আমরা যারা ওয়েব ডিজাইনিং নিয়ে আগ্রহী তাদের জন্য আজকের এই টিউন।
আপনাদেরকে আমি একটি সফটওয়ার দেব যান মাধ্যমে আপনারা খুব সুন্দর ও আকর্ষণীয়ভাবে ওয়েবসাইটের পেজ তৈরি, জুমলা, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, ব্লগার, ডট নেট নিউক ইত্যাদির টেম্পেøট ডিজাইনিং করতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই।
সফটওয়ারটির নাম ARTISTEER । এ সফটওয়ারের মাধ্যমে আপনি যা যা করতে পারবেন-
নিচে চিত্রের মাধ্যমে দেখানো হল।
চিত্র-১: প্রথমে Artisteer ওপেন করুন।
চিত্র ২: আপনি জুমলা অথবা ওয়ার্ডপ্রেস বা আলাদা পেজ যা নিয়ে কাজ করতে চান তা সিলেক্ট করুন।
চিত্র ৩: Suggest Design এ ক্লিক করুন।
চিত্র ৪: Randomly বিভিন্ন রকম ডিজাইন শো করবে।
চিত্র ৫: আবার Suggest Design এ ক্লিক করলে Randomly বিভিন্ন রকম ডিজাইন শো করবে।
চিত্র ৬: Colors & Fonts থেকে টেম্পেøটের রং ও ফন্ট পরিবর্তন করা যাবে।
চিত্র ৭: Layout থেকে লেআউটের ডিজাইন, হেডার, ফুটার, মারজিন, প্যাডিং ইত্যাদি পরিবর্তন করা যাবে।
চিত্র ৮: ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন Texture, Image ও Effectsযোগ করা যাবে।
চিত্র ৯: Sheet ট্যাব থেকে শিটের , মার্জিন, প্যাডিং, বর্ডার, শ্যাডো ইত্যাদি যোগ করা যাবে।
চিত্র ১০: Header ট্যাব থেকে হেডারে বিভিন্ন ইফেক্ট ও ফ্লাশ এনিমেশন যোগ করা যাবে।
চিত্র ১১: Menu ট্যাব থেকে মেনু ও সাবমেনুর ডিজাইন ও ধরন পরিবর্তন করা যাবে।
চিত্র ১২: Articles ট্যাব থেকে আর্টিকেলের হেডিং, হাইপারলিঙ্ক, হেডার, ফুটার ইত্যাদি পরিবর্তন করা যাবে।
চিত্র ১৩: Sideber ট্যাব থেকে সাইডবার ডিজাইন করা যাবে।
চিত্র ১৪: Vertical Men থেকে একটিভ ও পেসিভ মেনু ও সাবমেনু সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়।
চিত্র ১৫: Buttons মেনু থেকে বাটনে টেক্সচার, শ্যাডো, গ্রেডিয়েন্ট, বর্ডার ইত্যাদি নিয়ন্ত্রন করা যায়।
চিত্র ১৬: Footer ট্যাব থেকে ফুটারের টেক্সচার, টেক্সট, হাইপারলিঙ্ক, ইমেজ, RSS FEED ইত্যাদি পরিবর্তন করা যায়।
চিত্র ১৭: কাজ শেষ হলে Save As... এ গিয়ে সেভ করে রাখতে পারবেন।
চিত্র ১৮: Change Templete এ গিয়ে টেম্পেøটের ধরন পরিবর্তন করতে পারেন।
চিত্র ১৯: টেম্পেøট হিসেবে সেভ করতে চাইলে Export গিয়ে ZIP হিসেবে সেভ করুন।
চিত্র ২০: Preview in Browser এ গিয়ে টেম্পেøট কেমন হল তা ব্রাউজার দিয়ে দেখে নিতে পারেন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ডাউনলোড শেষে সেটাপ দিন। সেটাপের সময় দুই বার এরর দেখাতে পারে। দুইবারই Yes করুন।
এবার ক্র্যাক ডাউনলোড করুন এখান থেকে। ক্র্যাকটি এক্সক্র্যাক্ট করে Artisteer ৩ Activator॥ACTIVATION_D£GµN\CHOICE॥CHOICE ১॥crack keygen এ গিয়ে MesMerize Artisteer v৩ keygenerator.exe এ ডাবল ক্লিক করুন। এবার Artisteer ওপেন করে Activation এ ক্লিক করুন। Artisteer Actvation এর Installation Code টি Keygenerator এ কপি করে Gimme! বাটনে ক্লিক করুন। এখান থেকে License key ও Activation key কপি করে এক্টিভেট করুন।
সবাইকে ধন্যবাদ।
আমি Uzzal Ali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student
আপনার কোনো লিঙ্ক show করিনি ঠিক কোরুন ।