ওয়ার্ডপ্রেস এর জন্য জটিল একটা প্রিমিয়াম লগইন স্ক্রিন ….

নতুন টেকটিউনস এ নতুন সমস্যা আমি আমার টিউনার পেজে প্রবেশ করতে পারছিনা। বলে কি আমি নাকি টেকটিউনস এর টিউনার-ই নয়। তাই কত সাহায্য আবেদন করলাম কেউ আমাকে কোন সাহায্যই করল না। আজকে আমি টেকটিউনস অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করে সাহায্য আবেদন করার পর এঞ্জেল মডু সাইফুল ইসলাম বলল "আপনি একটা নতুন টিউন করে দেখুন সমস্যার সমাধান হয় কিনা" আমি বললাম ঠিক আছে এক্ষনি করছি। যদিও সময়ের অভাবে লেখালেখি করতে পারি না। তারপরেই চলে এলাম আপনাদের সাথে জটিল একটা প্লাগিন শেয়ার করতে।

আজ আমি আপনাদের সাথে সম্পুর্ন নতুন ও প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগিন, এই প্লাগিন এর কাজ হল ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট লগইন স্ক্রিন কে নতুন রূপ প্রদান করা।

অনেকেই আছেন যারা ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট লগইন স্ক্রিন পরিবর্তন করতে পারেন না। আজ আমি যে প্লাগিন টি আপনাদের সাথে শেয়ার করছি এটা দিয়ে আপনাকে বেশি কষ্ট করতে হবে না, শুধু ইমেজ ফোল্ডার থেকে ছবিগুলো পরিবর্তন করলেই হবে।

প্লাগিনটির স্ক্রিনশট দেখুনঃ

আশা করি স্ক্রিনশট দেখে রোজার দিনে জিব্বাই জল চলে এসেছে, একটু থামুন জিব্বাই জল আসলে আবার আপনার রোজার খবর আছে। তাই এর দেরি না করে ডাউনলোড করে ফেলুন আর আপনার সখের লগইন স্ক্রিন কে নতুন মাত্রাই জটিল রূপ দিন।

ইন্সটলেশন পদ্ধতিঃ

ডাউনলোড কৃত ফাইল এর মধ্যে দুইটি সংস্করণের ফাইল পাওয়া যাবে। একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ৩.১ সংস্করণের জন্য এবং অপরটি ওয়ার্ডপ্রেস ৩.২ সংস্করণের জন্য। তাই ইন্সটল করার আগে দেখেনিন আপনার ওয়ার্ডপ্রেস এর সংস্করণ কি তা পরীক্ষা করে নিন।

এবার প্লাগিন ইন্সটল করার জন্য আপনার ওয়ার্ডপ্রেস এ লগইন করুন এবং প্লাগিন মেন্যু ওপেন করুন। এবং নিচের নিয়ম গুলো অনুস্বরন করুন।

০১) প্লাগিনস মেন্যুর সাবমেনু থেকে Add New লিঙ্ক ক্লিক করুন।

০২) উপরের দিকে Upload নামের মেন্যুতে ক্লিক করুন।

০৩) এবার Choose File  বাটনে ক্লিক করুন, আপনার ওয়ার্ডপ্রেস এর সংস্করণ যদি ওয়ার্ডপ্রেস ৩.২ এর নিচে হয় তাহলে "whitelogin For 3.1.zip" ফাইলটি নির্বাচন করুন, যদি ওয়ার্ডপ্রেস ৩.২ বা তার উপরের সংস্করণ হয় তাহলে "whitelogin For 3.2.zip" নির্বাচন করুন।

০৪) এবার Install Now বাটনে ক্লিক করুন তাহলে আপনার প্লাগিনটি ইন্সটল হওয়া শুরু করবে।

ইন্সটল সম্পন্ন হলে নিচের ছবির মত প্রদর্সিত হবে সেখানে Active Plugin নামক লিঙ্কে ক্লিক করুন।

প্লগিনটি সফল ভাবে একটিভ হলে আপনার ড্যাশবোর্ড নতুন একটি মেন্যু দেখতে পাবেন এবং সে মেনুটি ওপেন করে আপনার পছন্দের স্টাইলটি নির্বাচন করে সংরক্ষণ করুন।

০১) WP Login Pro এটা হচ্ছে প্লাগিনটির কনফিগার মেন্যু।

০২) এখানে ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট লোগো পরিবর্তন করতে পারবেন।

০৩) লগইন করার সময় কপিরাইট বিষয়ক কিছু লিখলে লিখতে পারেন।

০৪) দুইটি থিম দেয়া হয়েছে এগুলো ব্যবহারযোগ্য (সময় পেলে আরও কিছু থিম আপলোড করে দেবো)

 

Download For WordPress 3.2.x <----------> Download For WordPress 3.1.x

 

আশা করি আমার দেয়া প্লাগিনটি সকলের কাজে লাগবে, আর কাজে লাগলেই আমার এই পোস্ট সার্থক!

টিউনের সূত্রঃ http://bdrong.com/?p=1555

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্লাগিন এর ডাউনলোড লিংক কোথায় ভাই?

    দিতে ভুলে গেছি! 😀 ক্ষণই দিচ্ছি অপেক্ষা করুন!

    ডাউনলোড লিঙ্ক আপডেট করা হয়েছে! তাই এখন ডাউনলোড করতে পারেন!

খুব সুন্দর হয়েছে টিউনটা। শেয়ার করার জন্য ধন্যবাদ।

দারুন একটা প্লাগিন। ধন্যবাদ সেয়ার করার জন্য।
আর আপনার সমস্যাটির অতি দ্রুত সমাধান হয়ে যাবে। ইনশাআল্লাহ। (টেনশন নিয়েননা)

    আপনাকেও ধন্যবাদ সাইফুল ভাই!

    কাম কাজ বা দিয়ে টিউন করেছি ২ ঘণ্টা সময় নিয়ে…. তাই…ঠিক…

Level 0

টিউন টা পড়ে খুশি হলাম। আমি কম্পিউটার থেকে ছবি আপলোড করে বিজ্ঞাপন হিসেবে কিভাবে ব্যবহার করব? আর পপ আপ বিজ্ঞাপন কিভাবে যোগ করব যাতে সাইট এ আসার সাথেই বিজ্ঞাপন টা ভেসে উঠে। আমাকে সাহায্য করলে কৃতজ্ঞ থাকব। আমি একটা ওয়ার্ডপ্রেস সাইট বানিয়েছি কিন্তু কিছু টা অসম্পুর্ন। কোন সাহায্যের প্রয়োজন হলে আপনাকে জানাতে পারবো?

    বিজ্ঞাপন এর জন্য অনেক প্লাগিন আছে যেগুলো WordPress.Org/extend/plugins এ খোঁজ করলেই পাওয়া যাবে। আর যেকোনো সমস্যার জন্য আমাকে মেইল করতে পারেন। আমার হাতে সময় থাকলে আপনাকে অবশ্যয় সাহায্য করবো।

    http://bdrong.com/service/

হুম কাজের টিউন। ধন্যবাদ সবার সাথে শেয়ার করার জন্য।

    হুউম আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য

Level 2

Many many thank’s

Level 0

ধন্যবাদ

darun hoyese…………..