জুমলা দিয়ে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট তৈরি-১

প্রাথমিক বকবকানি:

এ পর্বে আমরা দেখবো কিভাবে জুমলা দিয়ে ভিডিও শেয়ারিং সাইট তৈরি করা যায়। জুমলা দিয়ে আপনি খুব সহজেই ভিডিও শেয়ারিং সাইট তৈরি করতে পারবেন। জুমলাতে একটি এক্সটেনশন আছে যা দিয়ে আপনি খুব সহজেই ভিডিও ব্যবহারকারী ও ভিজিটদের কাছে শেয়ারিং করতে পারবেন। আসুন দেখি।

ডাউনলোড:

প্রথমেই এখান থেকে এই এক্সটেনশনটির কমপ্রেসড ফাইলটি ডাউনলোড করুন। ডাউনলোড করার পর এটিকে এক্সট্রাক্ট করুন। তাহলে ৮ টি .tar.gz কমপ্রেসড ফাইল পাবেন। এদেরকে এক্সট্রাক্ট করুন। এদের প্রতিটির মধ্যে .tar এক্সটেনশনযুক্ত একটি করে ফাইল পাবেন। অর্থাৎ আপনার কাছে .tar এক্সটেনশনের মোট ৮ টি ফাইল হল। এ ফাইলগুলোকে আলাদা একটি ফোল্ডারে রাখুন।

ইনষ্টল:

ফাইলগুলো এক্সট্রাক্ট করে একটি ফোল্ডারের মধ্যে রাখার পর Extensions>Install/Uninstall এ যান।

http://www.rongmohol.com/uploads/1805_jcomments-2.gif

এখান থেকে Browse করে আপনার ফোল্ডারের ফাইলটি দেখিয়ে দিন। তারপর Upload File & Install এ ক্লিক করুন
এভাবে এক এক করে ৮টি ফাইল ইনষ্টল করুন। খেয়াল রাখবেন com_hwdVideoShare_20100419 এই  এক্সটেনশনটি ইনষ্টল হওয়ার পরে নিচের মত দেখাবে

http://www.rongmohol.com/uploads/1805_jcomments-8.gif

এরপর এগুলো অ্যাকটিভ করতে হবে। অ্যাকটিভ করার জন্য Extensions>Plugin Manager  এ যান। এখানে নিচের মত hwdVideoShare এর প্লাগিন গুলো দেখা যাবে

http://www.rongmohol.com/uploads/1805_jcomments-9.gif

চিত্রের স্থানে ক্লিক করে এগুলো এনাবল করুন।

ব্যবহার:

ব্যস ইনষ্টেলশন শেষ। বাকী পর্ব আগামীতে পারবেন। ততক্ষণে এই এক্সটেনশনটি ডাউনলোড করে ইনষ্টল করে ফেলুন।

নিজ চোখে দেখুন:

শুধু টিউটোরিয়াল পড়লেই তো হবে না!! এ এক্সটেনশনটি ব্যবহার করে ভিডিও শেয়ারিং সাইট তৈরি করলে তা কেমন হবে তার প্রিভিউ এখান থেকে দেখে নিন।

===================================================

টিউটোবিডিতে পূর্ব প্রকাশিত

===================================================

1805 animation n gimp tutobd জুমলাতে মন্তব্য পদ্ধতির যত কথা!  | Techtunes

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ রাসেল ভাই ।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য…. ।

দয়া করে কেউ বলবেন জুমলা ইনষ্টল করে কি করে? প্লিজ………..

    আপনার মেইল আই ডি টা দিন।আমি পিডি এফ ফাইল পাঠাচ্ছি।

    ( [email protected] ) বাংলা থাকলে বেশী ভাল।

    আপনাকে পিডি এফ পাঠিয়েছি ।পেলে জানাবেন ।

ধন্যবাদ, সুন্দর টিউনটির জন্য।

Level 0

ধন্যবাদ ভাল টিউন

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ। এটা কি যেকোন Theme এ কাজ করবে?

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।বাকী টিউনটি পোষ্ট করেন plz।