মা্ত্র ৫ মিনিটে তৈরি করুন জুমলা, ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট টেম্প্লেট (মেগা টিউন)

আমরা যারা ওয়েব ডিজাইনিং নিয়ে আগ্রহী তাদের জন্য আজকের এই টিউন।

আপনাদেরকে আমি একটি সফটওয়ার দেব যান মাধ্যমে আপনারা খুব সুন্দর ও আকর্ষণীয়ভাবে ওয়েবসাইটের পেজ তৈরি, জুমলা, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, ব্লগার, ডট নেট নিউক ইত্যাদির টেম্পেøট ডিজাইনিং করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই।

সফটওয়ারটির নাম ARTISTEER । এ সফটওয়ারের মাধ্যমে আপনি যা যা করতে পারবেন-

  • ১. মন মাতানো ওয়েব পেজ তৈরি করতে পারবেন।
  • ২. জুমলা, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, ব্লগার, ডট নেট নিউক ইত্যাদির টেম্পেøট ডিজাইন করতে পারবেন।
  • ৩. আর.এস.এস ফিডের আইকন ও টেম্পেøটের আইকন পরিবর্তন, হেডারে ফ্লাস ফাইল, এক্সপান্ডেবল মেনু, সাইডবার, ভার্টিকেল মেনু সুন্দরভাবে সাজাতে পারবেন।
  • ৪. অসাধারণ সব বাটন তৈরি ও এর টেক্সচার, গ্রেডিয়েন্ট, শ্যাডো, বর্ডার তৈরি করতে পারবেন।
  • ৫. সফটওয়ারটিতে প্রত্যেক ট্যাবের অধিনে Suggest নামে একটি অপশন আছে যা ক্লিক করলেই সফটওয়ারটি র‌্যান্ডমলি অনেক ধরনের জিজাইন শো করবে।
  • ৬. সর্বোপরি একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে যা যা দরকার তার সবই করা যাবে।
  • ৭. আর এসব কিছুর জন্য এইচ.টি.এম.এল, পি.এইচ.পি, সি.এস.এস, মাইসকিউএল ইত্যাদি সম্পর্কে আপনার তিল পরিমান ধারনা না থাকলেও চলবে।

নিচে চিত্রের মাধ্যমে দেখানো হল।

চিত্র-১: প্রথমে Artisteer ওপেন করুন।

চিত্র ২: আপনি জুমলা অথবা ওয়ার্ডপ্রেস বা আলাদা পেজ যা নিয়ে কাজ করতে চান তা সিলেক্ট করুন।

চিত্র ৩: Suggest Design এ ক্লিক করুন।

চিত্র ৪: Randomly বিভিন্ন রকম ডিজাইন শো করবে।

চিত্র ৫: আবার Suggest Design এ ক্লিক করলে Randomly বিভিন্ন রকম ডিজাইন শো করবে।

চিত্র ৬: Colors & Fonts থেকে টেম্পেøটের রং ও ফন্ট পরিবর্তন করা যাবে।

চিত্র ৭: Layout থেকে লেআউটের ডিজাইন, হেডার, ফুটার, মারজিন, প্যাডিং ইত্যাদি পরিবর্তন করা যাবে।

চিত্র ৮: ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন Texture, Image ও Effectsযোগ করা যাবে।

চিত্র ৯: Sheet ট্যাব থেকে শিটের , মার্জিন, প্যাডিং, বর্ডার, শ্যাডো ইত্যাদি যোগ করা যাবে।

চিত্র ১০: Header ট্যাব থেকে হেডারে বিভিন্ন ইফেক্ট ও ফ্লাশ এনিমেশন যোগ করা যাবে।

চিত্র ১১: Menu ট্যাব থেকে মেনু ও সাবমেনুর ডিজাইন ও ধরন পরিবর্তন করা যাবে।

চিত্র ১২: Articles ট্যাব থেকে আর্টিকেলের হেডিং, হাইপারলিঙ্ক, হেডার, ফুটার ইত্যাদি পরিবর্তন করা যাবে।

