আসুন শিখি HTML [পর্ব-৪]

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আগের পর্বে আমরা দেখেছিলাম <p>………………..</p> ট্যাগ এর ব্যাবহার।এই ট্যাগ ব্যাবহার করলে দুই লাইন এর মাঝখানে এক লাইন এর সমান ফাকা সৃষ্টি হবে।কিন্তু যদি যদি আমাদের এমন কোন প্রয়োজন হয় যে দুই লাইন এর মাঝখানে এক লাইন এর অধিক ফাকা লাইন তৈরি করতে হবে।তখন আমরা কি করব।কোন চিন্তা নেই।সেই সমস্যারও সমাধান আছে।আজকের টিউন এ আমরা সেই ব্যাপার নিয়ে আলোচোনা করব।

***প্রথমে আগের পর্বের নিয়ম অনুসারে <p>………..</p> ট্যাগ ব্যাবহার করে একটি কোডিং লিখুন।আর এই কোডিং কিন্তু অবশ্যই notepad এ লিখবেন।


<html>

<head>

<title>

আমরা html শিখব

</title>

</head>

<body>

<p>আমরা বাঙালি জাতি।</p>

<p>আমরা গর্বিত জাতি।</p>

<p>দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে।</p>

<p>এবার আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা।</p>

<p>আসুন আমরা দেশের জন্য কিছু করি।</p>

</body>

</html>

***তারপর তা asa.html নামে সেভ করে double click করে ওপেন করুন।দেখুন দুই লাইন এর মাঝে এক লাইন এর সমান ফাকা তৈরি হয়েছে।

***এবার আসুন দেখি কিভাবে দুই লাইন এর মাঝে একের অধিক লাইন ফাকা রাখা যায়।এজন্য আমাদের <p>……………….</p>&nbsp  ট্যাগ ব্যাবহার করতে হবে। আসুন এই ট্যাগ ব্যাবহার করে নতুন করে কোডিংটা লিখি।


<html>

<head>

<title>

আমরা html শিখব

</title>

</head>

<body>

<p>আমরা বাঙালি জাতি।</p>&nbsp

<p>আমরা গর্বিত জাতি।</p>&nbsp

<p>দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে।</p>&nbsp

<p>এবার আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা।</p>&nbsp

<p>আসুন আমরা দেশের জন্য কিছু করি।</p>&nbsp

</body>
</html>

***এবার awa.html নামে এ সেভ করে double click করে ওপেন করুন।দেখুন একের অধিক লাইন এর সমান ফাকা তৈরি হয়েছে।

জানিনা আপনাদের কেমন লাগল।যদি ভাল লাগে তবে জানাবেন।সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই ভালো হয়েছে,টিউন করার জন্য ধন্যবাদ।পর্ব ৫ এর অপেক্ষায় রইলাম।

সব কিছু ঠিক আছে বাট আপনার নাম সাকিব থেকে সাবিহা কিভাবে হল বুঝতে পারলাম না। উত্তর দেওয়ার দরকার নাই। আমি আপনাকে প্রশ্ন করি নাই। শুধু মতামত প্রকাশ করেছি। 🙂

বিঃদ্রঃ "ম্যান ইজ মর্টাল, manush matro e vul"

    আপনার প্রশ্নের উত্তর পেতে হলে আপনি আমার এই টিউন এর লিঙ্ক এ ক্লিক করে টিউন এর শেষ প্যারা পড়ুন।তাহলে উত্তর পেয়ে যাবেন।
    https://www.techtunes.io/tutorial/tune-id/74081/

      আপ্নারে তো কৈলামই উত্তরের দরকার নাই 😛

Level 0

একটি লাইন থেকে অনেক দূরে লেখার কোডিং কি রকম হবে।
আমি একটি সমস্যার চাইছি কিন্তু সেটা দিচ্ছেন না কেন ?

Level 0

অনেক অনেক ধন্যবাদ।

Level 0

৫ এর অপেক্ষায় রইলাম …………….

Level 2

ভাল হয়েছে……..নেক্সট টিউন কখন?

Level 0

”দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে
এবার আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা
আসুন আমরা দেশের জন্য কিছু করি”

I like it.
Please carry on…….

জানা ছিল না, আজ জানলাম। অনেক ধন্যবাদ। লিখতে থাকুন। পাশে আছি। 😉

অনেক ধন্যবাদ। লিখতে থাকুন। পাশে আছি। 😉

ব্যবহারিক করে দেখতেছি, ভালই লাগতেছে

আমি যদি ইচ্ছামত লাইন ফাকা রাখতে চাই, তাহলে কি করব?