রাঙিয়ে তুলোন আপনার ব্লগস্পট ব্লগকে [পর্ব-৮]

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।

ব্লগ নিয়ে ধারাবাহিক পর্বের এটা অষ্টম পর্ব।

পর্ব -১ এর  টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন (মেগা টিউন)

পর্ব -২ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

পর্ব -৩ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন ( মেগা টিউন)

পর্ব -৪ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

পর্ব -৫ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন  (মেগা টিউন) [এ পর্বটা মিস করবেন না]

পর্ব -৬ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন  (গেমা টিউন)

পর্ব -৭ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন ( মেগা টিউন)

পর্ব -৮এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

পর্ব -৯এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন

তহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক

 ১। কিভাবে আপনার ব্লগ এর পোস্ট গুলোতে star rate অ্যাড করবেন??

star rate অ্যাড করলে ব্লগ টি কিরকম দেখায় এবং কিভাবে ভোট দেওয়া যায় টা দেখার জন্য এখানে ক্লিক করুন

এখানে ক্লিক করে আপনার ব্লগে সাইন ইন করুন

তারপর এখানে ক্লিক করুন।  ক্লিক করলে নিচের ছবির মতো আসবে। তারপর Registion করুন।

registration  করার পরে এখানে ক্লিক করুন।  নিচের ছবির মতো text , star box, তারপর blogger এ ক্লিক করুন।

তারপর নিচের ছবি মতো একটা পেজ আসবে। তারপর  নিচের ছবিন মতো আপনার blog url, এবং " I agree to the Outbrain" এ টিক দিন । তারপর ইন্সটল এ ক্লিক করুন।

তারপর নতুন একটা ট্যাব খুলবে ...ওখানে আপানি আপনার ব্লগ টি নির্বাচন করুন ।  তারপর ADD WIDGET এ ক্লিক করুন।

তারপর সেভ করুন ।

এখন আপনার ব্লগ টি ওপেন করুন। দেখবেন প্রত্যেক টি পোস্ট এর নিচে star rate  অ্যাড হয়েছে। আর আপনি আভাবে আপনার পোস্ট কে ভোট দিতে পারবেন।

({ আপনি ১ টা পোস্ট এ মাত্র ১ টা ভোট দিতে পারবেন, আপনি যদি আপনার ব্রাউজার এর cookie এবং cash রিমুভ করেন তাহলে আবার ভোট দিতে পারবেন। cookie এবং cash রিমুভ করার জন্য ব্রাউজার(ফায়ারফক্স) এর Tools থেকে clear recent history থেকে রিমুভ করতে পারেন।})

 ২। কিভাবে প্রত্যেক ব্লগ পোস্ট এ গুগল প্লাস বাটন অ্যাড করবেন?

গুগল প্লাস কিরকম এবং কিভাবে কাজ করে তার একটি লাইভ ডেমো দেখার জন্য  এখানে ক্লিক করুন

google +1 অ্যাড করে আপনার ব্লগার রাঙ্ক বাড়তে পারে। তাই ব্লগ এর রাঙ্ক বাড়ানোর জন্য এটি অ্যাড করা দরকার ।

আপবার ব্লগ এর Dashboard > Design > Edit HTML.  যান । তারপর  টিক দিন । তারপর সার্চ করুন </head>

</head> এর উপরের লাইন এ 

নিচের কোড টি past করুন।

<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js">
{lang: 'en-US'}
</script>

 এখন আবার সার্চ করুন  <data:post.body/> এবং এর নিচে অথবা উপরের লাইন এ নিচের কোড টি past করে বসিয়ে দিন।

<script type="text/javascript" src="http://apis.google.com/js/plusone.js">
{lang: 'en-US'}
</script>

এখন সেভ করুন। এখন আপনার ব্লগ টি ওপেন করুন এবং দেখুন +১ অ্যাড হয়েগেছে। **আপনার বগ +1 দিত ভুলবেন না। একটা সহজ উপায়ে আপনি আপনার ব্লগ এর সব পোস্ট গুলোতে দ্রত +1 দিতে পারেন। আপনি google.com এ যান এবং সার্চ করুন site:আপনার ব্লগ এর url  . দেখবেন আপনার ব্লগ এর সবগুলো পোস্ট চলে আসছে এবং এগুলো নিচে +১ আছে। আর আপনি শুধু +১ ক্লিক করলেই কাজ হয়ে যাবে। **

আজা এ পর্যন্ত। সময়ের জন্য আজকের পোস্ট টি তেমন বড় করে করতে পারিনি।

পরবর্তী পর্বে আলোচনা করবো কিভাবে ব্লগ এর স্পীড বারান যায়। আমাদের অনেকের ব্লগ গুলো অনেক স্লো . এ জন্য ভিসিটর আসতে চায় না। আর এর সামাধানের উপায় নিয়ে পরবর্তী টিউন করা হবে।

যারা ব্লজ্ঞিং করেন তাদের ব্লগ এর URL টি আমাকে মেইল করে পাঠাতে পারেন। আমার ই-মেইল [email protected]

সে পর্যন্ত ভাল থাকুন।

Level 0

আমি Dz-MiR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব ভালো

ভাল হইতেছে টীউন,ধন্যবাদ শেয়ার করার জন্য।