সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করি সকলি পবিত্র মাহে রমজানে ভাল আছেন।
আজ আপনাদের মাজে পিয়ানো শিয়ার করব। যা ব্যবহার করা অতি সহজ। ছোট বেশি বড় নই মাত্র ১.৫এম বি
ইন্সটল করার প্রযোজন হবে না আশা করি বুজতে পেরেছেন শুধু সট্রাক করে ডবল ক্লিক করলে হবে। কম্পিউটারে সামনে বসে আনন্দ উপভোগ করুন আর ক্লান্তি দূর করুন।
ডাউনলোড করুন মিডিয়াপায়ার থেকে
ভাল লাগলে কমেন্ট করবেন। আল্লাহাফেজ
আমি হাছান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাছান বাড়ি চট্রগ্রাম পরদেশে থাকি কম্পিউটারের টুকিটাকি কাজ নিয়ে আছি
আপনার পিয়ানো টা দারুন, আর আমি একটা সফটওয়্যার খুজছি যার কাজ হল কীবোর্ড এর যে কন বাটন চাপলে সব্দ হবে। যেমন কিছু কিছু গেমস খেলার সোময় কীবোর্ড এর বাটন চাপলে সব্দ হয় তেমন । আথবা মবাইল এর কীবোর্ড টনের মতো যে কন বাটন চাপলে সব্দ হবে। যদি জানা থাকে তাহলে একটু হেল্প কইরেন। প্লিজ