সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-২০] :: আপনার ব্লগস্পট ব্লগের ফেভিকন পরিবর্তন করুন দুনিয়ার সব চেয়ে সহজ পদ্ধতীতে

সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ

আবারো চলে এলাম টিটির মাধ্যমে আপনাদের ভালোবাসায় আমার চেইন টিউনের ধারাবাহিকতায়।

আশা করি বরাবরেই মত সবাই আল্লাহ্‌র রহমতে ভালো আছেন।

 

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে খুব সহজেই আপনার ব্লগের ফেভিকন পরিবর্তন করবেন।

অনেকেই অনেক ভাবেই করে থাকে তবে আমার কাছে আমার দেখানো এই নিয়ম অনেক সহজ মনে হয় এবং আমি এটা নিচ্চিত করে বলতে পারব যে যারা একেবারেই নতুন তারাও এটি করতে পারবেন।

 

আর আমরা মনে হয়না এই নিয়মে ফেভিকন পরিবর্তন করার কোন টিউন করেছে । যদিও আমারা আগে কেউ এই ধরনের কোন টিউন করে থাকেন তাহলে তার কাছ থেকে আমি আগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।

 

আসুন আর কথা না বাড়িয়ে আমাদের টিউন শুরু করি।

 

ব্লগস্পট ব্লগের ফেভিকন যেভাবে পরিবর্তন করবেন :

 

  • প্রথমে একটি ছবি সিলেক্ট করুন যেটি আপনি আপনার ব্লগের ফেভিকন হিসেবে এড করতে চান
  • তারপর   এই লিংকে ক্লিক করুন
  • এখন নিচের ছবিটির মত একটি ফর্ম আসবে

 

  • এখানে শুধু মাত্র  browse অপশনে এ ক্লিক করে আপনার সিলেক্ট করা ছবিটি সিলেক্ট করুন
  • তারপর Convert বাটনে ক্লিক করুন
  • ছবিটি এবার সেইভ করুন

 

  • এবার আপনার ব্লগে লগ ইন করুন
  • তারপর  Deshbord > Design > Edit Fevicon এ ক্লিক করুন

 

 

  • এখন আপনার শেষ কাজ , Edit Favico  এ ক্লিক করার পর আপনার কনভার্ট করা ছবিটি সিলেক্ট করে সেইভ করুন
  • এবার আপনার ব্লগ একবার প্রিভিউ দিয়ে দেখুন যে আপনার তৈরি করা ফেভিকন শো করছে।
  • আর হুম যদি ফেভিকন শো না করে আমাকে গালি দিবেন না 😆
  • আমাকে গালি না দিয়ে আপনার ব্লগ কয়েকবার প্রিভিউ দিয়ে দেখুন আল্লাহ্‌র রহমতে শো করবে।

 

আজ তাহলে এই পর্যন্তই , সামনে এবার নতুন টিউনে দেখা হবে।

 

আশা করি সবাই বুঝতে পেরেছেন , তারপরও কারো যদি কোথায়ও বুঝতে অসুবিধা হয় তাহলে আমিতো আছি :P:

আর সাবধান টিউন পড়ে যাবেন আর কমেন্ট করবেন না তাহলে কিন্তূ মামলা করবো :D:

 

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসাসহ আপনাদেরই সাব্বির আলম

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অতি জটিলতর জিনিস । বস আপনার লেখার আমি ভক্ত । চালাই যান । আমরা সাথে আছি ।

অনেক অনেক ধন্যবাদ সময় মত শেয়ার করার জন্য। এই Tricks টি আমার ধরকার ছিল।

Level 0

ভাই আপনার পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারি।
এ জন্য আপনাকে অনেক ধন্ন্যাবাদ জানাই।
ভাই আমি অনেক চেষ্টা করেও ব্লগস্পট ব্লগ এর নতুন পেইজ এ পোস্ট করতে পারি নাই । আমাকে একটু পরামর্শ দেন কিভাবে নতুন পেইজ এ পোস্ট করব?

hmm, good. but recently blogspot has chaged something. its a lot easier than before to change favicon…

Level 0

thanks bro

আর সাবধান টিউন পড়ে যাবেন আর কমেন্ট করবেন না তাহলে কিন্তূ মামলা করবো :p

Level 0

এই টিউনটি কাজের। আমার কাজ হয়েছে। ধন্যবাদ।

ভালই ধান্দাবাজী শুরু করছেন । আগুলা কইরা কত পয়সা ইঙ্কাম হয় ??? @ansarppp:

@সাব্বির আলম: ভাই আমার হইতেসে না Favicon Edit এ দেখাইতেসে চেঞ্জ হইসে কিন্তু ব্লগ এ সেটা দেখাচ্ছে না 🙁