ওয়েবমাস্টারদের সাইট পরিচালনার মাঝে মাঝে হোস্টিং পরিবর্তনের দরকার হয় কখনও বা ব্যাকআপ থেকে আপলোড করার ও দরকার হতে পারে এটা খুই স্বাভাবিক। কিন্তু আপনার সাইটটি যদি কখনো হয় আমাদের প্রিয় সাইট টেকটিউনস এর মত জনপ্রিয় তবে তা নতুন হোস্টে বা ব্যাকাপ থেকে আপলোডিংয়ে পেতে হবে বেশ বেগ। ফাইল তো যেমন তেমন ভাবে তাও আপলোড করলেন কিন্তু ডাটাবেজ? হূমম আমার অভিজ্ঞতা থেকে জানি ডাটাবেজ পিএইচপি মাই এডমিনের মাধ্যমে আপলোড করলে তা একটি নির্দষ্ট সাইজের মধ্যে সীমা বদ্ধ। মানে তার চেয়ে বড় ফাইল আপনি সাধারন সিপ্যানেল হোস্টিং এর মাধ্যমে আপলোড করতে পারবেন না।
হূমম এরকম ডাটাবেজ খুব সহজে আপলোড করার একটি ট্রিকস নিয়েই আজ এ আমার এ টিউনটি। এজন্য প্রথমেই আপনাকে ডাউনলোড করতে হবে বিগডাম্প স্ক্রীপ্টটি। এটি ডাউনলোডের পর আনজিপ করুন আর আপনার হোস্টিংয়ে একটি ফোল্ডার তৈরী করে তার মধ্যে এটি আপলোড করুন। এবার bigdump.php ফাইলটি এডিটিং এর জন্য ওপেন করুন (এটা অবশ্য অফলাইনে করেও আপলোড করতে পারেন)।
এবার দেখানো স্থানে আপনি যে নামের ডাটাবেজে এই ফাইলটি আপলোড করতে চান তার নাম, ইউজার এর নাম এবং পাসওয়ার্ড বসিয়ে সেভ করুন।
হূমম এবার আপনি এই পেজটি ব্রাউজ করুন। এবার দেখবেন নিচের মত একটি পেজ আসবে যা একই ফোল্ডারে থাকে এসকিউএল ফাইল ডিটেক্ট করবে। 😯
এবার ঠিক এই পেজে যেভাবে দেখানো হয়েছে সেখানে Start Import এ ক্লিক করুন।
হূমম এবার এসকিউএল ফাইলটি ইমপোর্ট হয়ে আপনার ঐ নির্দিষ্ট ডাটাবেজে যাবে। ব্যাস কাজ শেষ।
কাজ শেষ হবার পর অবশ্যই এই স্ক্রীপ্ট এবং ওয়ার্কিং ফোল্ডারটি রিমুভ করবেন। 😈
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর টিটিতে লিখলেন…।এখনো দেখি লেখার শক্তি আগের মতই আছে !! 🙁
অনেক উপকারি টিউন। ধন্যবাদ।