররা যদি ব্যতিক্রম ধরনের কিছু সিএমএস, ওয়বেসাইট এর চিন্তা বের না করতে পারেন তাহলে ওয়েবের রাজত্বে টিকে থাকতে কষ্ট হবে। আর বাংলা দেশে অনলাইন মার্কেট প্লেস সবে মাত্র যাত্রা শুরু করেছে। কাজেই এখনই এ ধরনের কাজের এখনই উপযুক্ত সময়।
থিম, গ্রফিক্স প্রভৃতি কাজের জন্য আমাকে অসংখ্যবার থিম ফরেস্ট ওয়বেসাইটে ঢুকতে হয়েছে। বার বার মনে হয়েছে আমাকে ঠিক এরকম একটা ওয়েবসাইট বানাতে হবে। আমি যে ধরনের থিম ও সিএমএস পাচ্ছিলাম তা ঠিক পছন্দ হচ্ছিল না। তবে আমি থিম ফরেস্ট এর একটি ক্লোন সিএমএস পেয়েছি। এটির নাম ক্লোন ফরেস্ট। এটি হুবহু থিম ফরেস্ট এর মতো। তবে এই সিএমএস দিয়ে শুধু গ্রাফিক্স মার্কেট প্লেস নয়, অডিও, ভিডিও, বুক, থিম প্রভৃতি মাকেট প্লেস করা যায়। অনলাইন গেটওয়ে হিসেবে প্রচলিত সকল সিস্টেম ব্যবহার করা যায়।
টেকটিউনসের সদস্যদের সাথে ১৫৯ ডলারের সিএমএসটি শেয়ার করলাম। এ বিষয়ে যারা কাজ করতে আগ্রহী তাদেরকে বলছি, সিএমএসটি পরিচালনা লোকাল কম্পিউটারে ভালভাবে প্রাক্টিস করে মেইন সাভার্রে আপলোড করবেন।
আমি শাহনেওয়াজ রহমানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি যদি ইন্টারনেটে থিম, ব্যানার, গ্রাফিক্স, লোগো প্রভৃতি কেনা বেচার একটি ই-কমার্স ওয়েবসাইড বানাতে চান তবে ক্লোন ফরেস্ট এর স্পেশাল সিএমএস (ঠিক, ওয়ার্ডপ্রেস, জুমলা এর মত) টি নামিয়ে ব্যবহার করুন।
শাহনেওয়াজ রহমানী ভাই বিষয়টা আরেকটু পরিস্কার করে বলবেন আমি বুজতে পারছে না।