কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আমি আগেই বলে রাখি আমি কিন্তু অতো ভাল জানি না।যতটুকু জানি ততটুকু শেয়ার করছি।যদি আমার কোনকিছু ভুল হয়ে থাকে তবে আমাকে তা ধরিয়ে দিবেন।
আজকে আমি html এর আরেকটি বিষয় নিয়ে আলোচোনা করব।সাথে থাকবেন।
***আগের টিউন এ আমরা দেখেছিলাম কিভাবে <br> ট্যাগ ব্যাবহার করতে হয়।<br> ট্যাগ ব্যাবহার করলে লাইনগুলো নিচে নিচে সজ্জিত হয়।কিন্তু আমাদের যদি এমন দরকার হয় যে লাইনগুলোর মাঝে ফাকা লাইন থাকবে।তখন আমরা কি করব।
***তখন আমরা <p>……………..</P> ট্যাগ ব্যাবহার করব।আসুন এবার আমরা দেখি কিভাবে এর ট্যাগ ব্যাবহার করা যায়।
***আগের টিউন এর নিয়ম অনুসারে <br> ট্যাগ ব্যাবহার করে আমরা একটি html কোড লিখি।
<html> <head> <title> আমরা html শিখব </title> </head> <body> আমরা বাঙালি জাতি।<br> আমরা গর্বিত জাতি।<br> দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে।<br> এবার আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা।<br> আসুন আমরা দেশের জন্য কিছু করি।<br> </body> </html>
***তারপর তা ara.html(যেকোন নাম.html) নামে সেভ করুন।
***তারপর double click করে ওপেন করুন।দেখুন লেখাগুলো নিচে নিচে এসেছে।কিন্তু মাঝে কোন ফাকা লাইন নেই।
ফাকা লাইন এর জন্য আসুন আমরা <p>………………………</p> ট্যাগ ব্যাবহার করি।
<html> <head> <title> আমরা html শিখব </title> </head> <body> <p>আমরা বাঙালি জাতি।</p> <p>আমরা গর্বিত জাতি।</p> <p>দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে।</p> <p>এবার আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা।</p> <p>আসুন আমরা দেশের জন্য কিছু করি।</p> </body> </html>
***এবার তা aqa.html নামে সেভ করে ওপেন করে দেখুন লাইন গুলোর মাঝে ফাকা লাইন তৈরি হয়েছে।
সবাই ভাল থাকবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
চালিয়ে যান। সুন্দর হয়েছে। আপু একটি সমস্যায় আছি। তা হলো কীভাবে কোন সাইটের কপি করা বন্ধ করা যায়। এর জন্য কী কোডিং ব্যবহার করতে হবে। আমি কোন এক ভাবে কপি বন্ধ করেছে। কিন্তু সমস্যা হলো মজিলায় ব্রাউজারে কপি হয় না। কিন্তু অন্যান্য ব্রাউজারে কপি করা যায়। এমন একটি ব্যবস্থা চাচ্ছি যে কোন ব্রাউজার দিয়েই কপি করা যাবে না।