দু’দিন আগে আমার ফোরাম ধর্মী ওয়েবসাইট http://www.talkelement.com এর জন্য গেস্ট থ্রেট ক্রিয়েটর (হায়ার) প্রসংঙ্গে একটা পোস্ট দিয়েছিলাম। পোস্ট এর মূল বিষয়বস্তু ছিল, আমার ফোরামে মৌলিক থ্রেট ক্রিয়েট এর জন্য অর্থ দিব। পোস্টটা প্রকাশিত হওয়ার দশ মিনিটের মাথায় ডিলেট করে দেয়া হয়। মডারেটর আমার প্রতি এ ধরনের বৈরী মনোভাব কেন পোষণ করলেন আমি ঠিক বুঝে উঠতে পারিনি; এবং থ্রেট ক্রিয়েট (হায়ার) প্রসঙ্গে আর কিছু বলব না। এ পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে, আমার ফোরাম ওয়েবসাইটি আমি সকলের জন্য উন্মক্ত করে দিয়েছি। বিশেষ করে অন্য সকল ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য। আপনারা যত খুশি পোস্ট করুন, আপনাদের ওয়েবসাইটের রিভিউ লিখুন। থ্রেট করুন।
টেকটিউনসের সকলকে ধন্যবাদ।
ওয়েবসাইটের ঠিকানা:
আমার পিটিসি ওয়বেসাইটে সবাইকে আমন্ত্রন। আশাকরি এই পিটিসি ওয়বেসাইট পিটিসি জগতের বদনাম কিছুটা হলেও ঘোচাতে পারবে। ওয়বেসাইটি এই মুহূর্তে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ফ্রি রেজিস্ট্রেশন গ্রহন করা হচ্ছে।
আমি শাহনেওয়াজ রহমানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি কিছু বলতে পারলাম্না। আমি কিছুদিন আগে একটি ইংলিশ টেক ব্লগ ওপেন করেছি। কিন্তু আমি একা আর কত পোস্ট করব!! আপনার ফোরাম দেখে বুঝলাম আপনি ইংলিশ ব্লগ লিখতে পারেন। তাই চাইলে আমাকে হেল্প করতে পারেন। আর ভাই আমার ব্লগ টাতে adsence পাবার সম্ভাবনা কতটুকু জানাবেন। http://technologytune.com/
ধন্যবাদ, আমার AdSense Account এপ্রুভ আছে।