ফ্রি সার্চ ইঞ্জিন মার্কেটিং, আপনার ওয়েবসাইটের রিভিউ লিখুন

দু’দিন আগে আমার ফোরাম ধর্মী ওয়েবসাইট http://www.talkelement.com এর জন্য গেস্ট থ্রেট ক্রিয়েটর (হায়ার) প্রসংঙ্গে একটা পোস্ট দিয়েছিলাম। পোস্ট এর মূল বিষয়বস্তু ছিল, আমার ফোরামে মৌলিক থ্রেট ক্রিয়েট এর জন্য অর্থ দিব। পোস্টটা প্রকাশিত হওয়ার দশ মিনিটের মাথায় ডিলেট করে দেয়া হয়। মডারেটর আমার প্রতি এ ধরনের বৈরী মনোভাব কেন পোষণ করলেন আমি ঠিক বুঝে উঠতে পারিনি; এবং থ্রেট ক্রিয়েট (হায়ার)  প্রসঙ্গে আর কিছু বলব না। এ পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে, আমার ফোরাম ওয়েবসাইটি আমি সকলের জন্য উন্মক্ত করে দিয়েছি। বিশেষ করে অন্য সকল ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর জন্য। আপনারা যত খুশি পোস্ট করুন, আপনাদের ওয়েবসাইটের রিভিউ লিখুন। থ্রেট করুন।

টেকটিউনসের সকলকে ধন্যবাদ।

ওয়েবসাইটের ঠিকানা:

http://www.talkelement.com

 

 

আমার পিটিসি ওয়বেসাইটে সবাইকে আমন্ত্রন। আশাকরি এই পিটিসি ওয়বেসাইট পিটিসি জগতের বদনাম কিছুটা হলেও ঘোচাতে পারবে। ওয়বেসাইটি এই মুহূর্তে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ফ্রি রেজিস্ট্রেশন গ্রহন করা হচ্ছে।

 

আমন্ত্রন:  

Level 3

আমি শাহনেওয়াজ রহমানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, আমার AdSense Account এপ্রুভ আছে।

Level 0

dear bro,
would U pls mail me details about Ur plan.
Is there any income or revenue sharing system to Ur forum ?
Can I post some unique threads from my own blog ?
Can I share my own blog posts or forum threads that is unique and only belongs to me ??

    @newboy: *I want to create an online community. Just like a forum, discussion board. Not an article directory.
    * Yes, my AdSense account is active. But I am waiting for buysellads.com account activation. It’s risky for involving one ad networks. A forum community can’t establish 60% original content. It is impossible for a blog to do so. Sorry don’t mind.
    *Yes, you can do it.
    Yes, you can do it.
    Thanks more………….

ভাই আমি কিছু বলতে পারলাম্না। আমি কিছুদিন আগে একটি ইংলিশ টেক ব্লগ ওপেন করেছি। কিন্তু আমি একা আর কত পোস্ট করব!! আপনার ফোরাম দেখে বুঝলাম আপনি ইংলিশ ব্লগ লিখতে পারেন। তাই চাইলে আমাকে হেল্প করতে পারেন। আর ভাই আমার ব্লগ টাতে adsence পাবার সম্ভাবনা কতটুকু জানাবেন। http://technologytune.com/

    @ধোঁয়াটে বরফ: ভাই আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ। একজন সারা জীবন পোস্ট করে একা একটা ওয়েব সাইট দাঁড় করতে পারবে না। মৌলিক কন্টেন্ট, এটা তো অনেক দূরের ব্যপার। আজ থেক ১০ বছর আগে একজন কোন রকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারলেই সাফলতার মুখ দেখত। এখন সেটা সম্ভব নয়। আমার ওয়েবসাইটের বয়স ৪৮ দিন। আমি ৩১১ জন মেম্বার পেয়েছি। এটাই অনকে বড় পাওনা। দেশের বাইরের মানুষজন ফোরাম ওয়েবসাইট খুব পছন্দ করে। কেউ এখন আর ব্লগ পোস্ট করতে চায় না। ছোট ছোট কমন্টে, থ্রেট করতে চায়। এজন্যই আমি ব্যক্তিগত ভাবে ফোরাম ওয়েবসাইট করতে আগ্রহী।

      @শাহনেওয়াজ রহমানী: আপনি adsence পাবার জন্য শাকিল ভাই এর http://earnhelp.com/ থেকে সাহায্য নিতে পারেন। আপনার সব কন্টেট যদি ১০০% মৌলিক হয় তবে অ্যাপ্লই করে বসেন। আর মৌলিক না হলে বিকল্প ভাবে চালু করুন। তবে ভাল মানের কন্টেন না থাকলে বিজ্ঞাপন পাবনে না। খেয়াল করে দেখুন টেকটিউনসএ কৌশলে adsence এর বিজ্ঞাপন দেখান হচেছ। যা গুগলের আইন বিরুদ্ধ। কাজেই ভয়ের কারন দেখছি না।
      ধন্যবাদ….

Level 0

ভাই এ বিষয়ে আর লজ্বা দিবেন না। আপনার ওয়েবসাইটে ঢুকতে পারলাম না ভায়া।
ধন্যবাদ…………

আগে বলেন আপানার vBulletin এর লাইসেন্স আছে? vBulletin টের পাইলে আপনার হোস্টিং অ্যাকাউন্ট এর ১২টা বাজবে।

এর আগে বলেন আপনি যে Windows xp ব্যবহার করেন তার লাইসেন্স আছে। চিন্তা করেন আমার usa এর ডোমেইন, সাভার্র ভাড়া ৮৬ ডলার। আর vBulletin এর লাইসেন্স ২৮৫ ডলার এবং প্রতি মাসে আপডেট বাবদ ২৫০ ডলার।

বোঝেন ঠ্যালা…..