ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে নিজস্ব একটা ওয়েব সাইড থাকা বা থাকার ইচ্ছে অস্বাভাবিক নয়। নতুন অবস্থায় ডোমেইন হোস্টিং কেনার জন্য হয়রানি শিকার হননি এমন কাউকে খুজে পাওয়া যাবেনা। মোটামুটি দু একবার ধরা খাওয়ার পরে সঠিক ডোমেইন হোস্টিং কোম্পানির সন্ধান পায়। আমাদের বাঙলাদেশে এই সমস্যা আরো প্রকটা। ক্রেডিট কার্ড মোটামুটি সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে এবং পেপ্যাল অনেক দূরে থাকা জন্য বাংলাদেশী ডোমেইন হোস্টিং প্রতিষ্ঠানের কাছে প্রায় বাধ্য হয়ে যেতে হয়। বাংলাদেশী ডোমেইন হোস্টিং প্রতিষ্ঠান গুলো জোড়া তালি দিয়ে কোন রকম একটা ওয়েব সাইড ধরিয়ে দিচ্ছে। এগুলো সবই রিসেলার প্রতিষ্ঠার, একটি আন্তজার্তিক মানের প্রফেশনাল ওয়েবসাইড দাড় করানোর মতো ডিস্ক স্পেস ও ব্যান্ডউইথ এরা দিতে পারে না। আর ডোমেইন এর সত্যিকার মালিক ওয়েব পাবলিশার হতে পারে না। এগুলো থেকে যায় রিসেলার প্রতিষ্ঠানদের হাতে। এজন্য মাঝে মঝে অনেক বিখ্যাত ডোমেইন বন্ধ হাইজ্যাক হয়ে যায়।
এসকল বাধা বিপত্তি পেরিয়ে যে সকল ওয়েব পাবলিশার নিজের ওয়েব সাইড মোটামুটি দাড় করতে পেরেছেন তাদের জন্য এ পোস্ট। আরো উন্নত সেবার (ডিস্ক স্পেস, ব্যান্ডউইথ, স্প্রিড) জন্য আপনার ওয়েব সাইড টি আমনিশ ওয়েব হোস্টিং(ক্লাউড) এ ট্রান্সফার করতে পারেন। এই ওয়েব হোস্টিং এর প্যাকেজ ৫.৯৫/মাস USD থেকে আরম্ভ। যা আনেকটা শেয়ারিং হোস্টিং এর প্যাকেজ এর কাছাকাছি। আমনিশ ওয়েব হোস্টিং এর ঠিকানা... http://www.omnis.com
অনেকেরই মনে প্রশ্ন আসছে, এই ওয়েব হোস্টিং নির্ভর যোগ্যতা কেমন... আমাদের খুব পরিচিত একটা ফোরাম http://forums.digitalpoint.com/ এই ওয়েব হোস্টিং এ তাদের সাইড হোস্ট করেছে। বিস্তারিত জানতে http://www.godaddy.com এ যেয়ে ডোমেইন হুজ এ গিয়ে সত্যতা দেখতে পারেন। সেখানে ওয়েব সাইডের ডিএনএস এ আমনিশ ওয়েব হোস্টিং এর নাম দেখতে পাবেন।
আমনিশ ওয়েব হোস্টিং এর বিস্তারত ফিচার নিম্নে দেয়া হলো:
আমার পিটিসি ওয়বেসাইটে সবাইকে আমন্ত্রন। আশাকরি এই পিটিসি ওয়বেসাইট পিটিসি জগতের বদনাম কিছুটা হলেও ঘোচাতে পারবে। ওয়বেসাইটি এই মুহূর্তে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ফ্রি রেজিস্ট্রেশন গ্রহন করা হচ্ছে।
আমি শাহনেওয়াজ রহমানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Valo laglo…Thnx fr sharing..