পিএইচপি কোচিং [পর্ব-১০] :: strlen() ফাংশন এবং strpos() ফাংশন

পিএইচপি কোচিং

বন্ধুরা, আজ আমরা দুইটি গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে জানব। ফাংশন দুইটি হল strlen() ফাংশন এবং strpos() ফাংশন। অবশ্য ফাংশন দুটি বেশ মজারও বটে।

strlen():

এই ফাংশনের কাজ হল যেকোনো স্ট্রিং এর ক্যারেক্টার সংখ্যা নির্ণয় করা। উল্লেখ্য পিএইচপিতে যেকোনো ধরণের বর্ণ,স্পেস,চিহ্ন ইত্যাদিকে ক্যারেক্টার বলা হয়। যেমন, "where are you?" এই স্ট্রিং এ কয়টি ক্যারেক্টার আছে তা জানার জন্য উক্ত স্ট্রিং এই ফাংশন ব্যবহার করে নিচের মত লিখতে হবে।

strlen("where are you?")

এর রেজাল্ট হবে ১৪ কারণ এতে ১৪ টি ক্যারেক্টার আছে। (একটি ? চিহ্ন, ২টি স্পেস এবং ১১টি বর্ণ)

তবে এই রেজাল্টটি ব্রাউজারে প্রদর্শন করতে চাইলে নিচের মত লিখতে হবে।

echo strlen("where are you?");

strpos():

এই ফাংশনের কাজ হল কোনো নির্দিষ্ট স্ট্রিং এ কোনো একটি ক্যারেক্টারের অবস্থান নাম্বার বের করা। নিচের উদাহরনটি লক্ষ্য করুন।

strpos("where are you?","you");

এখানে () এর ভেতর , দিয়ে দুটি স্ট্রিং লেখা হয়েছে। প্রথমে লেখা হয়েছে যে স্ট্রিং এ অবস্থান খুঁজতে হবে সেই স্ট্রিং এবং পরে লেখা হয়েছে যে স্ট্রুইং এর অবস্থান খুঁজতে হবে সেই স্ট্রিং। ফলে এর রেজাল্ট আসবে, ১০। কারণ "you" শব্দের প্রথম ক্যারেক্টার y শুরু হয়েছে ১০ নাম্বার অবস্থানের পর থেকে।

নিচের কোডটি দেখলে আশা করি ব্যাপারটি আরো পরিস্কার হবে।

<html>

<body>

<?php

echo strlen("where are you?");

echo "</br>";

echo strpos("where are you?","you");

?>

</body>

</html>

ফলে এর আউটপুট হবে নিচের মত।

কেন এমন হল নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মিঠু ভাই চালিয়ে যান 🙂 সবার কাজে আসবে টিউনগুলো

Vai, apnar cotching amar onek upokar korse. Doya kore ar por mysql nea tune korben. Thnx

Vaia varabd.com er pokko thaka thanks.