কেমন আছেন আপনারা ?
আবার আমার ধারাবাহিকতায় আসতে আক্তু দেরি হয়ে গেলো। আসলে মন ভাল না থাকলে ঠিক মত লেখা আসেনা।
যাই হোক আজ আর বেশি লেকচার দেবনা।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগের জন্য খুব সহজেই একটি মেনুবার তৈরি করবেন।
আর আগেও আমি এই রকম একটি টিউন করেছি। তবে ঔ টিউনে কারো টেম্পলেটের সমস্যার কারনে এবং কেউ কেউ আবার জিনিসটি ঠিক মত বুঝেন নি। তাই কেউ কেউ করতে পারেনি।
তবে আজ আমি যেটা শেয়ার করছি এইটা যে সবাই করতে পারবেন এটা আমি ১০০% সিউর।
তাহলে আর দেরি কেন আসুন শুরু করা যাক।
<div style="background-color:#DBF2FB; float:left;"> <a href="URL 1">Link 1</a> | <a href="URL 2">Link 2</a> | <a href="URL 3">Link 3</a> | <a href="URL 4">Link 3</a> | <a href="URL 5">Link 3</a> | <a href="URL 6">Link 3</a> | <a href="URL 7">Link 3</a> | </div>
নাহ এখনি সেইভ করবেন না। এখানে আপনাকে আপনার মনের মত ইডিট করতে হবে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও কোথায়ও বুঝতে কোন অসুবিধা হলেত আমি আছিই।
আর ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেননা।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
ha vai thik ase,,but menu barta ektu soto soto lagse
ektu boro hole valo hoito