ওয়ার্ডপ্রেসে প্রোফাইল পিকচার? লাগবে না Gravatar!

লেখার শুরুতে ছোট্ট একটা ভূমিকা করতে চাই। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল কিছু একটা নিয়ে টিউন করার। কিন্তু কি নিয়ে করা যায় সেটাই খুঁজে পাচ্ছিলাম না। ২ দিন আগে হঠাৎ করেই 'ইউরেকা' হল- প্রথম টিউন করার একটা টপিক পেয়ে গেলাম। আশা করি টিটি'র টিউন ভাণ্ডারে এটা ডুপ্লিকেট হবে না।

আমার মনে হয় এই টিউনটি তাদেরই বেশি কাজে লাগতে পারে যাদের self-hosted ওয়ার্ডপ্রেস ব্লগ আছে। এমনকি টিটি'র ক্ষেত্রেও কার্যকরী হতে পারে। আমি আজ বলতে এসেছি একটি প্লাগ-ইনের কথা যেটি ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ব্লগের অ্যাডমিন এবং মেম্বাররা খুব সহজেই তাদের প্রোফাইলে ছবি যোগ করতে পারেন। গ্রাভাটারের দ্বারস্থ হওয়ার কোন প্রয়োজনই পড়বে না। User Avatar ইনস্টল করলে আপনার ব্লগের Your Profile অপশনে একটা থাম্বনেইল এরিয়া দেখতে পাবেন। ঠিক এরকম-  (তবে মাঝের ছবিটা বাদে :mrgreen: )

এখানে ছবি সরাসরি কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে আপলোড করতে পারবেন। ছবির যে অংশটুকু ডিসপ্লে করতে চান, সেটুকু ক্রপ করে নিন। তারপর সেভ করুন। ব্যস... প্রো-পিক সেট!

নিচের স্ক্রীণশট থেকে এই ব্যাপার-স্যাপার আরো পরিষ্কার হবে আশা করিঃ

 ছবি- ১

ছবি- ২

 ছবি- ৩

Finalized

ছবি- ৪

এখন..... ডাউনলোড করতে চাইবেন নিশ্চয়ই? ঝটপট করে ফেলুন এখান থেকেএটির জন্য কমপক্ষে ওয়ার্ডপ্রেস 3.0 দরকার। ওপরের দিকে হলে আরো ভাল। এর কম্প্যাটিবিলিটি যদিও 3.1.4 পর্যন্ত, আমি 3.3.1 এ ব্যবহার করছি কোন সমস্যা ছাড়াই।

আশা করি টেকটিউনস কর্তৃপক্ষও শীঘ্রই এই প্লাগ-ইন সংযুক্ত করবেন এবং যাদের প্রোফাইল পিকচার/অ্যাভাটারে  বিচিত্র সব ক্লিপ-আর্ট দেখা যায়, তারাও আরামে আরামে অতি সহজে নিজের চেহারা দেখাতে পারবেন।

আজ তাহলে এ পর্যন্তই। ভাল/মন্দ যা-ই লাগুক, জানাতে কার্পণ্য করবেন না।

Level 0

আমি Tech-পাগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ওই PC, Internet হামাক পাগলা করিছে... কত জবর জবর চমক দিয়্যা জিউডা কাড়িছে...!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও দেখেছিলাম আগে।ভালোই কাজ করে।ধন্যবাদ শেয়ারের জন্য।

    @নিশাচর নাইম: ধন্যবাদ নাইম ভাই। টিটি’র অ্যাডমিনকে কি অনুরোধ/সুপারিশ করা যায় এই প্লাগ-ইন ইনস্টলের ব্যাপারে?

ভাল টিউন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

rony … darun hoyeche, ei chinta ta age amar mathay aseni. 🙂

    @UFO: হেহে…. এবার এসেই যখন পড়েছে, তখন আর দেরি কেন? 😀