সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ :: [পর্ব-১৮] আপনার ব্লগস্পট ব্লগের জন্য খুব সহজেই তৈরি করে নিন একটি মেনুবার

সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ

কেমন আছেন আপনারা ?

আবার আমার ধারাবাহিকতায় আসতে আক্তু দেরি হয়ে গেলো। আসলে মন ভাল না থাকলে ঠিক মত লেখা আসেনা।
যাই হোক আজ আর বেশি লেকচার দেবনা।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগের জন্য খুব সহজেই একটি মেনুবার তৈরি করবেন।

আর আগেও আমি এই রকম একটি টিউন করেছি। তবে ঔ টিউনে কারো টেম্পলেটের সমস্যার কারনে এবং কেউ কেউ আবার জিনিসটি ঠিক মত বুঝেন নি। তাই কেউ কেউ করতে পারেনি।

তবে আজ আমি যেটা শেয়ার  করছি এইটা যে সবাই করতে পারবেন এটা আমি  ১০০% সিউর।

তাহলে আর দেরি কেন আসুন শুরু করা যাক।

  • প্রথমে আপনার ব্লগ আ লগ ইন করুন
  • তারপর  Deshboard> Design> Add A Gadget > HTML/ Javascript এ ক্লিক করুন
  •  তারপর এই গেজেটে নিচের কোডটি সম্পূর্ণ কপি করে পেস্ট করুন
<div style="background-color:#DBF2FB; float:left;">
<a href="URL 1">Link 1</a> |
<a href="URL 2">Link 2</a> |
<a href="URL 3">Link 3</a> |
<a href="URL 4">Link 3</a> |
<a href="URL 5">Link 3</a> |
<a href="URL 6">Link 3</a> |
<a href="URL 7">Link 3</a> |
</div>

নাহ এখনি সেইভ করবেন না। এখানে আপনাকে আপনার মনের মত ইডিট করতে হবে।

  • URL 1, 2, 3, 4 ইত্যাদিগুলো পরিবর্তন করে আপনি যে পোস্টের লিংক রেখে দিতে চান, তা লিখুন।
  • Link 1, 2, 3, 4 ইত্যাদিগুলো পরিবর্তন করে উপযুক্ত নাম যেমন About, Contact ইত্যাদি লিখুন।
  • লিংকগুলোকে ডানে বামে নেয়ার জন্য float:left এর জায়গায় right লিখে দিন।
  • গেজেটটি সেভ করুন।
  • এই গেজেটটিকে Header এর ঠিক নিচে রেখে দিন।
  • এবার ব্লগটিকে একবার রিফ্রেশ করে দেখুন তো নতুন তৈরি করা মেনুবারটি কেমন দেখাচ্ছে।

আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও কোথায়ও বুঝতে কোন অসুবিধা হলেত আমি আছিই।

আর ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেননা।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ha vai thik ase,,but menu barta ektu soto soto lagse
ektu boro hole valo hoito

Level 2

বন্ধু জটিল হইছে

Level 0

অনেক ধন্যবাদ সাব্বির ভাই।

খুব সুন্দর !একট জিনিস জানার ছিল – লেবেল ছাড়া অন্য কোন উপায়ে , ভিন্ন ভিন্ন পেজে আলাদা আলাদ পোস্ট রাকাহ যাবে আবার সেগুলি সম্মিলিত ভাবে হোম পেজেও থাকবে এরকম করা যায় কি প্লিজ এব্যাপারে আপনার সাজেশন দিয়ে একটু সাহায্য করবেন ,

nice ka .try করে দেখব।

সুন্দর post গুলো নিয়া কই থাকেন বলেনতো?

ভাল হইতেছে ,চালিয়ে যান আপনার জন্য রইল শুভকামনা।

Level 0

সাহায্য চাই…… সাহায্য চাই…… সাহায্য চাই……

ভাই আজ সারা রাত চেষ্টা করেও টিটি তে একটা পোস্ট কোরতে পারলাম না
কেউ কি আছেন এই অধম, নাদান, গাধাটাকে ওয়াডপ্রেস দেখাবেন
টিটিতে রেজিটিসান সহ পোস্ট করা পর্যন্ত স্কীন সট সহ সিখতে চাই।
প্লিজ আমাকে কেউ সেখাবেন?
কেউ সেখালে তার কাছে চির কৃতজ্ঞ থাকব।
জে,কে,আসাদ
ফোন ০১৯১৮-১৯০৬৯৪
ই-মেইল : [email protected]

    কালকে প্রয়োজন মনে করলে কল করতে পারেন । ৫ মিনিট কথা বললেই হবে ।@netinfobd:

আমাকে একটু সাহায্য করবেন?? যদি করেন তা হলে এই লিঙ্কে আমার সমস্যা লেখা আছে।
https://www.techtunes.io/help-ask/tune-id/96242/

Level 0

ভাই আমি পারছি , এই রকম টিপস আরো দিয়েন , আমি অপেহ্মায় রইলাম :]

আপনার সাথে আমি এগিয়ে যাচ্ছি। তবে আপনার অনেক গুলো টিপস কাজ করে না। আপনার জিমেইল বা স্কাইপি থাকলে ID দেন অনেক হেল্প লাগবে।

