ওয়েবসাইটকে সুন্দর করে তুলুন Html কোড দিয়ে (আপডেটেড)

আমরা আমাদের ওয়েবসাইটকে সুন্দর করার জন্য কত কিছুই না ব্যবহার করি । কিন্তু আপনি এত কিছু ব্যবহার না করে simple একটা Html কোড ব্যবহার করে আপনার ওয়েব সাইটকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন । আপনি হয়ত দেখে থাকবেন অনেক ওয়েব সাইটে বা যে কোন টিভি চ্যানেলে নিচে সংবাদ শরোনাম গুলো ধীরে ধীরে যাচ্ছে আবার কিছুক্ষন পরে আবার আসছে । এই কাজটি সহজেই করতে পারবেন আপনি । এজন্য আপনাকে কোন প্রকার Html কোড জানার প্রয়োজন হবে না ।

পদ্ধতি ১
শুধুমাত্র একটি ওয়েব সাইটে যেতে হবে । এখান থেকে ওয়েব সাইটটি তে প্রবেশ করুন । এখানে গিয়ে হরেক রকম text তৈরি করে Html কোডটি আপনার এয়েব সাইটে রাখুন । এতে আপনার ওয়েব সাইটের বিস্তারিতও দিতে পারেন বা কোন এড । যেসব text বানাতে পারবেন Patterned Text · Glitter Text · Dynamic Glitter Text · Blinkie Text · Dynamic Blinkie Text · Blinkie Graphics · Animal Text · Dynamic Animal Text · Camouflage Text · Dynamic Camouflage Text · Metallic Text · Floating Text · LCD Text · Multi-styled Text · Marquee Text · Outlined Text । মনে করুন আপনি Patterned Text বানিয়েছেন এবং কোডও কপি করে আপনার ওয়েব সাইটে পেষ্ট করেছেন তখন Html কোডের শেষের দিকে Patterned Text Generator at TextSpace.net এরকম লেখা দেখতে পাবেন শুধুমাত্র এই লেখাটুকু বাদ দিয়ে দিন তাহলে ওই ওয়েব সাইটের এড আপনার ওয়েবসাইটে আর উঠবে না ।

পদ্ধতি ২
এর চেয়ে আরও একটি সহজ পদ্ধতি আছে যার মাধ্যমে ও এই কাজটি করা যেতে পারে । আর সেটি হল প্রথমে আপনাকে এই Html কোডটুকু লিখতে হবে <p><marquee behavior="scroll" direction="left" scrollamount="2">পরে আপনি আপনার ওয়েবসাইট থেকে আপনি যা লিখতে চান মনে করেন আপনি লিখতে চান VOTE 2 COX'S BAZAR । এই লৈখাটুকুকে যদি কালার এবং বড় করতে চান তাহলে আপনার ওয়েবসাইটে গিয়ে সেটা কালার করে ওটার Html খোডটা নিন । পরে শুধু এই অংশটুকু লেখুন </marquee></p> । তাহলে  লেখাটা হবে <p><marquee behavior="scroll" direction="left" scrollamount="2">VOTE 2 COX'S BAZAR</marquee></p>
ইচ্ছে করলে আমার সাইটটি দেখতে পারেন । তো শুরু করে দিন ওয়েব সাইট সৌ্ন্দর্য বর্ধনের কাজ । সকলকে ধন্যবাদ ............. কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর

ধন্যবাদ

Level 2

জটিল পোস্ট।

এবার আরোও সুন্দর করবো ।

Level 0

:O

*আমি মনে-মনে যা ঠিক খুজিঁ…..
কেন জানি না!… তার ২/১ দিনের মধ্যেই ঠিক সেই বিষয়ে উপরি-ই আপনার কাছ থেকে পোষ্ট পাই লোটাস !!!

আজব ব্যাপার !!!

Level 0

ThAnX “ŁöƬαŞ”

টিউন টা অনেক কাজের…

Level 0

ব্লগার এ আমার একটি ওয়েব সাইট তৈরি করতে চাই। কিন্তু কিভাবে ব্লগে প্রথম পৃষ্ঠার পর দ্বিতীয় পৃষ্ঠা আনতে হয় আমি জানি না। আমাকে কি কেউ এ ব্যাপারে সাহায্য করতে পারেন কি? তবে তা বাংলায় করতে হবে কারন আমি ইংরেজিতে খুবই কাচাঁ।

ধন্যবাদ।

valo laglo vai. josssssssssssssssssssss post