সাবডোমেইন একটি ডোমেইনের অংশ । আমার মনে হয় ডোমেইন এর সাথে কমবেশি সবায় পরিচিত। তারপরেও একটু বলি, ডোমেইন হচ্ছে প্রশাসনিক স্বায়ত্তশাসন, কর্তৃপক্ষ বা ইন্টারনেট নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র। ইন্টারনেটের ক্ষেত্রে যেকোন ওয়েবসাইট বা ব্লগ এর ঠিকানাই হচ্ছে ডোমেইন, যেমন : burhanbd.com একটি ডোমেন এবং এর সাবডোমেইন হতে পারে sub.burhanbd.com একটু খেয়াল করে দেখুন প্রথমে sub যুক্ত হয়েছে এবং তার পর .burhanbd.com . পুরোটিকে আমরা একটি সাবডোমেইন বলছি। আবার BlogSpot বা Yola তে যে ডোমেইন গুলো থোলা হয় , সবই মুল ডোমেইনের সাবডোমেইন।
তো এবার দেখাবো কোন ডোমেইনের কিভাবে সাব ডোমেইন তৈরি করতে হয়। তার আগে বলে রাখি, সাবডোমেইন নির্ভর করে হোস্টিং এর উপর। অর্থাৎ আপনি যে হোস্টিং নিয়েছেন তা সাবডোমেইনের সুবিধা দেবে কিনা অথবা কতটি সাবডোমেইনের সুবিধা দেবে। তো চলুন এবার sub.burhanbd.com সাবডোমেইনটি খুলি ।
প্রথমে আমি আমার হোস্টিং এর cPanel এ প্রবেশ করছি । তারপর Domain থেকে Subdomain এ ক্লিক । নিচের ছবিটি দেখুন ।
এর পর নিচের মতো আর একটি পেজ এলে সেখান থেকে Subdomain এর বক্সে সাবডোমেইনের প্রথমের অংশ অর্থাৎ sub বসাই । burhanbd.com তে আগে থেকে যদি এই সাবডোমেইন টি থাকতো তাহলে সবুজ টিক দিতোনা । এবার Document Root এ দেখুন /publick_html/sub, অর্থাৎ আমি যে সাবডোমেইনটা খুলতে যাচ্ছি তার ডিরেকটরি হবে রুট ডিরেকটরির ভেতরের sub নামের ফোল্ডার টি।
এবার Create এ ক্লিক করায় নিচের মতো আর একটি পেইজ আসল যেখানে বলা হচ্ছে যে sub.burhanbd.com সাবডোমেইনটি তৈরি হয়ে গেছে ।
এবার Go back এ ক্লিক করায় এটি আবার আগের পেইজ এ ফিতে আসলো এবং নিচে সাবডোমেইন এর লিস্ট দেখাচ্ছে।
এবার সাবডোমেইন এর ডিরেকটরিতে ( /publick_html/sub ) একটি html ফাইল তৈরি করে তাতে welcome message দিয়ে সাবডোমেইনটি ব্রাউজারে ওপেন করায় নিচের মতো এলো ।
আশা করি আপনিও খুব সহজে আপনার সাবডোমেইন তৈরি করতে পারবেন । ভালো থাকবেন সবায় ...
আমি শাহরিয়ার সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে ও জানাতে চলে আসুন আমার সাইট কিভাবে,কম ( https://kivabe.com ) এ
এক কাজে ২ই কাজ…।টিউন করলেন ভাল কথা কিন্ত নিজের সাইট এর লিঙ্ক তাও ভাল মত শেয়ার দিলেন। আপনি লিখলেন যেমন : http://www.burhanbd.com একটি ডোমেন। এইটা দোমেইন না। এইটা আপনার ওয়েবসাইট। আপনি burhanbd.com এইটাকে ডোমেইন বলতে পারেন। যাইহক টিউন টি কাজের তবে আপনার অয়েব এর প্রচার করতে জেয়ে টিউন এর মান নস্ট করছেন।