বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য একটি মার্কেটপ্লেস তৈরির পরিকল্পনা

ইদানিংকালে আমাদের দেশে ইন্টারনেটে ফ্রিল্যান্সিং নিয়ে অনেকেরই, বিশেষ করে তরুনদের যথেষ্ঠ আগ্রহ তৈরি হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে সঠিক দিকনির্দেশনার অভাবে তাদের মধ্যে বেশিরভাগই নিজের প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না। বেশিরভাগই দেখা যায় গুগল এ্যাডসেন্স বা নেটবাক্স ইত্যাদি নিয়ে খুব মাথা ঘামান। ব্লগার বা এই জাতীয় ফ্রি ব্লগিং সাইটে রেজিষ্ট্রেশন করে, দুএকটা পোস্ট দিয়ে তাতে মূলত মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন প্রদর্শন করা হয়, যা সত্যি দৃষ্টিকটূ লাগে। অনেকে আবার দেখা যায় অন্যের সাইট থেকে লেখা কপি/পেস্ট করে চালিয়ে দেয়। আমার সাইটের আর্টিকেলগুলো যে আমি কত অসংখ্য সাইটে কপি হতে দেখেছি তার হিসেব নেই। প্রকৃতপক্ষে এগুলো নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই নেই। আমার মূল বক্তব্য হচ্ছে এইসব কাজ করে তরুণরা শুধুমাত্র তাদের মূল্যবান সময়টুকুই অপচয় করছে। বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা যে কতটা কষ্টসাধ্য ব্যাপার তা মনে হয় বেশিরভাগই জানেন না। হাতেগোণা কয়েকজন হয়ত সফলতা পেতে পারেন, তবে বেশিরভাগের কাছেই তা বোধগম্য হয়ে উঠে না। সত্যি বলতে কি এধরনের কাজে কিছুটা পড়ালেখারও প্রয়োজন রয়েছে, এই যেমন SEO (Search Engine Optimization), Internet Marketing ইত্যাদি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নিয়েই তবে এগুলো শুরু করা উচিত।

সে যাই হোক, এবার কাজের কথায় আসি। অনেকেই আমাকে পরামর্শ দিয়েছেন যে, বাংলাদেশীদের জন্য একটি মার্কেটপ্লেস চালু করার জন্য। আমিও ঠিক এরকম একটি সাইট চালু করার কথা অনেকদিন থেকে ভাবছিলাম। সেই ধারণা থেকে একটি মার্কেটপ্লেস তৈরির প্রকল্প হাতে নিয়েছি। মার্কেটপ্লেসটির মূল বৈশিষ্ট্যগুলো হবে নিম্নরূপ:

  • এটি হবে কম্পিউটার গ্রাফিক্স অর্থাৎ ফটোশপ/ইল্যাস্ট্রেটর দিয়ে তৈরি ডিজাইন, টেম্পলেট ইত্যাদি বিক্রির ওয়েবসাইট।
  • মার্কেটপ্লেসে বাংলাদেশী ফ্রিল্যান্সাররা রেজিষ্ট্রেশন করে তাদের ডিজাইনগুলো নিয়মিত জমা দিবে।
  • বিদেশী ক্লায়েন্টরা সেগুলো মার্কেটপ্লেস থেকে সুলভমূল্যে কিনবে।

এখন প্রশ্ন হল, কেন শুধুমাত্র গ্রাফিক্সের জন্য মার্কেটপ্লেস তৈরির চিন্তা করছি? তার কারণ হল নতুন নতুন ওয়েবসাইটের আগমণের সাথে সাথে এই ধরনের কাজের চাহিদা দিন দিন শুধু বৃদ্ধিই পাচ্ছে।

