আপনার ব্লগের ভিজিটরদের বিনোদনের জন্য অথবা প্রয়োজনের খাতিরে আপনি যে কোন MP3 Song একটি মিউজিক প্লেয়ার সহ আপনার ব্লগ পোস্টে যুক্ত করতে পারেন। ফলে মিউজিক প্লেয়ারটির Play বাটনে ক্লিক করলেই ভিজিটররা ডাউনলোড করা ছাড়াই গানটি শুনতে পারবে।
প্রথমে লাইভ ডেমো দেখুন এইখান থেকে। তাহলে ব্যাপারটি আরো পরিষ্কার হয়ে উঠবে।
যে প্লেয়ারটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে Google এর একটি Flash Based প্লেয়ার। এটি আমার দেখা সবচাইতে ভাল, উন্নতমানের এবং স্বতন্ত্র একটি প্লেয়ার। স্বতন্ত্র বললাম , কারণ প্লেয়ারটিতে গুগলের কোন ব্র্যান্ড বা চিহ্ন নেই। আপনার খুবই আপন মনে হবে প্লেয়ারটিকে। এর আরেকটি বৈশিষ্ট হল, প্লেয়ারটিতে গান শুরু হওয়ার সাথে সাথেই গানের Length হিসাব করে দেখিয়ে দেয় যা খুব কম প্লেয়ারই দেখায়। আশা করি ডেমোটি দেখেই আপনি এর বৈশিষ্ট সম্পর্কে বুঝতে পেরেছেন।
<embed type="application/x-shockwave-flash" flashvars="audioUrl=MP3_FILE_URL" src="http://www.google.com/reader/ui/3523697345-audio-player.swf" quality="best"></embed>
ধরুন, আপনি এমন একটি MP3 ক্লিপ আপনার ভিজিটরদের সাথে শেয়ার করতে চাচ্ছেন যার কোন URL আপনি খুঁজে পাচ্ছেন না। অথচ MP3 ক্লিপটি আপনার কম্পিউটারে আছে। সেক্ষেত্রে আপনাকে আপনার MP3 ক্লিপটি একটি MP3 ফাইল হোস্টিং সাইটে আপলোড করতে হবে। তাহলে আপনি আপনার URL টি পেয়ে যাবেন।
অনেক MP3 হোস্টিং সাইট আপনি খুঁজে পাবেন। কিন্তু এদের মধ্যে আমার সবচাইতে ভাল লেগেছে http://kiwi6.com/ । এখানে আপনি আনলিমিটেড MP3 ফাইল আপলোড করতে পারবেন একদম ফ্রী তে !! নিচের ছবিটি দেখুন।
সময়ের অভাবে টিউনটি সাজিয়ে বা বিস্তারিত ভাবে লিখতে পারলাম না। কিন্তু তাতে কী !! আপনি এখান থেকে টিউনটি আরো বিস্তারিত পড়তে পারবেন।
আশা করি টিউনটি কেমন লাগল তা জানাতে কার্পণ্য করবেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে টিউনটি পড়ার জন্য। কিন্তু শুধুই ধন্যবাদ দিলে কি হয় ? তাই আপনাদের জন্য আরেকটি টিউন বোনস থাকল।
আমি Shakil Wahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
NICE TUNE VAI, PRIYOTE RAKHLAM. BUT LIVE KIVABE BUJHLAM NA.
http://www.friendhost.in