ওয়েব ডিজাইন কি, ওয়েব ডিজাইন কিভাবে শিখব, ওয়েব ডিজাইন শিখতে কতদিন লাগে, ওয়েব ডিজাইন শিখে কত টাকা আয় করা যায় এসব কিছু যদি আপনি জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।
ওয়েব ডিজাইন কি
কোনো ওয়েব সাইটকে তৈরী করে সুন্দর করে সাজিয়ে ডিজাইনিং করা কে ওয়েব ডিজাইন বলে। যারা ওয়েবসাইট ডিজািন করে তাদেরকে ওয়েব ডিজাইনার বলে। বর্তমানে অনলাইন ব্যবসা ব্যাপক হারে বেড়েছে। প্রত্যেক কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রচার করার জন্য নিজস্ব ওয়েবসাইট তৈরী করছে। ওয়েব ডিজাইনারের চাহিদা অনেক। প্রতিটি ব্রান্ড কোম্পানির ওয়েবসাইট রয়েছে। এই সব ওয়েবসাইট তৈরীর জন্য একজন ওয়েব ডিজাইনার প্রয়োজন। আপনি চাইলে ওয়েব ডিজাইনকে নিজের পেশা হিসেবে বেছে নিতে পারেন। অনেক ফ্রিল্যান্সার ওয়েব ডিজাইন করে মাসে হাজার থেকে লাখ টাকা আয় করছে।
ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখতে হবে। যেমন, এইচটিএমএল, সিএসসি, জাভাস্ক্রিপ্ট, ফটোশপ এসব শিখতে হবে। চলুন এসব সম্পর্কে বিস্তারিত জানি।
এইচটিএমএলঃ html হলো কোডিং ল্যাংগুয়েজ। যার অর্থ হলো Hyper text merkup language ওয়েব ডিজাইন করার জন্য এটা আপনাকে শিখতে হবে।
সিএসসিঃ সিএসসি হলো কোডিং ল্যাংগুয়েজ। সিএসসির কাজ হলো ওয়েব সাইটকে স্টাইলিশ ও ডিজাইনিং করা। ওয়েব সাইটকে ডিজাইন করার জন্য সিএসসি শিখতে হবে।
জাভা স্ক্রিপ্টঃ জাভা স্ক্রিপ্ট হলো client side scription language আপনাকে প্রোফেশনাল ওয়েব ডিজাইনার হতে চাইলে এই প্রোগ্রামিং ভাষা শিখতে হবে।
ফটোশপঃ ওয়েবসাইট ডিজাইন করার জন্য ফটোশপ থেকে ডিজাইন করা লাগবে। তাই আপনাকে ফটোশপ বেসিক শিখতে হবে।
ওয়েব ডিজাইনার হওয়ার জন্য html, csc, javascript, fhotoshop সম্পর্কে ভালো করে শিখতে হবে৷ তবেই আপনি প্রফেশনাল ওয়েব ডিজাইনারে পরিনত হবেন।
ওয়েব ডিজাইন শিখতে কতদিন লাগবে এটা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এটা নির্ভর করে আপনার আগ্রহের ওপর, আপনি কিভাবে শিখছেন। কতটুকু ধৈর্য সহকারে শিখছেন। অনেকের শিখতে ২ মাস লাগে, আবার অনেকে ৬-৭ মাসও লাগে। আপনি মনোযোগ সহকারে প্রাকটিস করেন তাহলে ৪-৫ মাসের মধ্যেই শিখতে পারবেন৷
আপনি যদি ওয়েব ডিজাইন শিখে অনলাইনে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে যান তাহলে সেখানে আপনার কাজের অভাব হবে না। বিভিন্ন মার্কেটপ্লেস যেমন, ফাইভার, আপওয়ার্ক ইত্যাদি জনপ্রিয় মার্কেটপ্লেস গুলোতে ওয়েব ডিজাইনের ব্যাপক চাহিদা রয়েছে। অনেক ফ্রিল্যান্সার এসব মার্কেটপ্লেস গুলোতে ওয়েব ডিজাইনের কাজ করে টাকা আয় করছেন। তবে প্রথমে আপনি এখান থেকে কাজ নাও পেতে পারেন। আপনাকে ধৈর্য রাখতে হবে। এছাড়া ও আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়েব ডিজাইনার হিসেব চাকরি করতে পারেন। একজন ওয়েব ডিজাইনারের মাসিক আয় ৪০হাজার থেকে ৫০হাজার টাকা হয়ে থাকে।
ওয়েব ডিজাইন করে মাসে ফ্রিল্যান্সাররা লাখ টাকা ইনকাম করছে। আপনি যদি এরকম টাকা আয় করতে চান তাহলে আপনাকে প্রচুর কাজ পেতে হবে ও করতে হবে। এটা নির্ভর করে আপনার দক্ষতার ওপর।
তাহলে আজকে আমরা জানলাম ওয়েব ডিজাইন কি, ওয়েব ডিজাইন শিখতে কি লাগবে, ওয়েব ডিজাইন শিখতে কতদিন লাগবে ও ওয়েব ডিজাইন করে কত টাকা আয় করা যায়।
আমি অপুর্ব আহমেদ। , Matlab, chandpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।