পরবর্তী প্রশ্ন হল, মার্কেটপ্লেসকে জনপ্রিয় করে তুলতে বাংলাদেশী ভাল ডিজাইনার কোথায় পাওয়া যাবে, আর যারা ডিজাইন জানেন না তাদের জন্য কি ব্যবস্থা? সেই লক্ষ্যে আমি একটি সুদূর প্রসারী চিন্তাভাবনা করছি। প্রথম অবস্থায় আমার ইচ্ছে হল, নতুনদেরকে ৩ থেকে ৬ মাস প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে তোলা। প্রশিক্ষণ দেয়া হবে একটি ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ যে কেউ নিজের ঘরে বসে প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করতে পারবে। পরবর্তীতে তাদের মধ্য থেকে ৫০ বা ১০০ জনকে নিয়ে মার্কেটপ্লেসটি যাত্রা করা হবে।

প্রশিক্ষণ ওয়েবসাইটটি নিয়ে আমার আরো অনেক পরিকল্পনা রয়েছে। তবে তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, এই প্রশিক্ষণ ওয়েবসাইটে আপনি কি কি ফিচার আশা করছেন? আপনাদের মতামতের উপর ভিত্তি করেই ওয়েবসাইটটি তৈরি শুরু করে দিব।

Level 0

আমি মোঃ জাকারিয়া চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জ্বি ভাইয়া, আপনি চেষ্টা করলে এরকম একটি সাইট তৈরি করা সম্ভব।
আমার নিজের কিছু পরিকল্পনা:
১. গুগল এডসেন্স একটি সুদূর প্রসারী কাজ। লেগে থাকতে হয় অনেক দিন। যারা এ ব্যাপারে নতুন জানতে পারে তারা বিশ্বাসও করবে না কতো জটিল আর সুদূরপ্রসারী কাজ এটা। এসইওর কারসাজি না জেনে আমরা শুধু শুধুই ঘুরে মরি এডসেন্স-এর দিকে। এই ব্যাপারটি প্রথমে সকলকে বুঝাতে হবে।

২. গ্রাফিক্স নিয়ে শুরু করা ভালো হবে। তবে প্রথমেই নতুনদের জন্য এমন কোনো আয়ের কথা চিন্তা করা হোক, যেটি মোটামুটি অল্প পরিশ্রমে অন্তত তার নেট খরচের টাকা মাস শেষে চলে আসবে।

৩. বিদেশী এ ধরণের সাইটগুলো কীভাবে মার্কেটিং করে সে বিষয়গুলো তুলে ধরতে হবে।

৪. অনলাইন আয়, কীভাবে এটি সম্ভব– এ ব্যাপারগুলো প্রথমে ক্লিয়ার করে তুলে ধরতে হবে।

আপাতত এই, পরে মনে হলে আরও জানাবো।

Level 0

জাকারিয়া ভাই ফ্রিল্যান্সিং নিয়ে সবার একি কথা “গুগল এ্যাডসেন্স” ।কিন্তু আমার মনে হয় নিজের ভিতরে কিছু না থাকলে গুগল এ্যাডসেন্স এর বিজ্ঞাপন দিয়ে বেশিদূর যাওয়া সম্ভব না”।তাই আমাদেরকে আগে নিজেকে দক্ষ করে তুলতে হবে।এ ব্যপারে আপনি যে কথাটি বলেছেন ” প্রথম অবস্থায় আমার ইচ্ছে হল, নতুনদেরকে ৩ থেকে ৬ মাস প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ করে তোলা। প্রশিক্ষণ দেয়া হবে একটি ওয়েবসাইটের মাধ্যমে” । আপনার এই উদ্দ্যোগটিকে আমি অত্যন্ত সময়োপযোগী বলে মনে করি।আমার মনে হয় সবার আগে দরকার প্রশিক্ষণ ।আমি যতটুকু জানি আপনি আনেকদিন থেকে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন এবং এ ব্যপারে তরুনদের নানা পরামর্শ দিছছেন ।আপনার কাছে অনুরোধ থাকবে আপনি আপনার এ উদ্দ্যোগ অব্যহত রাখবেন ।

