ওয়ার্ডপ্রেসের সকল টিউটোরিয়াল একসাথেঃ লিঙ্ক পোস্ট

টেকটিউনে ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক টিউটোরিয়াল আমি দেখেছি। আমি নিজেও আমার ব্লগে লিখেছি বেশ কিছু টিউটোরিয়াল,আজকে সব টিউটোরিয়ালের লিঙ্ক একসাথে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় ওয়ার্ডপ্রেস শিখতে-

১। ওয়ার্ডপ্রেস কি? বেসিক কিছু কথা। ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-১

২। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনঃওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-২

৩। ওয়ার্ডপ্রেসে কিভাবে পোষ্ট করবেন-ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-৩

৪। ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি-ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-৪

৫। ওয়ার্ডপ্রেস মিডিয়া-ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-৫

৬। ওয়ার্ডপ্রেস লিঙ্কঃ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-৬

৭। ওয়ার্ডপ্রেস পেজঃওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-৭

৮। ওয়ার্ডপ্রেস কমেন্টঃ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-৮

৯। অ্যাপিয়ারেন্সঃ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-৯

১০। ওয়ার্ডপ্রেস থিমসঃ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-১০

১১। ওয়ার্ডপ্রেস ব্লগ/ওয়েবসাইটে কিভাবে বাংলা ইনস্টল করবেনঃ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-১১

১২। ওয়ার্ডপ্রেস থিমস ইনস্টলঃ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-১২

১৩। উইজেটঃ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-১৩

১৪। ওয়ার্ডপ্রেস মেনুঃ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-১৪

১৫। এডিটরঃ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-১৫

১৬। ওয়ার্ডপ্রেস প্লাগইনঃওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-১৬

১৭। ইউজারঃ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-১৭

১৮। টুলসঃওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-১৮

১৯। টুলস-২:ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-১৯

২০। সেটিংস-General: ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-২০

২১। সেটিংস-Writing: ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-২১

২২। সেটিংস-Reading: ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-২২

২৩। সেটিংস-Discussion: ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-২৩

২৪। সেটিংস-Media: ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-২৪

২৫। সেটিংস-Privary: ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-২৫

২৬। সেটিংস-Permalink: ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-২৬

২৭। এডমিন প্যানেলে থিম এবং প্লাগিন এডিটর বন্ধ করুনঃ দরকারি কাজ:ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-২৭

২৮। বাইরের কাজ করা পেজ যোগ করুন ওয়ার্ডপ্রেসেঃ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-২৮

২৯। ওয়ার্ডপ্রেসের পোস্ট যেকোন জায়গায় দেখানোর কোডঃওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল-২৯

বিঃদ্রঃ লেখাটি আগে আমার ব্লগে প্রকাশিত। ওয়ার্ডপ্রেস নিয়ে সকল টিউটোরিয়াল দেখতে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।

Level 0

আমি Liton-Online.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ওয়েবের উপরে কাজ করছি, সাথে টুকটাক ব্লগিং করি। http://www.liton-online.com সাইটের এডমিন আমি। আপনাদের সাহায্য কামনা করছি। ফেসবুকে আমি https://www.facebook.com/litonice09


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন……
ধন্যবাদ।

Level 0

KHUB VALO KAJ KORECHEN VAIYA, THANK U.

@বিজ্ঞানী+আনিক=বৈজ্ঞানি
সারা পাব ভাবিনি। ভাল লাগার জন্য ধন্যবাদ।

@TAPASFUN
খুব ভাল কাজ কিনা জানিনা। আমি আমার সাইটের মাধ্যমে আগে মানুষকে শেখাতাম। টিটিতে অনেকেই আছেন যারা এখনো ওয়ার্ডপ্রেস সম্পর্কে পূর্ণাংগ টিউটোরিয়াল পাননি। আমিও শেষ করতে পারিনি। আরো অনেক বাকি আছে। তবে ২৯টা আপাতত পর্যাপ্ত নতুনদের জন্য। ভালো থাকবেন।

All in ONE!!
Thanks for sharing 🙂

আসলেই তো All in ONE!! পোস্ট করার সময় খেয়াল করিনি, তাহলে এটাই টাইটেল দিতাম। আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।