জুমলা এক্সটেনশন [Mtiline] [আর্টিকেল হেডলাইন স্ক্রলিং]

প্রাথমিক বকবকানি:

জুমলা দিয়ে অনেকেই বিভিন্ন ম্যাগাজিনের সাইট তৈরি করছেন। একটা জিনিস হয়তো খেয়াল করবেন বেশিরভাগ পত্রিকার ওয়েবসাইটে সর্বশেষ সংবাদের শিরোনাম উপর দিয়ে ডান থেকে বামে স্ক্রল করে। জুমলাতে এই নিউজ স্ক্রল খুব সহজেই করা যাবে। শুধুমাত্র একটা মডুলের খেলা।

ডাউনলোড:

এই মডুলটি আপনি এখান থেকে ডাউনলোড করুন।

ইনষ্টল:

ডাউনলোড করার পর আপনার সাইটের অ্যাডমিন প্যানেলের Extension > Install/Uninstall এ যান।

http://www.rongmohol.com/uploads/1805_jcomments-2.gif

এখান থেকে Browse করে আপনার ডাউনলোডকৃত ফাইলটি দেখিয়ে দিন। তারপর Upload File & Install এ ক্লিক করুন। তাহলে ইনষ্টল হয়ে যাবে।

ব্যবহার:

ইনষ্টল করা হয়ে গেলে আপনার সাইটের Extension > Module Manager এ যান। এখানে আগে থেকেই MT_ILine নামে একটি মডুল পাবেন। না থাকলে এখানকার উপরের New এ ক্লিক করুন। মডুলের তালিকা আসবে। এখান থেকে MT_ILine সিলেক্ট করুন। নিচের মত এডিটর প্যানেল চলে আসবে।

http://www.rongmohol.com/uploads/1805_mod_slideshow-1.gif

এখানকার Position: হল মডুলটি কোথায় হবে তা নির্ধারণ। এটিকে আমরা উপরে দিব তাই এখান থেকে Top সিলেক্ট করুন।

http://www.rongmohol.com/uploads/1805_mod_slideshow-2.gif

কোন ক্যাটাগরির নিউজ স্ক্রল হবে তা নির্ধারণ করে দিন এখান থেকে

http://www.rongmohol.com/uploads/1805_mod_slideshow-3.gif

কয়টি নিউজ স্ক্রল হবে তা নির্ধারণ করুন এখান থেকে

http://www.rongmohol.com/uploads/1805_mod_slideshow-4.gif

সবশেষে সেভ এ ক্লিক করুন এবং আপনার সাইট ভিজিট করে দেখুন।

এলোমেলো কথা:

* এটি শুধুমাত্র এক ক্যাটাগরি থেকে নিউজ স্ক্রল করে। আপনি যদি চান যে ক্যাটাগরিতে ভিজিটর আছে সে ক্যাটাগরির নিউজ স্ক্রল করবে তাহলে আপনি Menu Assignment গিয়ে Select Menu Item(s) from the List সিলেক্ট করুন

http://www.rongmohol.com/uploads/1805_mod_slideshow-5.gif

এভাবে প্রতিটি ক্যাটাগরির জন্য একটি করে মডুল নিন। তাহলে ভাল হবে।

ডেমোঃ

ডেমো দেখতে আমার সাইটে একটু চোখ বুলান। আশাকরি দেখতে পারছেন।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ রাসেল ।

ধন্যবাদ রাসেল ভাই, আমার কাজে লাগবে।

ব্যক্তিগতভাবে আপনার প্রত্যেকটা টিউনই আমার ভাল লাগে, এটাও তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ সুন্দর ও কার্যকরী এ টিউনটির জন্য। (আপনার টিউন সেঞ্চুরীর অপেক্ষায় রইলাম 😀 )

Level 0

computer technology blog লিংকটি মুছে দেওয়া হয়েছে visit now

    স্প্যমিং অন্তত আমার টিউনে করবেন না! লাস্ট ওয়ার্নিং দিলাম। এরপর এরকম করলে আমার টিউনে মন্তব্য করার ক্ষমতা হারাবেন!

    কাজের কাজ টা করেছেন রাসেল ভাই 😉

অনেক ধন্যবাদ

হায়রে মানুষ, কেউই বলেনা জুমলা কিভাবে ইনষ্টল করতে।

ধন্যবাদ