কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।একটা বিশেষ কারনে আমি এই কয়দিন টেকটিউনস এ লেখালেখি করতে পারি নাই।আশা করি আপনারা mind করবেন না।
আমরা আগের টিউনগুলোতে দেখেছি কিভাবে লাইন ব্রেক করতে হয়।মানে এক লাইন হতে আরেক লাইন এ যেতে হয়।এছাড়া কিভাবে দুটো word এর মাঝখানে ফাকা জায়গা বাড়াতে হয়।এই সব কাজের জন্য আমরা নানা ট্যাগ ব্যাবহার করেছি।
কিন্তু এমন এক ট্যাগ আছে যেটা ব্যাবহার করলে আগের ট্যাগগুলো ব্যাবহার করা লাগে না।মানে এই ট্যাগ ব্যাবহার করলে আপনি পরের লাইন এ যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যাবহার করা লাগবে না,যেখানে যেরকম ফাকা স্পেস রাখবেন সেইরকম ফাকা স্পেস থাকবে।
***আসুন আমরা এই ট্যাগ এর সাথে পরিচিত হই।এই ট্যাগ এর গঠন হল <pre>............................</pre>
***এবার আসুন একটি উদাহরন দেখি।
<h1>best movie list</h1> <pre> action movie kids movie animated movie forbidden kingdom big fat liar mulan cellular eragon megamind Indianajones hanna tinker bell Fast and furious home alone rio Fan on fire harry potter rango Resident evil ink heart wall-e </pre>
এবার এটিকে নোটপ্যাড এ লিখে ete.html {যেকোন নাম.html}নামে সেভ করে double click করে ওপেন করুন।
আজকে আর লিখতে ইচ্ছে করছে না।অনেক রাত হল এবার ঘুমোতে যাই। please এত ছোট টিউন এর জন্য কেউ mind কইরেন না। আর আমার এই টিউনগুলো যদি আপনাদের উপকারে আসে তবে আমাকে কমেন্ট করে জানান।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
আপনার এই টিউটোরিয়াল এর অপেক্ষায় ছিলাম…… ধন্যবাদ