    কি বলেন ভাই ??? আমার জাস্ট একটা পোস্ট কাজ করেনি , কিন্তূ আপনি বলেন অনেকগুলি । ভাই আপনি ঠিক মত কাজ না করতে পারলে কি আমার দোষ 😛 . আপনি আমকে ফেইসবুকে পাবেন সব সময় @MD আল মামুন:

ভাই ব্লগ এ কিভাবে Template change করবো এটা শেয়ার করলে ভালো হই

Level 0

ভাই অনেক দিন ধরে একটা সমস্যায় পরছি। সমাদান দিতে পারলে অনেক খুশি হতাম। মনে হয় আপনার ৭ নাম্বার পর্ব মেনুবার তৈরি করা এটা হল যে একটা
মেনু বার এর ভেতর অনেক গুল সাভ মেনু থাকবে। যেমনটি ধরেন http://www.crickinfo.com এ গেলে seris or country তে গেলে মউস রাখলে অনেক গুলো লিঙ্ক আসে যেমন country এ Austrilia bangladesh ইত্যাদি
এখন কথা হল আই রকম মেনুবার কি ভাবে তৈরি করব?আর আপনার ৭ নাম্বার পোস্ট এ Edit HTML এ Ctrl+F দিয়ে ]] এই লিখাটি সার্চ করুন এই জিনিস টা খুজে পেলাম কিন্তু আবার ( * এবার নিচের দিকে স্ক্রল করে যান।
* নিচের দিকের লেখাটির ঠিক উপরে নিচের কোডটি লিখুন।) এই লেখাটি খুজে পাইনাই।দয়া করে বলবেন।

    Level 0

    ভাই অনেক দিন ধরে একটা সমস্যায় পরছি। সমাদান দিতে পারলে অনেক খুশি হতাম। মনে হয় আপনার ৭ নাম্বার পর্ব মেনুবার তৈরি করা এটা হল যে একটা
    মেনু বার এর ভেতর অনেক গুল সাভ মেনু থাকবে। যেমনটি ধরেন http://www.crickinfo.com এ গেলে seris or country তে গেলে মউস রাখলে অনেক গুলো লিঙ্ক আসে যেমন country এ Austrilia bangladesh ইত্যাদি
    এখন কথা হল আই রকম মেনুবার কি ভাবে তৈরি করব?আর আপনার ৭ নাম্বার পোস্ট এ Edit HTML এ( Ctrl+F দিয়ে ]] )এই লিখাটি সার্চ করুন এই জিনিস টা খুজে পেলাম কিন্তু আবার ( * এবার নিচের দিকে স্ক্রল করে যান।
    * নিচের দিকের লেখাটির ঠিক উপরে নিচের কোডটি লিখুন।) এই লেখাটি খুজে পাইনাই।দয়া করে বলবেন।

সাব্বির ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
এখন কি করে ম‌্যানুভার সেট করতে পেরেছি কিন্তু এখন তো আরো কাজ রয়ে গেল-
১। হোম : এখানে ক্লিক করলে যাতে হোম পেইজ আসে সেটি কিভাবে করবো?
২। About : এর জায়গায় কিভাবে লেখা যোগ করবো?
৩। Contact : এর জায়গায় কিভাবে লেখা এড করবো?
মনে কিছু না নিয়ে যদি সহযোগিতার হাত বাড়াতেন তাহলে অনেক উপকৃত হতাম।

————-
ধন্যবাদ
ইয়াকব
০১৯৩৭-৩১৯৪৩৪, ০১৬৭৬-৮৬৭১৯২

ভাই আপনি এই লিংক টি দেখতে পারেন। ১০০% কাজ হবে আর বিভিন্ন রকমের ডিজাইন ও করতে পারবেন।
http://bdserving.blogspot.com/2012/07/how-to-create-drop-downpop-up-menu-for.html

ধন্যবাদ খুব ভালো একটি কাজ করেছেন

ভাইয়া আমি অনেক গুলি ব্লগ দেখছি ।সেখানে আমি দেখছি যে সেখানে পোস্ট করার জন্য সব সময় একটি করে পোস্ট বক্স থাকে যে খানে ভিজিতর রা direct post করতে পারে।।আপ্নারা হয়ত জানেন যে আমি কি করতে চাই ।আমি আমার ব্লগ এর একেবারে নিচে এক টা পোস্ট বক্স যোগ করতে চাই…যেখানে আমার visitors রা অন্য পেইজ এ যওয়া ছাড়া head page এ কমেন্ট যোগ করতে পারবে……প্লিজ আমার জন্য এমন কনো উপাই দেখান জার মাধ্যমে আমি আমার ব্লগ এর একেবারে নিচে এক টা পোস্ট বক্স যোগ করতে পারি…………আমি techtunes.io এ নতুন তাই আমি মনে করি আমি এই হেল্প তা পাব……

সাব্বির আলম ভাইয়া আপ্নের ফোন নাম্বার তা দেন

screenshoot দিলে ভাল হইত একটু অসুবিধা হচ্ছে

খুবই ভালো লেখা।আমার ব্লগ
https://arifurblog.blogspot.com