Joomla সহজ কিন্তু Install একটু কঠিনই বটে… Joomla Install করুন নিজ কম্পিউটারে…। টিউটোরিয়াল-২


Joomla সহজ কিন্তু Install একটু কঠিনই বটে…

Joomla Install করুন নিজ কম্পিউটারে...।

[জুমলা সহজ হলেও ইন্সটাল করা কিছুটা কঠিনই বটে তবে কঠিনটা একদম সহজ হয়ে যেতে পারে যদি নির্দেশনাটা সঠিক, সহজ, ও বোধগম্য হয়।]

(ফোরামে অন্যদের Tutorial এর সাহায্যে সফল ভাবে আমার কম্পিউটারে Joomla Install করতে পেরেছি, তাই এই আভিগ্যতাটা সবার সাথে শেয়ার করতে চাই যদি কারো উপকারে আসে। (ড্রার্কলড ভাই এর post এর সহায়তায়)

টিউটোরিয়াল-২

এবার Joomla-1.0.15.zip(2.69mb) version download করতে হবে করতে হবে এই লিঙ্ক থেকে এবং Joomla_1.0.15-Stable-Full_Package.zip ফাইলটা Extract করতে হবে। Extract করতে ব্যবহার করুন winrar380.exe software টি এটি download করুন এই লিঙ্ক থেকে।

দেখুন folder টির মধ্যে অনেকগুলো file ও folder রয়েছে। Extract করার পর file গুলো অবশ্যই Joomla নামের folder এ থাকতে হবে (না থাকলে Rename করে নিতে হবে অন্য নামে থাকলে যে হবে না তা নয়)। এবার joomla folder টিকে copy করে C-drive এর xampp Folder এর মধ্যে  htdocs folder টিতে paste করুন।

চিত্রঃ-৩

untitled-1.jpg

Joomla install ৬টি ধাপে এ সম্পূর্ন হবে।

Brouser ওপেন করে লিখুন Localhost/joomla এবং enter চাপুন। Pre-installation check page open হবে। এটা installation এর ১ম ধাপ।

চিত্রঃ-৪

sshot-3.jpg

এই page এ কোন permission status লাল রঙ দেখাতে পারে। যখন hosting site এ ( www এ) Install করব তখন FTP client ব্যবহার করে File পারমিশন পরিবর্তন করতে হবে কিন্তু এখানে হবে না। পরবর্তি ধাপে  যাওয়ার জন্য click Next.

License page ওপেন হবে। Click Next.

চিত্রঃ-৫

sshot-4.jpg

Step 1 পেজ ওপেন হবে। ডান পাশের Host name box এ লিখুন   localhost  , MySQL User Name box এ   root  , MySQL password box খালি রাখুন, MySQL database name box এ  joomla  এবং MySQL Table Prefix এ  jos_  দিয়ে click Next.[ “MySQL password box খালি রাখুন” দেখে হয়তো ভাবছেন password box খালি রাখতে হবে কেন, একটা password দিয়ে দেখুন install করা সম্ভব হবে না। password না দেয়াটা সহজ সিস্টেম কিন্তু password দিয়েও install করা যাবে। পরবর্তি পোস্টে এ বিষয়ে লিখবো।]

চিত্রঃ-৬

sshot-5.jpg

Are you sure these settings are correct? বার আসলে click ok. সাথে সাথে পরবর্তি page open হবে। সমস্যা হলে বুঝতে হবে xampp service active নেই ,Service start করে পুনরায় করুন।

Step 2  page এ একটি Site name দিন। আমি দিলাম TEST JOOMLA SITE এবার Click Next.

চিত্রঃ-৭

Step 3 page ওপেন হবে। ডান পাশের URL & Path box অপরিবর্তিত রাখুন এবং Your E-mail box এ আপনার E-mail address লিখুন। Admin password যেটা আছে সেটা রেখে দিতে পারেন, ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন। আমি দিলাম joomlatest. Click Next.

চিত্রঃ-৮

sshot-7.jpg

sshot-9.jpg

Step 4 ওপেন হবে। এখানে Username & password দেখে নিন। উপরে View site click করে দেখুন site ওপেন হবে না।

চিত্রঃ-৯

sshot-8.jpg

এবার C-drive এর xampp Folder এর মধ্যে  htdocs এ joomla এর মধ্য থেকে installation ফোল্ডারটি delete করুন এবং Site দেখার জন্য Step 4 এর উপরের view site এ click করুন। দেখুন নিচের চিত্রের অনুরুপ page এসেছে। অতএব Joomla installation OK.