দারুন ব্যাপার। আপনি গ্রাফিক্সের উপরই তৈরী করেন। কিভাবে ফটোশপ, ইলাষ্টারেটর ও ফায়ারাওয়ার্কস এর উপর কিভাবে ভাল ডিজাইন, লোগো, ব্যানার তৈরী করা যায় এবং ইন্টার ন্যাশনাল মার্কেট উপযোগী ডিজাইন কিভাবে তৈরী করতে হয় তার উপর বিস্তারিত টিউটোরিয়াল থাকলে খুব ভাল হয়। ধন্যবাদ আপনাকে এমন একটি উদ্যোগ নেবার জন্য।

Level 2

জাকারিয়া ভাই,
অসংখ্য ধন্যবাদ এ ধরনের একটি অফার করার জন্য। অপেক্ষায় রইলাম। আপনার এ সুদূর প্রসারী ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারলে এক দিকে যেমন গ্রাফিক্স ডিজাইনের মত মূল্যবান কজগুলো ঘরে বসে সেখা যাবে অন্যদিকে তার পাশাপাসি কিছুটা আয়ও করা যাবে। আসলে ভাইয়া আমাদের চাহিদা কিন্তু খুব বেশি না। হয়ত এ ব্যপারে অন্যরাও একমত হবে। সাধানত ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একটি প্রজেক্ট এর মাধ্যমে কয়েক ডলার থেকে কয়েক হাজার ডলারও আয় করা যায় । ভাইয়া তাই প্রশিক্ষণ প্রক্রিয়াটিকে কয়েকটি গ্রেডে ভাগ করা যেতে পারে। যেখানে প্রতিটা গ্রেডের জন্য একটি করে ভ্যালু থাকবে এবং এ থেকে একজন মানুষ সহজেই বুঝতে পারবে যে গ্রেডটি অতিক্রম করতে পারলে সে কত ডলারের প্রজেক্ট ( লোগো,ডিজাইন,টেম্পলেট ইত্যাদি ) তৈরি করতে পারবে। এবং প্রতিটা গ্রেড অতিক্রমের মাধ্যমে তার কাজের মান বৃদ্ধি পাবে আয়ও বৃদ্ধি । আর যদি সাইটটি বাংলা ভাষায় তৈরি করা হয় তবে অনেক ভাল হয়। হয়তবা ব্যপারটি সম্ভব হলে যে কম্পিউটারে গেম খেলা ছারা আর কিছু পারে না তাকেও ফ্রিল্যান্সিংএ আমন্ত্রণ করা যাবে। আমার মত অনেকেই আছে যারা ইংরেজিটা ভাল ভাবে না জানার জন্য ইচ্ছা থাকলেও ফ্রিল্যান্সিং সাইট গুলিতে রেজিট্রেশন করতে ভয় পায়। আমার মত সকলের জন্য গ্রাফিক্স এর পাশাপাশি ইংরেজিটাও (ফ্রিল্যান্সিং করতে যতটা প্রয়োজন) সেখার ব্যবস্থা করা যেতে পারে। লোগো,ডিজাইন,টেম্পলেট ইত্যাদি তৈরি করার জন্য ফটোশপ, ফ্লাশ, ইল্যাস্ট্রেটর ইত্যাদি একই সাথে শুরু করা যেতে পারে।

ধন্যবাদ ।

ভাইয়া আমার ধারনা গুলো শেয়ার করলাম আপনার মতামত আশা করছি।

পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। সবার মন্তব্য গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি।

Level 0

vaia..apner ai uddog ta pore khub valo laglo..I am interested…

চমৎকার উদ্দ্যোগ। এরকম একটি উদ্দ্যোগ ইতোমধ্য আমিও নিয়েছি। আমিও নতুন ছেলেদের এব্যাপারে সেচ্ছাসেবামূলক কাজের মত প্রশিক্ষন দিচ্ছি।

