ইন্টারনাল লিংক তৈরির মাধ্যমে একই পোস্টে রেখেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান আপনার ব্লগের ভিজিটরদের

সাধারণত আমরা কোন পোস্ট বা টিউন লিখার সময় আমাদের পোস্টে বিভিন্ন লিংক ব্যবহার করি। সেই লিংকটি ভিজিটরদের অন্য কোন ওয়েবসাইট বা পোস্টে নিয়ে যায়। কিন্তু ইন্টারনাল লিংক তৈরির মাধ্যমে আপনি আপনার ব্লগের ভিজিটরদের একই পেইজে বা পোস্টে রেখেই পোস্টের অন্য স্থানে নিয়ে যেতে পারেন। ইন্টারনাল লিংক তখনই খুব প্রয়োজন হয় যখন আমরা বড় ধরণের কোন পোস্ট লিখে থাকি। আর সেই বড় পোস্টটির মধ্যে আপনি কোথায় কী লিখেছেন তা খুঁজে বের করতে সাহায্য করবে এই ইন্টারনাল লিংক।

এবার উদাহরণে আসা যাক ! আমি আমার পোস্টের একদম শেষে আমার ব্লগের কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আপনি এইখানে ক্লিক করলেই মুহুর্তের মধ্যে এই পোস্টটির একেবারে নিচে আমার শেয়ারকৃত তথ্যগুলোতে পৌছে যাবেন। আশা করছি এখন ইন্টারনাল লিংক সম্পর্কে বুঝতে পেরেছেন।

এবার আসুন জেনে নিই, কিভাবে ইন্টারনাল লিংক তৈরি করতে হয়।
খুবই সহজ । আপনি হয়তো লক্ষ্য করেছেন যে, আমি ও আমার এই পোস্টটির মধ্যে একটি ইন্টারনাল লিংক তৈরি করেছি। এখন আমি কিভাবে সেটি তৈরি করেছি, তা-ই আপনাদের বলব।

  • প্রথমে আমি Post Editor এর HTML ট্যাবে গিয়েছি।
  • তারপর, আমি আমার ইন্টারনাল লিংকটির মাধ্যমে আপনাদের যেখানে নিয়ে যেতে চাই সেখানে গিয়েছি। অর্থাৎ নিচের এই লিখাটিতে - "হয়তো পোস্টগুলোও আপনার কাজে লাগতে পারে"।
  • তারপর লিখাটির আগে ও পরে আমি দুটি HTML code বসিয়েছি। "হয়তো পোস্টগুলোও আপনার কাজে লাগতে পারে" লিখাটির আগে বসিয়েছি <a name="Anything you can type here"> এবং পরে বসিয়েছি </a>
  • <a name= লিখার পর ইনভার্টেড কমার মধ্যে আপনি যে কোন কিছু লিখতে পারেন কিন্তু আপনাকে লিখাটি মনে রাখতে হবে।
  • এবার উদাহরণস্বরুপ পুরো লাইনটি  দেখুন । <a name="Anything you can type here">হয়তো পোস্টগুলোও আপনার কাজে লাগতে পারে</a>
  • ব্যাস, আমাদের অর্ধেকটা কাজ শেষ হয়ে গেল। এবার বাকিটা...।

লিংকটি কিন্তু এখনও তৈরি হয়নি। শুধুমাত্র লিংকের গন্তব্যটি নির্ধারণ করলাম। এবার আসুন লিংকটি তৈরি করে ফেলি।

  • আমার লিংকটি আমি তৈরি করেছিলাম এই শব্দটিতে  - "এইখানে ক্লিক"
  • তাই আমি HTML ট্যাবটি থেকে "এইখানে ক্লিক" শব্দটির আগে লিখেছি  <a href="#Anything you can type here"> এবং শব্দটির পরে লিখেছি </a>
  • বলুন তো, <a href="#Anything you can type here"> এই কোডটির মধ্যে Anything you can type here লিখাটি কোথা থেকে এসেছে? লিখাটি এসেছে উপরের এই কোডটি থেকে <a name="Anything you can type here">হয়তো পোস্টগুলোও আপনার কাজে লাগতে পারে</a> । কারণ আমরা উপরের কোডটিতে ইনভার্টেড কমার মধ্যে লিখাটিই লিখেছিলাম।
  • # হ্যাশ চিহ্নটি কিন্তু অবশ্যই দিতে হবে।
  •  সুতরাং পুরো লাইনটি দাড়াঁলো এইভাবে : <a href="#Anything you can type here">এইখানে ক্লিক</a>
  • ব্যাস আমাদের কাজ এখানেই শেষ। সমস্যা হলে অবশ্যই জানাবেন !