চিত্র ১৩: Sideber ট্যাব থেকে সাইডবার ডিজাইন করা যাবে।

চিত্র ১৪: Vertical Men থেকে একটিভ ও পেসিভ মেনু ও সাবমেনু সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়।

চিত্র ১৫: Buttons মেনু থেকে বাটনে টেক্সচার, শ্যাডো, গ্রেডিয়েন্ট, বর্ডার ইত্যাদি নিয়ন্ত্রন করা যায়।

চিত্র ১৬: Footer ট্যাব থেকে ফুটারের টেক্সচার, টেক্সট, হাইপারলিঙ্ক, ইমেজ, RSS FEED ইত্যাদি পরিবর্তন করা যায়।

চিত্র ১৭: কাজ শেষ হলে Save As... এ গিয়ে সেভ করে রাখতে পারবেন।

চিত্র ১৮: Change Templete এ গিয়ে টেম্পেøটের ধরন পরিবর্তন করতে পারেন।

চিত্র ১৯: টেম্পেøট হিসেবে সেভ করতে চাইলে Export গিয়ে ZIP হিসেবে সেভ করুন।

চিত্র ২০: Preview in Browser এ গিয়ে টেম্পেøট কেমন হল তা ব্রাউজার দিয়ে দেখে নিতে পারেন।

এবার Artisteer ডাউনলোডের পালা

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ডাউনলোড শেষে সেটাপ দিন। সেটাপের সময় দুই বার এরর দেখাতে পারে। দুইবারই Yes করুন।

এবার ক্র্যাক ডাউনলোড করুন এখান থেকে। ক্র্যাকটি এক্সক্র্যাক্ট করে Artisteer ৩ Activator॥ACTIVATION_D£GµN\CHOICE॥CHOICE ১॥crack keygen এ গিয়ে MesMerize Artisteer v৩ keygenerator.exe এ ডাবল ক্লিক করুন। এবার Artisteer ওপেন করে Activation এ ক্লিক করুন। Artisteer Actvation এর Installation Code টি Keygenerator এ কপি করে Gimme! বাটনে ক্লিক করুন। এখান থেকে License key ও Activation key কপি করে এক্টিভেট করুন।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি Uzzal Ali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার কোনো লিঙ্ক show করিনি ঠিক কোরুন ।

Level 0

Shob kesu valo hoyse but link koy?

কোন link নাই

Level 0

Link Update Kora Hoyache.

Level 0

ভাইয়ারা অনেক সময় দেখা যায় একটি game কে কয়েক ভাগে দেয়া হয় (zip/rar), যেমন part-1, part-2, part-3, এভাবে download লিন্ক দেওয়া হয়, এখন এগুলোকে কিভাবে জোরা লাগাব? plz………….help

    Level 2

    @dipu.n.1: আপনি File spliter বা J spliter নাম দিয়ে Google এ সার্চ করে দেখুন।

Level 0

ansar888 ভাই আমার লাগবে ০১৭৪৪৬১১০২৫

Level 0

সবই ঠিক আসে। কিন্তু আপনি বলে ভুলে গেসেন যে কোন ফাইল সেভ করা যাবে না! একবারে বানায় এক্সপোর্ট করতে হবে।
অথবা $130 দিয়ে কিনে নিতে হবে। কিন্তু পেপাল ছাড়া কেনা সম্ভব নয়। আর বাংলাদেশেতো পেপাল…………………
৫ মিনিটে বসে ওয়েবসাইট বানালে তার কোয়ালিটি কেমন হবে সেইটাও বুঝতে হবে।

Level 0

তারপর কি করব @HEERA_888 ভাই?

