নিজের ডোমেইনে সাবডোমেইন যেভাবে তৈরি করা হয়

সাবডোমেইন একটি ডোমেইনের অংশ । আমার মনে হয় ডোমেইন এর সাথে কমবেশি সবায় পরিচিত। তারপরেও একটু বলি, ডোমেইন হচ্ছে প্রশাসনিক স্বায়ত্তশাসন, কর্তৃপক্ষ বা ইন্টারনেট নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র। ইন্টারনেটের ক্ষেত্রে যেকোন ওয়েবসাইট বা ব্লগ এর ঠিকানাই হচ্ছে ডোমেইন, যেমন : burhanbd.com একটি ডোমেন এবং এর সাবডোমেইন হতে পারে sub.burhanbd.com একটু খেয়াল করে দেখুন প্রথমে sub যুক্ত হয়েছে এবং তার পর .burhanbd.com . পুরোটিকে আমরা একটি সাবডোমেইন বলছি। আবার BlogSpot বা Yola তে যে ডোমেইন গুলো থোলা হয় , সবই মুল ডোমেইনের সাবডোমেইন।

তো এবার দেখাবো কোন ডোমেইনের কিভাবে সাব ডোমেইন তৈরি করতে হয়। তার আগে বলে রাখি, সাবডোমেইন নির্ভর করে হোস্টিং এর উপর। অর্থাৎ আপনি যে হোস্টিং নিয়েছেন তা সাবডোমেইনের সুবিধা দেবে কিনা অথবা কতটি সাবডোমেইনের সুবিধা দেবে। তো চলুন এবার sub.burhanbd.com সাবডোমেইনটি খুলি ।

প্রথমে আমি আমার হোস্টিং এর cPanel এ প্রবেশ করছি ।  তারপর Domain থেকে Subdomain  এ ক্লিক । নিচের ছবিটি দেখুন ।

Subdomain

এর পর নিচের মতো আর একটি পেজ এলে সেখান থেকে Subdomain এর বক্সে সাবডোমেইনের প্রথমের অংশ অর্থাৎ sub বসাই । burhanbd.com  তে আগে থেকে যদি এই সাবডোমেইন টি থাকতো তাহলে সবুজ টিক দিতোনা । এবার Document Root এ দেখুন /publick_html/sub, অর্থাৎ আমি যে সাবডোমেইনটা খুলতে যাচ্ছি তার ডিরেকটরি হবে রুট ডিরেকটরির ভেতরের sub নামের ফোল্ডার টি।

Create sub Domain

এবার Create এ ক্লিক করায় নিচের মতো আর একটি পেইজ আসল যেখানে বলা হচ্ছে যে sub.burhanbd.com সাবডোমেইনটি তৈরি হয়ে গেছে ।

Subdomain Created

এবার Go back এ ক্লিক করায় এটি আবার আগের পেইজ এ ফিতে আসলো এবং নিচে সাবডোমেইন এর লিস্ট দেখাচ্ছে।

Subdomain List

এবার সাবডোমেইন এর ডিরেকটরিতে ( /publick_html/sub ) একটি html ফাইল তৈরি করে তাতে welcome message দিয়ে সাবডোমেইনটি ব্রাউজারে ওপেন করায় নিচের মতো এলো ।

Welcome to subdomain

আশা করি আপনিও খুব সহজে আপনার সাবডোমেইন তৈরি করতে পারবেন । ভালো থাকবেন সবায় ...

Level 2

আমি শাহরিয়ার সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে ও জানাতে চলে আসুন আমার সাইট কিভাবে,কম ( https://kivabe.com ) এ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক কাজে ২ই কাজ…।টিউন করলেন ভাল কথা কিন্ত নিজের সাইট এর লিঙ্ক তাও ভাল মত শেয়ার দিলেন। আপনি লিখলেন যেমন : http://www.burhanbd.com একটি ডোমেন। এইটা দোমেইন না। এইটা আপনার ওয়েবসাইট। আপনি burhanbd.com এইটাকে ডোমেইন বলতে পারেন। যাইহক টিউন টি কাজের তবে আপনার অয়েব এর প্রচার করতে জেয়ে টিউন এর মান নস্ট করছেন।

