গতকাল মুনিম ভাই আমাকে ফোন করে যেভাবে বললেন মূলতঃ তার কথা চিন্তা করেই এই প্লাগিনটি তৈরী করলাম এবং ওয়ার্ডপ্রেসের কাছে হোস্ট করলাম। উনি নিজে কোডিং জানেন না কিন্তু একটি ওয়েবসাইট চালান আমার ধারনা অনেকেই এভাবে সাইট চালান এবং উনার মত সমস্যায় পড়েন। উনি উনার সাইটে নিজে কাজ করতে গিয়ে সাইট ডাউন করে ফেলেছিলেন এবং উনার ডেভেলপারদের কাছে সাহায্য চেয়েও উনাদের ব্যস্ততার কারনে সময় দিতে পারেননি তারা। কিন্তু কাজটি মাত্র কয়েক লাইনের।
এই প্লাগিনটি তৈরী করার কারনটি দেখালাম। নিচে দেখুন সধারন অবস্থায় আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করা সাইটে লগইন করি তখন আমাদের ড্যাসবোর্ডে নিয়ে যায় ওয়ার্ডপ্রেস।
প্লাগিনটি ইনস্টলের পর রিডিরেক্ট হয়ে হোমপেজে আসছে এবং উপরে ওয়ার্ডপ্রেস এর এডমিন বার দেখা যাচ্ছে।
যারা কোড হ্যাক করতে ভয় পান তাদের জন্যই এই প্লাগিনটি। শুধু ইনস্টল দিবেন। আর কিভাবে প্লাগিন ইনস্টল দেবেন তা দেখুন এখানে। নিচে আমার প্লাগিনের একটি স্ক্রীনশট দিলাম।
আপনারা এই কাজটি আরেকভাবে করতে পারেন। আপনাদের থিমের ফাংশন পেজের মধ্যে কোডগুলো পেষ্ট করে সেভ করলেও হয়ে যাবে। তবে মনে হয় প্লাগিন ইনস্টল দেয়াটাই বেশি সহজ। নিচে কোডগুলো দিলাম।
ওয়ার্ডপ্রেস থেকে প্লাগিনটি ডাউনলোডের লিঙ্ক। <?php /* Plugin Name: Redirect to Homepage Plugin URI: http://www.liton-online.com Description: Redirects wp-login to your blog/websites home page when a user will login into dashboard and admin bar will appear in top. Author: Md. Liton Arefin Version: 1.0 Author URI: http://www.liton-online.com */ function liton_homepage() { global $redirect_to; if (!isset($_GET['redirect_to'])) { $redirect_to = get_option('siteurl'); } } add_action('login_form', 'liton_homepage'); ?>
আশা করি এই প্লাগিনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং ওয়ার্ডপ্রেসে গিয়ে প্লাগিনটিতে রেটিংস দেবেন। ভালো থাকবেন সবাই।
বিঃদ্রঃ লেখাটি আগে আমার ব্লগে প্রকাশিত। ওয়ার্ডপ্রেস নিয়ে সকল টিউটোরিয়াল দেখতে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।
আমি Liton-Online.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়েবের উপরে কাজ করছি, সাথে টুকটাক ব্লগিং করি। http://www.liton-online.com সাইটের এডমিন আমি। আপনাদের সাহায্য কামনা করছি। ফেসবুকে আমি https://www.facebook.com/litonice09
দারুন হইয়েছে ভাই । প্লাগ ইন তৈরি করার জন্য আমারে কি কি লেঙ্গুয়াজে শিখতে হবে ভাই । আর ধন্যবাদ আপনার প্লাগ ইন এর জন্য