আসসালামালাইকুম।
সবাই কেমন আছেন ?
আশা করি সবাই ভালো আছেন।
আমি আছি কোন রকম আপনাদের দোয়ায়।
আজ আমি আপনাদের বিভিন্ন ডুফলো ফোরাম সাইট শেয়ার করবো।
নোফলো ফোরামের থেকে ডুফলো সাইটের যে গুরুত্ত কতটুকু আপনারা জানেন।
একটি নোফলো ফোরাম সাইটের পেইজ রেঙ্ক যদি ৮ হয় আর একটি ডুফলো ফোরাম সাইটের পেইজ রেঙ্ক যদি ১ হয় গুগল আপনার ডুফলো সাইটের মূল্য দিবে।
তবে আপনি এই জন্য যে শুধু ডুফলো সাইটের ব্যাকলিংক ক্রিয়েট করবেন তানা মাঝে মাঝে নোফলো সাইটের ব্যাকলিংক দরকার নেচারেল ব্যাকলিঙ্কের জন্য ।
নিচে আমি বেশ কিছু ডুফলো সাইট শেয়ার করলাম।
তবে এই ফোরাম গুলো Webmaster/SEO/Internet Marketing রিলেটেড।
যাদের এই ধরনের সাইট তারা আর দেরি না করে করে ফেলেন আসতে আসতে।
আশা করি নতুনদের কাজে লাগবে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানান ( তাহলে পরের পর্ব তারা তারি পাবেন :P)
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
thanks