টিটি থেকে অনেক কিছু শিখেছি, ইচ্ছা ছিল বন্ধুদের জন্য কিছু করা,এ জন্য লিখলাম আমার প্রথম বাংলা ইবুকঃ এইচ টি এম এল বাংলা ই-বুক। এইচ টি এম এল কি তা নুতন করে বলার অপেক্ষা রাখে না, তার পরও বলি HTML(Hyper Text Markup Language) হল ওয়েব ডিজাইনের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। এটা কোন Programming Language নয়(Programming Language হতে হলে logic থাকতে হবে)। HTML হল Markup Language যা কতগুলো Markup ট্যাগের সমষ্টি যা ওয়েব পেজ বর্ণনা করতে ব্যবহার করা হয়। Markup Tag এর সাহায্যে একটি ওয়েব পেজের বিভিন্ন অংশকে বিভিন্ন ভাবে Markup অথাৎ চিহ্নিত করা হয়। ওয়েব পেজ তৈরি করা ,পেজের বিভিন্ন Content কে সুবিন্যস্ত করা, Design করা এবং পেজের Outlook দেওয়া হয় HTML ব্যবহার করে। HTML এর মূল লক্ষ্য একটি HTML Document(ওয়েব পেজ) তৈরি করা যা বিভিন্ন Platform(Browser)-এ কাজ করে। HTML কে ধরা হয় ওয়েব পেজ নির্মাণের ভিত্তিভূমি।একজন দক্ষ ওয়েব ডিজাইনার ও ডেভেলপের হতে হলে অবশ্যই HTML ভাল ভাবে জানতে হবে।
বইটি আমি লিখেছি ইন্টারনেটে বিভিন্ন সাইট,ব্লগ,টিউটোরিয়াল,বই ও আমার কিছু নিজস্ব অভিজ্ঞতা নিয়ে।বইটিতে আমি HTML এর প্রয়োজনীয় সকল বিষয়গুলো এবং ওয়েব ডিজাইন ও ডেভলপিং সম্পর্কিত আরও কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলচোনার চেষ্টা করেছি।এটা আমার প্রথম লেখা বই তাই এখানে কিছু ভুলত্রুটি অবশ্যই থাকতে পারে,আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বইটি সম্পর্কে আপনার মূল্যবান পরামর্শ,মতামত এবং ভুলত্রুটি মেইল করে জানাতে পারেন, পরবর্তী সংস্করনে সমাধানের চেষ্টা করব।
সাইজঃ ১.৩৭ এমবি
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?dm556xm077v5h35#1
বিঃ দ্রঃ বইটিতে ব্যবহৃত মেইল আইডিটা কোন কারণে অকার্যকর হয়েছে। প্রয়োজনে আপনারা [email protected] মেইলে মেইল করতে পারেন।
আমি আবদুল্লাহ আল ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jotil http://www.study2home.co.cc