জোবায়ের ভাইয়ের সাথে সহমত, ভুল গুলো ঠিক করার চেষ্ঠা করেছি. ধন্যবাদ …

লাভ হল না …

konno labb holo naa………

হুমম, ভাল টিউন করেছেন।
তবে আমি অবশ্য অন্য সিস্টেমে সাব ডোমেইন ক্রিয়েট করি। এতে আমার হোস্টিং এর উপর নির্ভর করতে হয় না। আর সাব ডোমেইন নেওয়ার কোন লিমিটেশন ও নাই। আনলিমিটেড সাব ডোমেইন বানানো যায়। আর এইসব সাব ডোমেইন অনেকটা ডোমেইনের মতই কাজ করে, অন্য যে কোন হোস্টিং এও এটা এড করে দেওয়া যায়। যেমন আমার এটা সাব ডোমেইন সাইট http://www.makingasite.chonnochara.com/ এটি আমার টেকটিউনে একটা চেইন টিউনের জন্য বানানো ডেমো সাইট। আবার আমার অন্য আর একটা ব্লগের জন্য সাব ডোমেইন http://www.blog.chonnochara.com এটা আবার অন্য হোস্টিং এ সেট করা। আপনার সিশটেমে সমস্যা হলো আপনি যে সাব ডোমেইন ক্রিয়েট করবেন তা শুধু ঐ অন্য কোথাও ব্যাবহার করতে পারবেন না।

@রাজিব আহসান>> আপনার এই লাইনটি মনে হয় সম্পূর্ণ না-“আপনার সিশটেমে সমস্যা হলো আপনি যে সাব ডোমেইন ক্রিয়েট করবেন তা শুধু ঐ অন্য কোথাও ব্যাবহার করতে পারবেন না।”। হলেও আমি বুঝিনি। একটু ক্লিয়ার করেন।

@শাহরিয়ার>> ভাই আপনি চালিয়ে যান। আমাদের সমস্যা হল, আমরা নিজেরা কিছু করতে পারিনা এবং অন্য কেউ যদি কিছু করতে যেয়ে ভুল করে তাহলে তাকে ভুল ধরিয়ে না দিয়ে তাকে আমরা দুয়ো দেই। কিছু মনে করবেন না, কাউকে
উদ্দেশ্য করে কিছু বলছিনা।
দুই ভাই বলেছেন, কিছু লাভ হল না। আমি বুঝলাম না কি লাভ হল না? উনারা কি ফ্রি ডোমেইন খুজছেন? নাকি টিউনটাই ভাল লাগে নাই। অনেকেই এই বিষয়গুলো জানেননা। তাদের কথা চিন্তা করে আমরা ব্যক্তিগত ভাবে বলতে পারিনা যে এই টিউনটা একেবারে অকাজের কারন অনেক কথাই বের হয়ে আসছে।

ধন্যবাদ সবাইকে।

    @Liton-Online.com:
    উনার টিউনটি অকাজের তো অবশ্যই না। নতুন অনেকের কাজে দেব। কারন এখনো অনেকেই সাব ডোমেইন খুলতে পারে না। আর আমি বলেছি, আমি আরএকটা সিস্টেম ব্যাবহার করি সাবডোমেইন খোলার জন্য ইউজ করি। এই সিস্টেমে আনলিমিটেড সাব ডোমেইন খোলা যায়। আমি উনার সিস্টেমের কোন ভূল ধরি নাই। কারন উনি টিউনে যে সিস্টেমের কথা বলেছেন, সাব ডোমেইন খোলার এটাও একটা সিস্টেম।
    ”আপনার সিশটেমে সমস্যা হলো আপনি যে সাব ডোমেইন ক্রিয়েট করবেন তা শুধু ঐ অন্য কোথাও ব্যাবহার করতে পারবেন না।”। হলেও আমি বুঝিনি। একটু ক্লিয়ার করেন।” আপনি এই লাইন বোঝেন নাই। আসলে ভাই টাইপিং মিস্টেক। ওয়ার্ড ছেড়ে গেছে 😛 😛
    আমি এখানে বলেছিলাম, এই সিস্টেমে খোলা সাব ডোমেইন যে হোস্টিং থেকে খোলা হয় শুধু মাত্র ঐ হোস্টিং এই ব্যাবহার করা যাবে অন্য একটা ফোল্ডারে। কোন সাইট ইন্সটল দিলে ঐ ফোল্ডারে ইন্সটল হবে। আমি যদি নতুন করে অন্য কোথাও থেকে একটা হোস্টিং নিয়ে ওখানে যদি এই সাব ডোমেইন ব্যাবহার করতে চাই তাহলে মনে হয় কাজ হবে না ( আমি যতদূর জানি )। এবার বুঝেছেন? 😀
    আর হ্যা শাহরিয়ার ভাই এর এই পদ্ধতিতেও সাব ডোমেইন নিয়ে নতুন সাইট ক্রিয়েট করা সম্ভব। তবে এক্ষত্রে সোস্টিং শেয়ার হবে।

      Level 0

      রাজিব আহসান: vai apnar web site ta darun banaichen…..and apnar web site ar domin hosting kibabe upload nib koila balo hoiitoooooooooooo……………………

Level 0

ধন্যবাদ

vaia amake aktu bolben pendrive diye kivabe xp install deya jai.