আসুন শিখি HTML [পর্ব-২]

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি আপনাদের html এর আরেকটা জিনিষ দেখাব।সাথে থাকুন।

আগের টিউন এর নিয়ম অনুসারে একটি html কোড লিখুন।কোডটি অবশ্যই নোটপ্যাড এ লিখবেন।


<html>
<head>
<title>
আমরা html শিখব
</title>
</head>
<body>
আমরা বাঙালি জাতি।
আমরা গর্বিত জাতি।
দেম আমাদেরকে অনেক কিছু দিয়েছে।
এবার আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা।
আসুন আমরা দেশের জন্য কিছু করি।
</body>
</html>

এখানে আমরা <body>……………..</body> এর মধ্যে একটা paragraph লিখেছি।এর প্রতিটি লাইন আমরা আলাদা আলাদা নিচে নিচে লিখেছি।তারপর আমরা তা aaa.html নামে সেভ করি।তারপর তা ওপেন করলে ব্রাউজার এ নিচের মত দেখাবে।

***দেখুন লাইনগুলো আলাদা আলাদা না দেখিয়ে একসাথে দেখিয়েছে।

এখন আমরা যদি লাইনগুলো নিচে নিচে দেখাতে চাই তবে আমাদের একটি tag ব্যাবহার করতে হবে।ট্যাগটি হল  <br> ট্যাগ।

***যেকোন লাইন এর শেষে এই ট্যাগ ব্যাবহার করলে পরের লাইনটি নিচ থেকে শুরু হবে।

তাহলে আসুন আগের html code এর body এর প্রতিটি লাইন এর শেষে <br> ট্যাগ ব্যাবহার করি।


<html>

<head>

<title>

আমরা html শিখব

</title>

</head>

<body>

আমরা বাঙালি জাতি।<br>

আমরা গর্বিত জাতি।<br>

দেম আমাদেরকে অনেক কিছু দিয়েছে।<br>

এবার আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা।<br>

আসুন আমরা দেশের জন্য কিছু করি।<br>

</body>

</html>

এবার এটি asa.html(যেকোন নাম.html) নামে সেভ করুন।তারপর double click করে ওপেন করুন।

জানিনা কেমন হয়েছে।যদি ভাল লাগে তবে আমার লেখাটা সারথক।সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হচ্ছে চালিয়ে যান।

Level 0

চালিয়ে যান অনেক সুন্দর হয়েছে।

দারুন……………..শিখতেছি চালিয়ে যান

খুবই খুশি হলাম হয় পর্ব দেখে..অনেক কিছু শিখলাম।চালিয়ে যান।

khob valo laglo.3 porbo kobe pabo.upnake onek onek dhonno bad.

Level 0

খুব ভালো অনেক ভালো
চলিয়া জান.
Thanks.

Level 0

অনেক আগ থেকেই আপনার লেখার সাথে যুক্ত,খুব ভাল।ধন্যবাদ।

বাংলা লিখে save করে যখন open করি তখন browser এ ???????????????????? ( প্রশ্নবোধক sign) দেখায় 🙁 HELP

    @এস, আই, রাজু: এই ক্ষেত্রে আপনাকে ফাইলটি Unicode এ সেভ করতে হবে। এই জন্যে File>Save as এ ক্লিক করে Save as এর নিচে দেখুন Encoding নামের একটা অপশন আছে। সেখান থেকে Unicode সিলেক্ট করতে হবে। 😀

ভালো হচ্ছে, এইভাবে খুটিনাটি শিখালে তো বছর লেগে যাবে। তবে আমার কাজে লাগবে। ধন্যবাদ।

২য় পর্ব শেষ করলাম, খুব মজা লাগতেছে। এবার ৩য় পর্বে যেয়ে দেখি

ভাল লাগছে চালাই যান প্লিজ

Level 0

very good……..

Level 0

notepad e bangla likthe parcina. font change kori liki but abar html code likher jonno font change korle sob kichu change hoye jai. kunu vabe’i parci na. help pls

Level 0

Apu great hayeche

Level 0

ধনবাদ। ভাল হয়িছে।

আর একটু বিস্তারিত লিখার চেষ্টা করবেন।ভাল হয়েছে

খুব ভালো হয়েছে… ধন্যবাদ…

হ্যা আপু ভালো lagtase. 3rd part a kal jabo.

ভাইয়া আমি তো নোটপ্যাডে বাংলা লিখতে পারছিনা, আমাকে একটু হেল্প করুন প্লিজ

ভাল লাগছে বাংলা লিখতে পারছিনা, আমাকে একটু হেল্প করুন প্লিজ

আপু, আপনার এই পোষ্টটি আমার খুব ভাল লাগতেছে। এই পোষ্ট পড়ে আমি খুবই উপকৃত হব। আপনার এই পোষ্ট আমার মত নতুনদের অনেক কাজে দেবে। দোয়া করি আপনি আরো ভালো ভালো টিউন করেন। আল্লাহ হাফেজ।

Shah Alam Khokon ভাই, আপনি বিজয় বায়ান্ন ইউজ করেন তাহলে সমাধান হবে। না হলে অভ্র ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ।

Valo lagce. Osam post about HTML