মনে হচ্ছে কাজে লাগবে………ধন্যবাদ ভাইয়া………

Eta save kora jabe…….R jader kache artister 2 er keygen ache ta diye atao active kora jabe….@ uplo

Level 0

Artister ves valo. but page load hoty time lage. professionaly blogging korty chaily artister charty hobe.R artister dea banano blog er bandwith base lage.
Regards,
Cheap Car Blog

অই মিয়া ডিফল্ট টেমপ্লেটের উপ্রে কিছু আছে নাকি ?? এটা ব্লগার/ওয়ার্ডপ্রেস আর জুমলা যাই হউক। আর ব্লগারের ডিনামিক ভিউ তো পুরাই অছথির।
আপনার রিভিউ ভালো হয়েছে কিন্তু মনে রাখবেন যে কোনো কিছুই সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে। তাই অসুবিধাগুলি উল্লেখ করলে রিডারদের কনফিউসন দূর হয়ে যাবে।
আমি অনেক সময় আর্টিস্টির এর পিছনে ব্যয় করেছি। ফলাফল কিছুই পাই নাই। হাজার খানেক টেমপ্লেট তৈরী করেছিলাম কিন্তু কাজে আসে নাই। হয়ত আমি কাজে লাগাতে ব্যর্থ হয়েছি।
নিজে কোড করার আনন্দ এই সব সফটে হয় না। কনক ভাই যে কথাটি বলেছেন ১০০% সঠিক। আর যারা কোডিং জানে না তাদের জন্য রয়েছে গুগল মামা, টিটিসহ অনেক স্থান। শুধু লক্ষ্য ঠিক করে সার্চ করুন।

আমার এরকমই ধারনা, হয়ত ভুলও হতে পারে।

Level 0

জুমলাতে টেম্প্লেট ইন্টল করার পর Edit Html হতে এডিট করে নিতে পারবেন।

save option e kaj korena keno tool tay ??? unable to save file show kore save dile . ei snap ta dekhen >>> http://i.imgur.com/3HIXZ.png

আগেই ট্রাই করেছি । তবে কাজে লাগাইনি । অনেকের কাজে লাগবে ।

ভাই, আপনার ডেস্কটপে দেখলাম Power DVD 11 আছে। আমি এটার ট্রায়াল ভার্সন নামাইছি, কিন্তু activate করতে পারছিনা। আপনি আমাকে কি কোন হেল্প করতে পারবেন?

@Uzzal Ali vai ami to key diye active agei korci . tarpor o ai problem

Level 0

অনেক ধন্যবাদ, Active করেছি। এ্রই পরযন্ত সবকিছু ঠিকঠাক করতে পেরেছি।

Level 0

vai ami brodband use kori. Install korte galay
.net framework 2.0 is required. you can download it here
http://www.microsoft.com/download/detail.aspx?familyid+0856eacb-4362-4b0d-8edd-aab15c5e04f5
lakhati show kore. ok dila mozilla dia link ta show hoy.but arpor bola

Server not found
Firefox can’t find the server at http://www.microsoft.com.
Check the address for typing errors such as
ww.example.com instead of
http://www.example.com
If you are unable to load any pages, check your computer’s network
connection.
If your computer or network is protected by a firewall or proxy, make sure
that Firefox is permitted to access the Web.
ki korbo.
please help me.
thanks
sumon

Level 2

than’s

Level 0

আমি newbie,
ডাউনলোড দিলাম,
দেখি কি হয়।।

Level 0

vai Keygen link ta den. ager tay kaj hoy na.

Level 0

vai plz, amer keygen ta send karon… [email protected]

Level 0

দূর ভাই… কীজেন লিঙ্কটা তো কাজ করে না…
দয়া করে আর একবার দেন ।

Level 0

vAI key logger to remove kore disa……new link den

কীজেন লিঙ্কটা তো কাজ করে না

Keygen Link ta to kaj korey na. ekhon ki korbo? please boley din.

vai Keygen link ta den. ager tay kaj hoy na.

vai plz, amer keygen ta send karon…………[email protected]

কিগেন টা রিমুভ করে দিসে। অন্য কোথাও আপলোড দেন প্লীজ। আর নয়তো আমার মেইলে পাঠান প্লীজ। এটা আমার খুব দরকার। কিগেন্টার জন্য আমি artisteer টা একটিভেট করতে পারছি না।

keygan ta pathan PLZ [email protected] PLZ PLZ PLZ PLZ PLZ