অনেকেই আমাকে অনেকবার রিকুয়েস্ট করেছেন জুমলা সাইটে কিভাবে এমপিথ্রি গান বাজানো এবং ডাউনলোডের ব্যবস্থা রাখা যায়। কিন্তু আমার পরীক্ষার কারনে ব্যস্ত হয়ে যাওয়ার কারনে আমি এই এক্সটেনশনটি নিয়ে লেখার সময় পাইনি। আজ একটু ফ্রি হওয়ার কারনে আবার লিখতে বসেছি। এই এক্সটেনশনটি ইনষ্টল করলে আপনি সহজেই জুমলা সাইটে গান বাজাতে পারবেন। প্রথমেই এই এক্সটেনশনটি এখান থেকে ডাউনলোড (ওখান থেকে ডাউনলোডে সমস্যা হলে এখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করুন) করে এই নিয়মে ইনষ্টল করে নিন।
খেয়াল রাখবেন যাতে এক্সটেনশনটি ইনষ্টল হওয়ার পর নিচের মত দেখাবে
তাহলে বুঝবেন সফলভাবে ইনষ্টল হয়েছে। এরপর Extension> Plugin Manager এ যান
JosDewPlayer নামে একটি প্লাগিন পাবেন।
এটিকে চিত্রের স্থানে ক্লিক করে এনাবল করুন।
গান রাখবেন কোথায়?
প্লাগিন তো ইনষ্টল করলেন। এবার আপনাকে আপনার সাইটে গান আপলোড করতে হবে। আপনি ইচ্ছে করলে অন্য সাইট থেকেও গান ষ্ট্রিমিং করতে পারেন। সে বিষয়ে পরে আসছি।
গান আপলোড করার জন্য প্রথমে আপনার সাইটের রুটে এফটিপি দিয়ে লগিন করুন। যেমন আমি আমার টিউটো বিডিতে লগিন করলাম
এবার এখানে চিত্রের মত স্থানে রাইট ক্লিক করে music নামে একটি নতুন ফোল্ডার খুলুন।
এরপর নতুন তৈরি করা ওই ফোল্ডারের ভিতরে গান আপলোড করুন। তবে গান গুলো এক ওয়ার্ডে এবং ছোট হাতের ইংরেজি অক্ষরে হলে ভাল হয় যেমন track1, track1 ।
গান আপলোড শেষ হয়ে গেলে। জুমলা অ্যাডমিন প্যানেলে ফিরে আসুন। Add New Article এ যান। এখানে আপনার গানের শিরোনাম দিন এবং গান বাজানোর জন্য কোড দিন নিচের মত
তাহলে এই কোডের স্থানে প্লেয়ার চলে আসবে। ডেমো হিসেবে আপনাদের জন্য দুটি গান অনেক কষ্ট করে আপলোড করেছি এখানে। একবার দেখে আসুন।
গানের ডাউনলোড করার ব্যবস্থা করাঃ
এই কাজটি অত্যন্ত সহজ। আপনার সাইট এ লিংক দিয়ে দিন নিচের মত
আপনার সাইট/music/track1.mp3
তাহলে সবাই ডাউনলোড করতে পারবে।
অন্য সাইট থেকে ষ্ট্রিমিং করা
অনেকেই নিজের সার্ভারে গান রাখতে চান না স্পেসজনিত সমস্যার কারনে। তারা এই ভাবে কোড দিন
তবে এক্ষেত্রে সরাসরি ঠিকানা হতে হবে। অর্থাৎ .mp3 এক্সটেনশনযুক্ত ইউআরএল।
আশাকরি পেরেছেন। ধন্যবাদ।
=======================================================
=======================================================
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
ভাল টিউন । ধন্যবাদ টিউটো বিডি ভাই ।