ভাল উদ্যোগ।

Level 0

গুগল দিয়ে ভালো আগানো যাবে না। আমাদের দেশের ছেলেদের মানসিকতা হচ্ছে মাথা কম খাটাবে, বেশি টাকা ইনকাম করবে। এজন্য দেখা যায় বেশির ভাগ ছেলে/মেয়ে ডেটা এন্ট্রির সাথে সম্পৃক্ত হবার চেষ্টা করে বেশি। এদের মাথা থেকে এ মানসিকতা মুছে দেয়ার চেষ্টা করতে হবে। দেশে আউটসোর্সিং কাজের জন্য সরকারকেও কিছু উদ্যেগ নিতে হবে। পে-পলের ব্যাপারটা এখনো ঝুলে আছে। এতে কার সুবিধা বুঝি না। ইন্ডিয়ার সুবিধা হয় যদি আমরা আউটসোর্সিং এ পিছিয়ে থাকি। কারণ প্রায়শই দেখা যায় ৯০ কাজ ইন্ডিয়া পেয়ে যায়। অথচ আউটসোর্সিং কাজ করার মতো আমাদের সামর্থ ইন্ডিয়ার চেয়ে কম নয়। আমাদের ভালো জনশক্তি আছে। এদের কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে নয়া ডিজিটাল প্রধানমন্ত্রীর মাথা ঘামানো উচিৎ। আর এ ব্যাপারে আমাদের বড়ো ভাইদেরও কিছুটা অগ্রণী ভূমিকা পালনা করা উচিৎ।

পরিশেষে, পোষ্টদাতাকে ধন্যবাদ। উদ্যেগী হলে ভালো বৈ খারাপ কিছু হবে না।

netsoul ভাই ঠিকউ বলেছেন ……. তবে জাকারিয়া ভাইকে ধন্যবাদ এরকম একটা উদ্দোগ গ্রহন করার জন্যে। আমার বিশ্বাস এটি বাংলাদেশী ডিজাইনারদের জন্যে সম্ভাবনার নতুন পথ উম্মোচন করবে।

Level 0

আমি কয়েক দিন ধরে চিন্তা করছি free lancer হব কিন্তু কিভাবে খুজে পাচ্ছিনা আমার guide line প্রয়জন আপনি অবশ্বই কিছু একটা করবনে আমি অনেক বেশি excited

Level 0

আর শুরু থেকে সব কিছু বিস্থারিত লিখবেন যাতে যেকেউ বুঝতে পারে .তাকে আর কারও help নিতে না হয় .

প্রশিক্ষণ সাইটটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে খুব শীঘ্রি পরবর্তী পোস্ট দিব। সর্বশেষ তথ্যের জন্য আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন – http://freelancerstory.blogspot.com

এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য নিচের গুগল গ্রুপে লক্ষ্য রাখুন:
http://groups.google.com/group/bdosn_outsourcing/t/9b465a2ef1b89c3d

Level 0

হুমমমমমম….ভালো লাগলো

জাকারিয়া ভাই,
শুভেচ্ছা রইল। কম্পিউটার জগত পত্রিকা থেকে আপনার লেখা পড়ে আমি ফ্রিল্যন্সিংয়ের প্রতি আগ্রহী হই।এবং এরপর আপনার উল্লেখিত কয়েকটি সাইটে রেজিষ্ট্রেশন করি। আমার প্রশ্ন হলো-
১) রেন্ট-এ-কোডার সাইটের কোন প্রজেক্টে বিড করার পর আমি কাজ টা পেলাম কি না তা কিভাবে জানতে পারব?
২) ইল্যান্স এ রেজিষ্ট্রেশন করে আমি ইল্যান্স টেষ্টে অংশগ্রহণ করে পাশ করেছি কিন্ত ফোন ভেরিফিকেশন হচ্ছেনা। ফোন ভেরিফিকেশন অপশনে ক্লিক করলে গত তিনদিন যাবত We are in the process of verifying your phone number. -এই ম্যাসেজটি দেখাচ্ছে, আমার ফোনে সাইট থেকে কোন কল আসছেনা। এখন আমি কি করব?

