এইচটিএমএল এলিমেনট হল স্টার্ট ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সমস্ত কিছু। ব্যাপারটা আরও ভালভাবে বোঝার জন্য আমরা একটি পারাগ্রাফ এর কথা বিবেচনা করি।
কোন প্যারাগ্রাফ লিখতে হলে আমরা প্যারাগ্রাফ এর স্টার্টিং বা ওপেনিং ট্যাগ অর্থাৎ <p> দিয়ে শুরু করি তারপর প্যারাগ্রাফ এর বিষয়বস্তু এবং সর্বশেষে আমরা প্যারাগ্রাফ এর ক্লোজিং বা এন্ড ট্যাগ অর্থাৎ </p> দিয়ে শেষ করি।
কোন এইচটিএমএল এলিমেনটের কিছু বৈশিষ্ট্য থাকে, নিছে আগুল দেখুন।
সমস্ত এইচটিএমএল ডকুমেন্টই অনেকগুলো এলিমেনট এর সমন্বয়ে গঠিত হয়। সাধারণত এইচটিএমএলের প্রতিটা এলিমেনটই অন্য কোন এইচটিএমএল এলিমেনট ধারণ করে। যখন একটি এলিমেনটের ভিতর অন্য আরেকটি এলিমেনট অবস্থান করে তখন তাকে নেষ্টেড এলিমেনট বলে। একটি উপাদানের মাঝে অন্য আরেকটি উপাদান স্থাপন করাই হল নেষ্টিং।
এইচটিএমএল নেষ্টিং কতগুলো নিয়ম মেনে চলে। সেগুলো হল -
কতগুলো এইচটিএমএল এলিমেন্ট আছে জেগুলোর কোন শেষ বা closeing ট্যাগ নেই। যেমন - <img>, <hr>, <br> ইত্যাদি। এগুলো কে empty ট্যাগ বলে।
এইচটিএমএল ট্যাগ গুলো কিন্তু কেজ সেন্সিটিভ নয় অর্থাৎ <H1> এবং <h1> ট্যাগ, ব্রাউজারে একই কাজ করবে।
এইচটিএমএল ৫.০ এর স্ট্যান্ডার্ডে Lowercase ট্যাগ ব্যবহার করার জন্য কোন রকম বাধ্য-বাদ্ধকতা নেই। কিন্তু W3C এইচটিএমএল-এ Lowercase বা ছোট হাতের অক্ষর ব্যবহার করার জন্য সমর্থন করে এবং XHTML এর মতো স্ট্রাইকার ডকুমেন্টের জন্য ছোট হাতের অক্ষরগুলি ব্যবহার করার সমর্থন করে।
আমি মাহদি হাসান উজ্জ্বল। Website builder, Upwork, Freelancing.com, fiverr বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশা রাখি আপনার কোনো না কোনোভাবে উপকার করবোই করব ইনশাআল্লাহ।