কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমি আপনাদের html এর আরেকটা জিনিষ দেখাব।সাথে থাকুন।
আগের টিউন এর নিয়ম অনুসারে একটি html কোড লিখুন।কোডটি অবশ্যই নোটপ্যাড এ লিখবেন।
<html> <head> <title> আমরা html শিখব </title> </head> <body> আমরা বাঙালি জাতি। আমরা গর্বিত জাতি। দেম আমাদেরকে অনেক কিছু দিয়েছে। এবার আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা। আসুন আমরা দেশের জন্য কিছু করি। </body> </html>
এখানে আমরা <body>……………..</body> এর মধ্যে একটা paragraph লিখেছি।এর প্রতিটি লাইন আমরা আলাদা আলাদা নিচে নিচে লিখেছি।তারপর আমরা তা aaa.html নামে সেভ করি।তারপর তা ওপেন করলে ব্রাউজার এ নিচের মত দেখাবে।
***দেখুন লাইনগুলো আলাদা আলাদা না দেখিয়ে একসাথে দেখিয়েছে।
এখন আমরা যদি লাইনগুলো নিচে নিচে দেখাতে চাই তবে আমাদের একটি tag ব্যাবহার করতে হবে।ট্যাগটি হল <br> ট্যাগ।
***যেকোন লাইন এর শেষে এই ট্যাগ ব্যাবহার করলে পরের লাইনটি নিচ থেকে শুরু হবে।
তাহলে আসুন আগের html code এর body এর প্রতিটি লাইন এর শেষে <br> ট্যাগ ব্যাবহার করি।
<html> <head> <title> আমরা html শিখব </title> </head> <body> আমরা বাঙালি জাতি।<br> আমরা গর্বিত জাতি।<br> দেম আমাদেরকে অনেক কিছু দিয়েছে।<br> এবার আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা।<br> আসুন আমরা দেশের জন্য কিছু করি।<br> </body> </html>
এবার এটি asa.html(যেকোন নাম.html) নামে সেভ করুন।তারপর double click করে ওপেন করুন।
জানিনা কেমন হয়েছে।যদি ভাল লাগে তবে আমার লেখাটা সারথক।সবাই ভাল থাকবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
ভালো হচ্ছে চালিয়ে যান।