পরিশেষে, আমার সমস্যার সমাধান প্রত্যাশা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

ধন্যবাদান্তে-
জুয়েল

    ১) কাজটি পেলে ইমেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে।

    ২) ফোন ভেরিফিকেশনের কল সাথে সাথেই আসে। হয়ত তাদের ওয়েবসাইটে কোন সমস্যা হয়েছে। অথবা আপনার ফোনে ইন্টারনেশনাল কল আসতে বাধা রয়েছে। এক্ষেত্রে আপনি ইল্যান্সের সাথে মেইলে যোগাযোগ করতে পারেন অথবা অন্য কোন ফোন নাম্বার দিয়ে চেষ্টা করে দেখতে পারেন।

    ধন্যবাদ আপনাকে।

জাকারিয়া ভাই,
আমার প্রশ্নের উত্তর দিবার জন্য ধন্যবাদ।
বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য আপনার সুচিন্তিত পরিকল্পনা নিঃসন্দেহে প্রসংসনীয়। বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য মার্কেটপ্লেস তৈরীর পরিকল্পনায় আমার মত নতুন ফ্রিল্যান্সাররা আশার আলো েদখবে বলে আমি মনে করি।
আপনার প্রশিক্ষণ ওেয়ব সাইট সম্মন্ধে আমার মতামতগুলো আমি নিচে উল্লেখ করলামঃ
* গ্রাফিক্স ডিজাইনিং, এনিমেশন, প্রোগ্রামিং, ডাটা এন্ট্রি ইত্যাদি প্রতিটি বিষয়ের একটি নির্দিষ্ট নামের কোর্স এবং সিলেবাস থাকবে।
**অধিকতর সহজ কোর্স থেকে প্রশিক্ষণ শুরু করতে হবে। তাতে সাইট কর্তৃপক্ষকে কম ঝামেলা পোহাতে হবে। কারণ আমার মনে হয় বেসিক দূর্বল থাকলে যদি কেউ আগ্রহের বশবর্তী হয়ে প্রোগ্রামিং বা এই ধরনের কোন কোর্স নির্বাচন করে তাতে একদিকে প্রশিক্ষনার্থীর যেমন খুব বেশী লাভ হবেনা আবার বেসিক নলেজ না থাকায় কর্তৃপক্ষও ঝামেলায় পড়বে।
*** কোর্স শেষ হলে পরীক্ষা গ্রহনের ব্যবস্থা করতে হবে।
**** একজন প্রশিক্ষনার্থী এক সাথে সর্ব্বোচ্চ ২ টি কোর্স করতে পারবে এবং পরবর্তী কোের্সর জন্য নিবন্ধিত হতে হলে প্রার্থীকে অবশ্যই সাইট কর্তৃক আয়োজিত পরীক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ণ হতে হবে।
*****প্রত্যেক কোর্সের পরীক্ষার নৈর্ব্যক্তিক ও লিখিত দুটো অংশ থাকবে এবং প্রত্যেক বিভাগ থেকে আলাদা নম্বর পেয়ে পাশ করতে হবে।
****** মূল্যায়ন পরীক্ষার উত্তর পত্র একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত করা যাবেনা কিন্ত পরবর্তী ব্যাচের পরীক্ষার পূর্বে পরীক্ষার্থীদের ধারণা লাভের স্বার্থে পূর্ববর্তী পরীক্ষার উত্তরপত্র সকলের জন্য উন্মুক্ত করা যেতে পারে।

আজ এ পর্যন্তই
ভালো থাকুন।

শুভকামনায়-
জুয়েল।

শুধু ভালই নয়, মহৎ উদ্দোগ, ধন্যবাদ।

আপনার মার্কেট প্লেস এর কি হল? অনেক দিন তো হল। ০১৭৩৮৯০৮৮৮৭ যোগাযোগ করবেন আশা রাখি।

ভাই আমি তো ফ্লাইট মিস করছি আমার জন্য কি কিছু রাখছেন আর রাখলে আমি জানবো কি করে