৯টি ফাটাফাটি কাজের ওয়েব অ্যাপলিকেশান

আমরা সবাই এখন অনেক ব্যস্ত হয়ে পড়ছি। সব সময় আমরা এখন খেয়াল রাখি যাতে সহজে এবং কম সময়ে আমাদের সকল কাজ শেষ হয়ে যায়। আপনাদের নিত্য দিনের কাজ সহজ করার জন্য আজকে ৯টি ফাটাফাটি কাজের ওয়েব অ্যাপলিকেশান নিয়ে টিউন করব। আশা করি আপনাদের অনেক কাজে আসবে।

এই ওয়েব অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করা খুব সহজ কারণ এগুলো বেশির ভাগই রেজিস্ট্রশনের ঝামেলা নেই। আপনি যদি একজন ডিজাইনার, ডেভালঅপার, অফিস কর্মকর্তা, ম্যানেজার, ছাত্র যাই হোন না কেন চমৎকার এই সার্ভিস গুলো আপনাদের ভালো লাগবে। এগুলো খুব বেশি জনপ্রিয় না হলেও আপনাদের অনেক কাজে আসবে তাই এই টিউন করা।

Free login 2 Me

free-login-2

Free login 2 Me: ফ্রি লগইন টু মি (Free login to me) আপনাকে অনেক সাইটের রেজিস্ট্রেশনের ঝামেলা থেকে বাঁচিয়ে দিবে। শুধু সাইটে ঢুকে আপনি যে সাইটে রেজিস্ট্রেশনের ঝামেলা এড়াতে চান তার ঠিকানা দিন। তাদের ডেটাবেআসে যদি থাকে তবে আপনি সেই সাইটেন একটি ইউজারনেম আর পাসওয়ার্ড পেয়ে যাবেন। ব্যস, শুধু লগইন করুন!

Milto Encoder:

milto

Milto Encoder: এর মাধ্যমে আপনি ইমেল হতে প্রাপ্ত স্প্যামবট প্রতিরোধ করতে পারেন। মেইলটু এনকোডের সাহায্যে আপনার সাইটে সকল এডড্রেস এনকোড করে দিতে পারবেন।

Temporary Inbox:

inbox

Temporary Inbox: এই সার্ভিসটি অস্থায়ী পরিত্যাক্ত ইমেলের ইনবক্স, যার রেজিস্ট্রশনের প্রয়োজন নাই এবং স্প্যাম এভোয়েডের জন্য ব্যবহৃত হয়। এই সার্ভিসটি আপনাকে অস্থায়ী ভাবে একটি ইমেইল এড্যাস তৈরি করে দিবে যা আপনি বিভিন্ন ফোরাম, ইরোটিক সাইট এবং সর্বত্র ব্যবহার করতে পারবেন। স্প্যমাররা কখনই আপনার ইমেল এডড্রেস খুঁজে পাবে না।

Tweet Bloger:

tweet

Tweet Bloger: টুইট বগ্লার টুইটার ইউজার এবং অ্যাপ্লিকেশন ডেভালাপারদের জন্য একটি ফ্রি সোর্চ। হাইলি এডভান্স ফ্লিটার ব্যবহার করে তারা টুইটারের টপ স্প্যামারের রেংক এবং ক্যাটালগ তৈরি করে যা সহজে স্প্যাম খুঁজে পায়।

Ta-da list:

tada

Ta-da list: Ta-da list একটি ছোট্ট টুলস যা লিস্ট তৈরি করতে সাহায্য করে। এটি খুব কার্যকারী এবং অবশ্যই সম্পূর্ণ ফ্রি। Ta-da list ওয়েবের মধ্যে সবচেয়ে সহজ লিস্ট টুলস। আপনি আপনার লিস্ট তৈরি করে অন্যান্যদের সাথে শেয়ার করতে পারবেন। এটি খুব সহজেই করতে পারবেন।

Friendpaste:

frnd

Friendpaste: Friendpaste একটি দ্রুত সার্ভিস যার যার মাধ্যমে আপনি আপনার কোড কপি-পেস্ট করতে পারেন এবং খুব সহজেই আপনার বন্ধুদের লিঙ্ক দিতে পারেন। এই সার্ভিস বঢ় ধরনের সংখ্যাও সাপোর্ট করে যা আপনার প্রয়োজন।

Cozi:

cozi

Cozi: Cozi একটি ফ্রি ওয়েব সার্ভিস যা যোগাযোগ এবং মেমরী শেয়ারের মাধ্যমে ফেমিলির বিভিন্ন সময়সূচি, সপিং, গৃহস্থালি কাজ অর্গানাইজেশন করা যায়।

Email The Web:

email

Email The Web: ইমেল ওয়েব একমাত্র ওয়েব বেইডস সার্ভিস যা আপনাকে এক পেজ থেকে অন্য পেজে ইমেল করার সুবিধা দেয়। সম্পূর্ণ ওয়েব পেজ ফ্ল্যাশে ইমেই হবে এবং ক্যাপচার করবে। আপনি যাকে পাঠাবেন সেও একই রকম পেজ দেখতে পাবে।

Whisper Bot:

whis

Whisper Bot: Whisper Bot একটি ফ্রি, সহজ এবং নিরাপদ সার্ভিস যার মাধ্যমে আপনি আধুনিক জীবন যাত্রার নোট তৈরি করে আপনি আপনার বন্ধুদের দিতে পারেন। আপনার এখন আর কনফিডেনশাল মেসেজের জন্য ইমেইলের প্রয়োজন নেই।

আপনারা এই অ্যাপলিকেশন গুলো ব্যবহার করেন আশা করি ভাল লাগবে আর এই ধরনের অন্যান্য সার্ভিসের কথা জানান মন্তব্য।

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন একটা টিউন। cozi টা ভাল লেগেছে আমার কাছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    সজীব ভাইয়া আপনাকেও ধন্যবাদ।

অসাধারণ টিউন করেছে ।তোমাকে মন্তব্য দেবার জন্য দ্বিতীয়বার আসলাম

    দ্বিতীয়বার আসার জন্য অনেক ধন্যবাদ।

ফাইভ স্টার টিউন ইয়াসিন…. Free login 2 Me এর মত আরও একটি সার্ভিস হল Bugmenot এটার ডেটাবেইস আর বেশি সমৃদ্ধ এবং লগইন সাকসেস Percentage দেখা যায়। আর temporary inbox এর মত আরও একটি সার্ভিস হল Mailinator যেটার সুবিধা হল [email protected] ইমেইল এড্রেস ব্যবহার করে http://mymail.mailinator.com URL দিয়ে ইনবক্স চেক করা যায়… সিমপল… ধন্যবাদ তোমাকে।

    মেহেদী ভাইয়াকে অনেক ধন্যবাদ আরোও কিছু সার্ভিসের খবর দেওয়ার জন্য।

জোস টিউন। ধন্যবাদ তোমাকে।

Yeasin Arafat ভাই চালিয়ে যান আশা করি সবাই আপনার সাথে আছে । ধন্যবাদ

    আমি তো আপনাদের সাথে থাকার জন্যই টিউন করি।

জোসসস
ধন্যবাদ

জটিল টিউন, সাইন আউট করেছিলাম। কমেন্ট করার জন্য লগিন করলাম। ধন্যবাদ