সাধারণত আমরা কোন পোস্ট বা টিউন লিখার সময় আমাদের পোস্টে বিভিন্ন লিংক ব্যবহার করি। সেই লিংকটি ভিজিটরদের অন্য কোন ওয়েবসাইট বা পোস্টে নিয়ে যায়। কিন্তু ইন্টারনাল লিংক তৈরির মাধ্যমে আপনি আপনার ব্লগের ভিজিটরদের একই পেইজে বা পোস্টে রেখেই পোস্টের অন্য স্থানে নিয়ে যেতে পারেন। ইন্টারনাল লিংক তখনই খুব প্রয়োজন হয় যখন আমরা বড় ধরণের কোন পোস্ট লিখে থাকি। আর সেই বড় পোস্টটির মধ্যে আপনি কোথায় কী লিখেছেন তা খুঁজে বের করতে সাহায্য করবে এই ইন্টারনাল লিংক।
এবার উদাহরণে আসা যাক ! আমি আমার পোস্টের একদম শেষে আমার ব্লগের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আপনি এইখানে ক্লিক করলেই মুহুর্তের মধ্যে এই পোস্টটির একেবারে নিচে আমার শেয়ারকৃত তথ্যগুলোতে পৌছে যাবেন। আশা করছি এখন ইন্টারনাল লিংক সম্পর্কে বুঝতে পেরেছেন।
এবার আসুন জেনে নিই, কিভাবে ইন্টারনাল লিংক তৈরি করতে হয়।
খুবই সহজ । আপনি হয়তো লক্ষ্য করেছেন যে, আমি ও আমার এই পোস্টটির মধ্যে একটি ইন্টারনাল লিংক তৈরি করেছি। এখন আমি কিভাবে সেটি তৈরি করেছি, তা-ই আপনাদের বলব।
লিংকটি কিন্তু এখনও তৈরি হয়নি। শুধুমাত্র লিংকের গন্তব্যটি নির্ধারণ করলাম। এবার আসুন লিংকটি তৈরি করে ফেলি।
আমি Shakil Wahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ, অসাধারণ পোস্ট। সরাসরি প্রিয়তে নিলাম