সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-১৩] :: আপনার ব্লগস্পট ব্লগে গুগল ট্রান্সলেটর যোগ করুন

সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ

কেমন আছেন সবাই ?

আশা করি সবাই আল্লাহ্‌র রহমতে ভালই আছেন।

আমি শারীরিক ভাবে সুস্থ থাকলেও মানুষিক ভাবে মন সুস্থ নেই, কারন আজ কয়েক দিন আমার আম্মুর শরীর খুব খারাপ তাই আম্মু কে নিয়ে টেনসেনে আছি।

সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে যায়।

আজ সারাদিনে এই মাত্র নেটে বসলাম আর এই টিউনটি করতে বসলাম। কোন ভুল হয়ে থাকলে এই টিউনটিতে আমার নিজ গুনে মাফ করে দিবেন।

আপনাদের আজ শিখাবো কিভাবে আপনি আপনার ব্লগে গেডজেড এর মাধমে সরাসরি গুগল ট্রান্সলেটর মেন্যু বসাবেন।

আপনার ব্লগে বিভিন্ন দেশ থেকে ভিজিটর আসবে এটাই স্বাভাবিক। আপনার ব্লগের ভাষা ধরুন ইংরেজি ( গুগল এডসেন্স পাবলিশারদের কয়হা উল্লেখ করে বলছি)  , সবাইত আর ইংরেজি ভালো বুঝেনা তাই আপনি যদি আপনার ব্লগ্র গুগল ট্রান্সলটার ব্যবহার করুন তাহলে ভিজিটর আপনার ব্লগের ভাষা পরিবর্তন করে সহজেই বুঝতে পারবে। এতে আপনার ভিজিটর আপনার ব্লগ ভিজিট করে মজা পাবে।

এই কাজটিও করা খুব সহজ। এই কাজটি করতে হলে আপনাকে যা করতে হব

  • প্রথমে এই লিংকে যান
  • তারপর আপনার পছন্দ মত সেটিং ঠিক করে নিন।

  • Preview Change এ ক্লিক করে এটি দেখতে কেমন হবে তা দেখে নিতে পারেন।
  • তারপর Get The Code এ ক্লিক করুন
  • তারপর আপনি কিছু html কোড পাবেন। অই কোডগুলি কপি করে নিন
  • তারপর আপনার ব্লগে লগ ইন করে Deshboard>Design>Add A Gadget?HTML/JavaScript  এ ক্লিক করে কোড গুলি দিয়ে সেইভ করুন।

এবার আপনার ব্লগ প্রিভিউ দিয়ে পরিবর্তন দেখুন।

আশা করি সবাই বুঝতে পেড়েছেন। তারপরও যদি কারো কোথায়ও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না । আর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই  সাব্বির আলম ।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সব পোস্টই প্রিয়তে রাখতে মন চায় 🙂

হুম . আপনি একেবারে মনের কথাই বলছেন । টিটিতে স্পামার বেড়ে গেছে @মিনহাজুল হক শাওন:

কি বলেন সব পোস্টই প্রিয়তে ? তেল দিলেন মনে হয় ? আপনার মত একজন বস টিউনারের যদি আমার পোস্ট গুলা ভালো লাগলে তাহলেতো খুব ভাল কথা আমার জন্য ।@মিনহাজুল হক শাওন:

kajer tune…………..

খুব ভালো লাগলো।