চিত্রঃ-১০

sshot-11.jpg

এ পর্যন্ত ভালভাবে করে আসতে পারলে Control panel এর practice শুরু করুন।

Control panel নিয়ে পোস্ট দেয়াটা নির্ভর করবে আপনাদের আগ্রহের উপর। Install করেতে সমস্যা হলে জানাবেন।

Level New

আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউনগুলো সুন্দর হচ্ছে, চালিয়ে যান……………

Level New

Thankx বিস্তারিত দেওয়ার জন্য।

সাঈদ ভাই আপনার ইমেইল টা দেন। আমার আইডি- [email protected]

I don’t think Joomla installation process is so complicated.

Joomla টা কি? দয়া করে বলবেন ।

সাইদ ভাই আপনার টিউটোরিয়াল পরে এইমাত্র জুমলা! দি ওপেনসোর্স কনটেন্ট ম্যানেজমেন্ট মাস্টার ইনস্টর করলাম। খুব ইচ্ছা ছিল। আপনার টিউটরিয়াল সহজবোধ্য। ধন্যবাদ। তবে আপনি পুরোনো টিউটোরিয়াল অনুবাদ/পুণর্লিখন করেছেন। আমি সর্বশেষ জুমলা 1.5 ইনস্টল করলাম। কিছু Step এ ওরা পরিবর্তন করেছে তাই FirstTimer -দের সমস্যা হতে পারে। আপনি একটু রিভিউ করে টিউটোরিয়ালটি আপডেট করলে, তুলনামুলক অনভিজ্ঞদের সমস্যা হবেনা।

সর্বোপরি ধন্যবাদ। ভাল টিউনের জন্য।

@কিছুই জানি না:
এটা একটা মুক্ত সোর্স ডাইনামিক ওয়েবপেজ তৈরীর সফটওয়্যার। বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে জুমলা কে ব্যবহার করা যায় ।

http://foisal.wordpress.com/2007/10/04/joomla-cms-installation-guide-in-bangla/

অত কঠিন ও নয় এগুলো জানা থাকলে আরো সহজ

# FTP এর মাধ্যমে ফাইল পারমিশন পরিবর্তন করা জানতে হবে।
# Mysql ডেটাবেজ তৈরী করা জানতে হবে
# Mysql ডেটাবেজ এর Host Name জানুন এবং সে সম্পর্কে নিশ্চিত হোন । প্রয়োজনে হোস্টিং প্রোভাইডারের সহায়তা নিন।
# Mysql ডেটাবেজ এর ইউজারনেম এবং পাসওয়ার্ড মনে রাখুন ।
#FTP Hostname,Username,Password জানা থাকতে হবে।

ডার্কলর্ড ভাই আপনার ওয়েবটা দারুন হেল্পফুল। বাংলায় এরকম একটা সাইট তৈরী করার জন্য ধন্যবাদ।
আসলেই ওগুলো জানা থাকা প্রয়োজন এবং HTML ও CSS জানা থাকলে ভাল হয়।

অলোক মিস্ত্রী ভাই মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমি জুমলা ১.০.x এবং জুমলা ১.৫.x উভয়ই নিয়ে কাজ করছি। বর্তমানে জুমলা ১.৫.x নিয়ে আছি।
……..(ড্রার্কলড ভাই এর post এর সহায়তায়)লিখেছি।…। চেস্টায় আছি একটু সহজ করে লিখতে তাদের জন্য যাদের প্রয়োজন।
কিছু মনে করবেন না, আপনার উপদেশটা পছন্দ হয়নি। লাফ দিয়ে আপডেট ভার্সনে যাব কেন ধারাবাহিক ভাবে টিউনস করতে চাই তাহলেই তো সহজ হবে তাই না। জুমলা ১.৫.x এর প্রাথমিক site view নিশ্চয়ই দেখেছেন(blank)…নতুনদের কাছে সহজ হবে কি? জুমলা ১.৫.x Install নিয়েও লিখবো। সাথে থাকবেন আশাকরি।

ধন্যবাদ টিউটো ভাই।

অনেক ধন্যবাদ টিউট ভাই বেশ কাজে দিবে।