সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এ কিছু গুরুত্বপুর্ন বিষয়

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

অনেকদিন পর আবার টেকটিউনে আস্লাম।মাঝাখানে পরীক্ষা এবং নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম।লেখার সময় পেতাম না।তার উপর আমি কয়েক ফ্রেন্ডের কে সাথে নিয়ে বাংলাদেশ এর প্রথম কম্পিউটার অপারেটিং সিষ্টেম ডিজাইন করছি।দোয়া করবেন।সফল হলে বাংলাদেশ এর কম্পিউটার ওয়ার্ল্ডের ইতিহাস এ নতুন অধ্যায় যোগ হবে।আমাদের সবাই সপ্নের প্রজেক্ট এটা।যাই হোক কাজের কথায় আসি।আমি আগেও SEO নিয়ে দুইটি টিউন করেছিলাম।আজ সেটার ধারাবাহিকতায় কিছু সাধারন ভুলের কথা বলবো যেগুলো আপনার সাইটের SEO'র ১২টা বাজাতে পারে।

১.ভুল CMS নির্ধারন করা

যারা ওয়েব ডিজাইন করেন অথবা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাদের জন্য খুব পরিচিত এবং খুব কাজের একটা জিনিস CMS[Content Management System]।আমাদের এরিনাতে সবছেয় পরিচিত কয়েকটি CMS হলো জুমলা,ওয়ার্ডপ্রেস,পিএইচপিবিবি,এস.এম.এফ ফোরাম,ভিবুলেটিন। এগুলো সাধারনত সবাই ব্যবহার করেন।তবে কিছু জিনিস না জানলেই নয়। অনেকে ইণ্টারনেট থেকে অনেক রকম CMS ডাউনলোড করে ব্যবহার করেন।সাবধান!!!!পরিচিত CMS ছাড়া যে কোন CMS ব্যবহার করার আগে তার সম্পর্কে ভালো করে জানুন।কারন অনেক CMS এ প্রতিটি পোষ্টের জন্য আলাদা টাইটেল ট্যাগ এবং মেটা ট্যাগ থাকে না।যদি না থাকে তাহলে আপনার সাইটের কপাল খারাপ।ব্যপক খারাপ।

[আমি WORDPRESS ব্যবহার করার পরামর্শ দেবো।আমার দেখা এবং ব্যবহার করা শ্রেষ্ট CMS এটা]

২.জাভা স্ক্রিপ্ট মেনু

অনেকেই সাইট ইন্টারএক্টিভ করার জন্য জাভা স্ক্রিপ্ট দিয়ে মেনু তৈরি করেন।আবার ও বলছি সাব্ধান।সার্চ বট জাভা স্ক্রিপ্টে লেখা লিঙ্ক পড়তে পারে না।সেই লিঙ্ক কে স্কিপ করে।তাই চেষ্টা করুন HTML দিয়ে লিঙ্ক দিতে।

৩.হোমপেজ ই সব নয়

আমি অনেক সাইট ডেভোলপার কে দেখেছি সারা দিন ব্যয় করে সাইটের হোমপেজ অপ্টিমাইজ করার জন্য।আরে ভাই,কাজের জিনিস তো থাকে ভেতরের পেজ এ।গাড়ির সামনের গ্লাস ভালো,বাকি গুলা ভাঙ্গা হলে তো সেই গাড়ির দাম নাই।তাই প্রতিটি পেজ কে গুরুত্ব দিন।

৪.সাইটের ইনডেক্স

সাইটের হোমপেজে সাইটের সমস্ত গুরুত্বপুর্ন পেজ এর লিঙ্ক দিন।এটা আপাত দৃষ্টিতে গুরুত্ব পুর্ন না হলেই কিছু কিছু সময় ঘাটের মরাও কাজে লাগে।তাছাড়া সার্চ বট এ ধরনের সাইট ইন্ডেক্স কে গুরুত্ব দেয়

৫.CMS URI ফ্যাক্টর

প্রতিটা মানসম্পন্ন CMS এ permalink(permanent link) কাষ্টমাইজ করার সুবিধা থাকে।যদি apache mod_rewrite ব্যবহার করার সুবিধা থাকলে ভাল।সেক্ষেত্রে আপনার লিঙ্ক হবে এমন

http://www.mysite.com/category/post-id(or post name)

এটা খুব কমন একটা ফরম্যাট।তবে mod_rewrite না থাকলে লিঙ্ক অনেকটা এমন হয়

http://www.mysite.com/?category_id=1&post_id=1

এই লিঙ্কটা ঠিক আছে।তবে যদি এমন হয় তবে সমস্যা,

http://www.mysite.com/?com=post&type=blog&src=date&formation=generation&category=techtunes&post_name=ক খ বগের ঠ্যাং

এমন হলে সমস্যা। parameters যতটা সম্ভব কম রাখার চেষ্টা করুন।তাছাড়া সার্চ বট কে বার বার নতুন সেশন তৈরি করতে হবে আপনার সাইট কে ইনডেক্স করার সময়

৬.অধৈর্য হবেন না

সাধারনত আপনি সাইট এর অপ্টিমাইজেশন শুরু করার ৩-৫ মাস পরে ফলাফল পাবেন।(কপাল খুব খুব ভালো হলে হিসাব আলাদা)তাই এইসময়টা অধৈর্য হবেন না।অনেকে শুরুর দিকে

ফলাফল না পেয়ে বার বার সাইট সাবমিট করেন,keyword বাড়িয়ে দেন,মেটা ট্যাগ চেঞ্জ করেন ইত্যাদি।এগুলো করলে নিজের সাইটের কপাল এ লাথি মারবেন আপনি নিজেই। গুগল সার্চ

বট এর মেজাজ মর্জি বোঝা বড় দায়।এবং এমন করলে ৯৯% সম্ভাবনা আছে সে আপনার সাইট কি চিরকালের মতো সার্চ ইঞ্জিন থেকে সরিয়ে দিতে পারে এবং এমন ঘটনা অহরহ ঘটছে।

সাবধান 😀

Level 0

আমি asas xcxc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল পোস্ট হইছে । আর আমি জাভাস্কীপ এর মেন্যুর সিস্টেম টা বুজলাম না ?

দুঃখিত।HTML দেয়ার কারন এ সবাসরি লিঙ্ক আসছে। প্রতিটি লেখায় স্পেস বাদ দিলেই হবে

Level 0

ami jodi wordpress use na kore blogger use kori?
r adsense pete hole amake ki ki korte hobe?

    @apurbo333: ভাইয়া ব্লগার খুব ভালো একটা ব্লগ প্লাটফরম।কিন্তু সমস্যা হলো এটার পোর্টাবিলিটি নেই।আপনি ওয়ার্ডপ্রেস কে নিজের প্রয়োজন মতো মডিফাই করতে পারবেন।ব্লগার কে পারবেন না।আর SEO ক্ষেত্রে WORDPRESS এর ধারে কাছে কেউ নেই(ব্লগ প্লাটফরম এর ক্ষেত্রে)

Level 0

Vai
Bot er mezaz bhujlam na.
Post er jonno onek dhonnobad.
Thanks

ভাই শুরু হওয়ার আগে মনের মধ্যে ডর লাগাই দিলেন। ইস, Google যদি আমার খালাতো ভাইয়ের কোম্পানী হত…

আপনাকেও ধন্যবাদ সময় করে পড়ার জন্য

Level 2

Thanks for valuable information.