টেকটিউনস এ অনেক বড় বড় ওয়েব ডেভেলপার রয়েছে। আমি একজন নতুন ডিজাইনার হিসেবে টিউন করছি। আসলে অনেক অনুরধে এই টিউন টা করছি। নাইলে এই টিউন করার সাহস পেতাম। তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিঃ দ্রঃ টিউন টা একেবারে নতুন দের জন্য।
ওয়ার্ডপ্রেস এ দুইভাবে ওয়েবসাইট তৈরি করা যায়।
১। wordpress.com থেকে। ওয়ার্ডপ্রেস এর নিজস্ব Domain & Hosting দিয়ে।
২। wordpress.org থেকে। ক্রয় করা বা ফ্রী Domain & Hosting দিয়ে।
আমাদের সাইট এর সব ডাটা, থিমস, প্লুগিন এবং আরও অনেক কিছু থাকবে এই Hosting এর ভেতর। যেহেতু আমরা শেখার জন্য সাইট তৈরি করছি তাই প্রথমে ফ্রী Hosting নিব। Hosting নেবার জন্য আমাদের http://www.000webhost.com/ সাইট এ যেতে হবে।
এখান থেকে Order Now এ ক্লিক করুন।
তারপর ফর্ম টা ছবির মত পূরণ করুন।
তারপর লিঙ্ক সহ একটি Confirmation mail আপনার কাছে যাবে। লিঙ্ক এ ক্লিক Registration Confirm করুন।
Go to Cpanel এ ক্লিক করুন।
এটাই আপনার Cpanel। এখন লালমার্ক করা ইনফর্মেশন গুলো আপনার কাছে সংগ্রহে রাখুন।
এবার View Account Details এ ক্লিক করুন।
Nameserver details এর অংশটি আপনার কাছে সংগ্রহে রাখুন। ডোমেইন নেবার জন্য এটা প্রয়োজন হবে। আমাদের Hosting নেয়া শেষ। এবার আমরা Domain নিব।
Domain হল আপনার সাইট এর নাম। যা দ্বারা আপনার সাইট টা পরিচিত হবে। এবং সবাই ওই নাম অ্যাড্রেস বার এ লিখে আপনার সাইট এ ঢুকবে।
যেহেতু আমরা শেখার জন্য সাইট তৈরি করছি তাই প্রথমে ফ্রী ডোমেইন নিব। ডোমেইন নেবার জন্য আমাদের http://www.dot.tk/ সাইট এ ঢুকতে হবে।
নিচের ছবির মত আপনার পছন্দের ডোমেইন লিখে Go তে ক্লিক করুন।
Use DNS থেকে Your own DNS এ যান।
সেখানে Server name এবং IP address বসান (যেটা আমরা Hosting নেবার শেষে রাখতে বলেছিলাম।)
সব ঠিক থাক মত হলে Sign Up করুন।
ব্যাস, হয়ে গেল আপনার ডোমেইন।
আজ এই পর্যন্তই
এই পোস্টটি প্রথম এখানে প্রকাশিত হয়।
পরবর্তী টিউন এ দেখাব, "কিভাবে Hosting এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন।"
আমি অনিক সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I m a graphics designer. I want to explore my experience with everyone & also wanna get their experience.
thanks