সহজেই আপনি জুমলা সাইটে বাংলা ফন্ট যোগ করতে পারেন। আসলে এই সহজ ব্যাপারটি আমি নিজেই করতে পারিনি ছোট্ট একটু ভুলের কারনে। শেষ-মেষ সাইফ হাসান আমাকে ভুলটি ধরিয়ে দিল। আমি পরে ঠিক করলাম। আসুন পদ্ধতিটি একপলক দেখে নেই।
প্রথমে আপনার জুমলা সাইটের অ্যাডমিন প্যানেলের Extensions> Template Manager এ যান
চিত্রের মত টেমপ্লেট দেখতে পাবেন।
এখানে আপনার সাইটের ডিফল্ট/অ্যাকটিভ করা থিমটির উপর ক্লিক করুন। তাহলে উপরে চিত্রের মত বাটন দেখতে পাবেন। এখানে চিহ্নিত Edit CSS এ ক্লিক করুন
তারপর এখানে আপনার টেমপ্লেটে ব্যবহৃত সিএসএস ফাইলগুলোর তালিকা চলে আসবে। এখান থেকে template.css ফাইলটি সিলেক্ট করে উপরের Edit এ ক্লিক করুন।
তাহলে নিচের মত ফাইলটি দেখা যাবে এখানকার body ট্যাগে font-family: তে আপনি চিত্রের মত Solaimanlipi ফন্ট যোগ করুন
এভাবে ঐ ফাইলের সব জায়গার font-family: তে Solaimanlipi ফন্ট যোগ করুন। সবশেষে উপরের Save এ ক্লিক করুন
তারপর সাইট ভিজিট করে দেখুন। ঝকঝকে তকতকে বাংলা পড়া যাচ্ছে। আশাকরি পেরেছেন।
======================================================
======================================================
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
যদি ক্লাইন্ট পিছি তে solaimanlipi ফন্ট না থাকে তখন কি দেখা যাবে ? আদৌ কিছু দেখা যাবে?