সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
- কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
মাইক্রোসফট এক্সেল
এক্সেল এর বেসিক কিছু অপশন
ওয়েব পেইজ তৈরী
- ওয়েব পেইজ তৈরী করতে অন্যভাবে পারা যায়।কিন্ত,এক্সেল থেকে একসাথে অনেক গুলো ওয়ার্কশীটের ব্যবহার করে ও ওয়েব পেইজ তৈরী করতে সময় বাচেঁ ।এক্সেল থেকেও সুন্দর ওয়েব পেইজ তৈরী করা যায় খুব সহজে। অনেকগুলো ওয়ার্কশীট আছে এমন একটি ডোকমেন্ট ওপেন করুন ও পেজের কাজটি শেষ করুন। এবার ফাইল মেনু থেকে Save as Web Page -এ ক্লিক করুন।তারপর Save As এ ক্লিক করুন,এখানে একটি ডায়ালগ বক্স আসবে। উদাহরন-এখানে ফাইলের Techtunes নাম দিয়ে সেভ করুন Web Page নামে এবার দেখুন Techtunes.htm নামে পেইজ তৈরী এবং তারপর Techtunes_files নামে একটি ফোল্ডারে তার অন্যান্য এইচটিএম ফাইলগুলো সেভ হয়ে যাবে।
- এক্সেল এ ওয়েব পেইজ তৈরী করতে লাভ; ওয়েব পেইজ তৈরী করলে তা একই এইচটিএম ফাইলে সেভ হয়ে যাবে। এজন্য Save As ডায়ালগ বক্স হতে Add interactivity চেক বক্স সিলেক্ট করে ফাইটির নাম দিয়ে সেভ করুন দেখবেন সমস্ত ওয়ার্কশীট একটি ফাইলে সেভ হবে।এখন ওয়েব পেইজ ওপেন করে দেখুন ১নাম্বার ওয়ার্কশীটকে দেখা যাচ্ছে এবং নিচে ওয়ার্কশীটের নাম আছে।এটার উপর ক্লিক করে অন্য ওয়ার্কশীট সিলেক্ট করতে সহজ হবে এবং তৈরী।
- কোন ডকুমেন্টে যদি পাসওয়ার্ড থাকে তাহলে ওয়েব পেইজ তৈরীর সময় একটি মেসেজ দেবে আপনার ভালোর জন্য, তাতে ওকে করলেই হবে ।আবার ওয়ার্কশীট এ পাসওয়ার্ড থাকলে রিমুভ করে নিতে হবে। পাসওয়ার্ড ওয়ার্কশীট থাকলে ওয়েব পেইজ তৈরী হবে না। শুধু একটি ওয়ার্কশীটকে ওয়েব পেইজ হিসাবে সেভ করতে চান, তাহলে কষ্ট করে Save As ডায়ালগ বক্স হতে Selection অপশন বাটন চেক করুন। একটি পেইজ থেকে এক্সেলের আরোসব সুবিধা আপনি পেতে পারেন।মোটা-মটি সবাই মাইক্রোসফট এক্সেল এর সম্পর্কে ধারনা আছে তাই স্ক্রীন শট দিলাম না।
আপনাদের সুবিধার্থে ,
এই প্রত্যাশা রেখে ।
“আল্লাহ হাফেজ”।
*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন ও হাদিস পডুন।আরেক, মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....
অনেক ভালো লাগলো……।