কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। আজ অনেক দিন পর পোস্ট করতে বসলাম, আসলে পোড়া লেখার ঝামেলার ভিতর আছি। আপনারে জানেন যে আমি ব্লগস্পটের ব্লগ ডিজাইন নিয়ে চেইন টিউন করে যাচ্ছি। তারি ধারাবাহিকতায় আজকে আমি পর্ব ৬ শুরু করছি। আর হ্যাঁ যারা আমার আগের পর্ব গুলি মিস করেছেন তারা চাইলেই সব পর্ব গুলো দেখতে পারেন।
যাক আর কথানা বাড়িয়ে শুরু করা যাক।
আজ আমি লিখব কিভাবে আপনার ব্লগস্পট ব্লগের পোস্ট তারিখ, সময় এবং লেখকের নাম লুকিয়ে রাখবেন।
প্রথমে নিচের কোডটি Ctrl+F দিয়ে খুঁজুন এবং পরে কোডটি ডিলেট করে দিন ।
<data:post.dateHeader/>
নিচের কোডটুকু খুঁজুন এবং খেজে পেলে কোডটুকু ডিলেট করে দিন
<span class='post-timestamp'> <b:if cond='data:top.showTimestamp'> <data:top.timestampLabel/> <b:if cond='data:post.url'> <a class='timestamp-link' expr:href='data:post.url' rel='bookmark' title='permanent link'><abbr class='published' expr:title='data:post.timestampISO8601'><data:post.timestamp/></abbr></a> </b:if> </b:if> </span>
এর জন্য প্রথমে নিচের কোডটুকু খুঁজুন এবং কোডটুকু খুজে পেলে ডিলেট করে দেন ।
<span class='post-author vcard'> <b:if cond='data:top.showAuthor'> <data:top.authorLabel/> <span class='fn'><data:post.author/></span> </b:if> </span>
এই কাজ গুলি করা একেবারেই সহজ আশাকরি সবাই পারবেন তারপরও কার কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না। টিউনটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না এবং কোন ভুল হলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই আসিফ পাগলা সাব্বির।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
টেকটিউনে আমি নতুন । আজকে অনেক কিছু জানলাম, ধন্যবাদ ভাইয়া?