সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-০৪] :: যেভাবে আপনার ব্লগের মোট পোস্ট ও মন্তব্য সংখ্যা প্রকাশ করবেন

সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ

সবাই কেমন আছেন ?

আজ আমি আপনাদের মাঝে আবারও নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।

আমার জানা মতে এটি নিয়ে টিটিতে আর কোন টিউন হয়নি, যদিও হয়ে থাকে আগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।

মোট পোস্ট ও মন্তব্য সংখ্যা

এই গেজেটটি দিয়ে আপনার ব্লগে মোট কতটি পোস্ট (Post) প্রকাশিত হয়েছে এবং আপনার ব্লগের ভিজিটর-পাঠকরা  (Visitor-Reader) মোট কতগুলো মন্তব্য (Comment) করেছেন তা দেখা যাবে।

বরাবরের মত এই সুবিধাটিও ব্লগে স্থাপন করা খুব সহজ।

  • নিচের দেয়া কোডটি কপি (Copy) করে নিয়ে একটি নতুন HTML/ Javascripts গেজেটে পেস্ট (Paste) করে দিন।
  • গেজেটটির নাম 'ব্লগ পরিসংখ্যান' (Blog Statistics) বা নিজের পছন্দমতো কোন একটি দিন।
  • কোডের অভ্যন্তরের  techtunes.io লেখাটি (বোল্ড করা) পাল্টে আপনার ব্লগের ঠিকানাটি (Blog address) লিখে দিন।
  • এবার সেভ (Save) করুন।
<script style="text/javascript">
function numberOfPosts(json) {
document.write('Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
function numberOfComments(json) {
document.write('Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
</script>
<font color="blue"><script src="https://www.techtunes.io/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>
<script src="https://www.techtunes.io/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments"></script></font>

সেটিংস পরিবর্তন করা

  • কোডটির দুইটি সেটিংস পরিবর্তন করতে পারবেন।
  • Posts: লেখাটি যেখানে রয়েছে সেখানে 'Post' লেখাটি (বোল্ড করা) পাল্টে 'পোস্ট সংখ্যা' বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
  • Comments: লেখাটি যেখানে রয়েছে সেখানে 'Comments' শব্দটি (বোল্ড করা) পাল্টে 'মন্তব্য সংখ্যা' বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
  • font color="blue" পাল্টে 'black' কিংবা 'red' অথবা যে কোন রঙ লিখে দিতে পারবেন।

আশা করি সবাই পারবেন, আর ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই আসিফ পাগলা সাব্বির।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গেডজেটটি অনেক দরকারী। 😀 কোডগুলোর আগে কোড ট্যাগ দিন তাহলে আরো সুন্দর লাগবে।

বিস্তারিতঃ https://www.techtunes.io/web-design/tune-id/77692/

টিউনটি সম্ভবত নিচের লিংক থেকে কাট ছাট করে নেয়া হয়েছে।

http://banglahacks.blogspot.com/2009/08/blog-post_18.html

আনেক ভাল জিনিস । ধন্যবাদ।

ধন্যবাদ ভাই । । ।

পোস্টের জন্য ধইন্যা পাতা!

ভাল লাগলো