হয়তো পোস্টগুলোও আপনার কাজে লাগতে পারে

Level 0

আমি Shakil Wahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, অসাধারণ পোস্ট। সরাসরি প্রিয়তে নিলাম

আপনাকেও ধন্যবাদ।
পোস্টটি আপনার প্রিয়তে যেতে পারার কারণে খুবই ভাল লাগছে ।

কাজে লাগবে টিউন টি। প্রিয়তে নিয়ে নিলাম।
ধন্যবাদ আপনাকে।
আশা করি পরবর্তীতে এমন আরও কিছু পাবো।

    @হোসেন রাহাত: অসংখ্য ধন্যবাদ আপনাকেও।
    আপনাদের ভাল লাগলে অবশ্যই পরবর্তীতে এমন আরও কিছু দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

Level 0

Thank you! Good tips.

সম্ভবত পদ্ধতিটির নাম হবে Ahchor যার দরুন এই কোডে …. ব্যবহার করা হয়।
ধন্যবাদ

    @স্টারটেক:
    ভাইয়াকে অশেষ ধন্যবাদ মন্তব্য করার জন্য।
    ঠিকই ধরেছেন। আমার মতে , যে শব্দের সাথে অন্য একটি লিংক সংযুক্ত আছে সেই শব্দটিকে Anchor Text বলে. কিন্তু এই পদ্ধতিটিতে আমি HTML এর একটি Attribute ব্যবহার করেছি মাত্র যার নাম “Name”.

Level 0

awesome, shorashori prio te nie nilam

আমার অপারেটিং সিষ্টেম এক্সপি ব্যবহার করি। কয়েক মাস পূর্বে থেকে আমার ডেস্কটপ কম্পিউটারে মাঝে মাঝে (অনেক সময় অনেকগুলো) ইংরেজী গান বাজে। অনেক চেষ্টা করে এর উৎস খুজে পাই। আমি হার্ডডিস্ক পুরা ফরম্যাট দিলাম, একবার নয় অনেকবার উইন্ডোজ দিলাম। তারপরও কোন কাজ হয় নাই। পিসি ওপেন করলে বা রিষ্টার্ট করার পর গান বাজে (ওয়েলকাম টিউন বাদে), হঠ্যাৎ করে ইংরেজী গান বাজে, যা বিব্রতকর। সারাদিনে হয় তো ৩০-৫০টা গান বাজে।
কেউ যদি পারেন, আমাকে একটা সমাধান দিন, যাতে আমার ডেস্কটপে অজানা থেকে গান বন্ধ হয়। আর হ্যা আমি ওমানে থাকি, ডিএসল ব্রডব্যান্ড নেট ইউস করি।
আশা করি টিউনার ভাইয়েরা এর সমাধান দিতে পারবে।

    @তারেক: এই প্রথম এই ধরণের সমস্যা শুনলাম। কিন্তু আপনি তো বলেছেন যে, আপনি পুরো হার্ডডিস্ক ফরম্যাট দিলাম এবং একাধিকবার উইন্ডোজ ও সেটাপ দিয়েছেন। উভয় কাজ ঠিকমত করলে তো বিপদটিকে রক্ষা পাওয়ার কথা? আচ্ছা আপনি কি আপনার পুরো হার্ডডিস্ক ফরম্যাট দিয়েছেন, নাকি শুধুমাত্র C ড্রাইভটিই ফরম্যাট দিয়েছেন?
    যদি সম্ভব হয় পুরো হার্ডডিস্ক ফরম্যাট দিয়ে আবার উইন্ডোজ ইনস্টল করুন। আশা করি কাজ হবে। হার্ডডিস্ক ফরম্যাট দেওয়ার আগে ব্যাকআপ নিতে ভুলবেন না।

    @তারেক: খুব শিওর ভাবে নয় তবে আমার মনে হয় আপনার প্রয়োজনীয় কোন সফটওয়্যার এর সাথে কোন রেডিও প্রোগ্রাম ইন্সটল হয়। যা আপনার ডি এস এল ব্রডব্যান্ড ব্যবহার করে অনলাইন মিউজিক প্লে করে। আপনি একটি ভাল নেট মিটার ব্যবহার করে দেখতে পারেন, আপনার নেট ইউস ব্যবহার ই বলবে আসল ঘটনা কোথায়।

    @Shakil Wahid : ধন্যবাদ।

      @স্টারটেক: দারুন Solution দিয়েছেন Boss। আমারও এখন তা-ই মনে হচ্ছে যা আপনি বলার আগে ঠিক মাথায় আসেনি।

সুপার্ব !!! অনেক উপকারে আসবে। আসলে ভিজিটরদেরকে মাঝে মাঝে তথ্য দেয়ার জন্য এমন সিস্টেম রাখলে একদিকে পৱপেজভিউ বাড়বে অন্যদিকে ব্লগের সৌদর্যও বৃদ্ধি পারে। ধন্যযোগ আপনাকে। 🙂

গুড টিউন। কাজে লাগবে। প্রিয়তে। অনেক ধন্যবাদ।

Level 0

many many thanks