কেমন আছেন সবাই ?
আপনাদের ভালবাসায় আজকে আবারও আমার ব্লগস্পট ব্লগ ডিজাইনের ধারাবাহিক পর্বে ফিরে এলাম।
আজ আমি শেয়ার করবো কিভাবে আপনার ব্লগের জন্য বাম পাশে ভাঁজকরা মেন্যু বানবেন। মেন্যুটি দেখতে অনেকটা স্লাইডিং মোবাইলের মত লাগবে।
নিচের স্কিনশট দুটি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন।
প্রথমে এই রকম থাকবে। পরে যখন আপনি লাল পাশে ক্লিক করবেন তখন নিচের ছবির মতন হবে।
দেখে পছন্দ হয়ে গেছে তাই না ? ভাবছেন খুব কথিন কাজ তাই না ?
আরে না একেবারেই সহজ। নিচের কাজ গুলি ধাপে ধাপে করুন দেখবেন কিভাবে হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না ।
<script src="http://sites.google.com/site/banglahacks/shrd/prototype.js" type="text/javascript"></script> <script src="http://sites.google.com/site/banglahacks/shrd/effects.js" type="text/javascript"></script> <script src="http://sites.google.com/site/banglahacks/shrd/side-bar.js" type="text/javascript"></script> <style> body{ font-size:75%; } a{ outline: none; } a:active{ outline: none; } #sideBar{ text-align:left; } #sideBar h2{ color:#F0FFFF; font-size:110%; font-family:arial; margin:10px 10px 10px 10px; font-weight:bold !important; } #sideBar h2 span{ font-size:125%; font-weight:normal !important; } #sideBar ul{ margin:0px 0px 0px 0px; padding:0px 0px 0px 0px; } #sideBar li{ margin:0px 5px 5px 10px; padding: 0 0 0 10px; list-style-type:none; display:block; background-color:#DA1074; width:177px; color:#FFFFFF; } #sideBar li a{ width:100%; } #sideBar li a:link, #sideBar li a:visited{ color:#FFFFFF; font-family:verdana; font-size:100%; text-decoration:none; display:block; margin:0px 0px 0px 0px; padding:0 0 0 20px; width:100%; } #sideBar li a:hover{ color:#FFFF00; text-decoration:underline; } #sideBar{ position: fixed; width: auto; height: auto; top: 140px; left:0px; background-image:url(http://4.bp.blogspot.com/_8X8A6_fKD8A/S9CFbXuUDgI/AAAAAAAAC-Y/yr2cyLZgCV0/s320/left.collapse.border.gif); background-position:top right; background-repeat:repeat-y; } #sideBarTab{ float:left; height:137px; width:28px; } #sideBarTab img{ border:0px solid #FFFFFF; } #sideBarContents{ float:left; overflow:hidden !important; width:200px; height:320px; } #sideBarContentsInner{ width:200px; }</style> <div id="sideBar"> <div id="sideBarContents" style="display:none;"> <div id="sideBarContentsInner"> <h2>Left<span>Menu</span></h2> <ul> <li><a href="#">Link One</a></li> <li><a href="#">Link Two</a></li> <li><a href="#">Link Three</a></li> <li><a href="#">Link Four</a></li> </ul> </div> </div> <a id="sideBarTab" href="#"><img alt="sideBar" src="http://2.bp.blogspot.com/_8X8A6_fKD8A/S8mQ8Ig6q3I/AAAAAAAAC9o/rnKICWGwLls/s320/sidebarcollapse.gif" title="sideBar" /></a> </div>
আশা করি সবাই বুঝতে পেরেছেন। লন সমস্যা হলে কমেন্ট করে জানাতে এবং ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই টেক লাভার সাব্বির
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
যাক! পাগলা ভাই নাম বদলাইছে।
টিউনের জন্য ধইন্যা।
আমার সিনট্যাক্স হাইলাইটারের এর কথা ভুইলেননা কিন্তুক।