সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [পর্ব-০১] :: আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর করুন

সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ

আবার আসিল ফিরে প্রিয় টেকটিউনস আমাদের মাঝে । সামনে বিশ্ববিদ্যালয়য়ের ভর্তি পরীক্ষা তাই পরা লেখা নিয়ে একটু বেস্ত সময় যাচ্ছে। সবাই দোয়া করবেন যাতে আমার স্বপ্ন পূরণ হয়।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর করবেন। এটি অনেকেরই জানা থাকতে পারে। তবে ব্লগের মন্তব্য পরে যা বুজতে পারছি, এখানে অনেকেই আমার মত নতুন ব্লগার। আমি মনে করি তাদের এই পোস্টটি অনেক উপকারে লাগবে।

এভাবে ব্লগের লেভেল কে দেখালে আপনার ব্লগ ডিজাইন সুন্দর দেখাবে এবং পাশাপাশি আপনার ব্লগের পেইজ লোড হওয়ার সময়ও কমে আসবে। আর আপনার ব্লগে যদি বিষয়ের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, যদি এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে ধরে, তাহলে এখনি এই গেজেটটিকে ড্রপডাউন মেনুর মতো করে নিন। ব্লগের জায়গা বাঁচবে। আসুন তবে দেখে নেয়া যাক কিভাবে করবেন আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর।

  • ১) প্রথমে ব্লগার.কম এ লগইন করে dashboard থেকে আপনার desired ব্লগটার layout এ যান ।
  • ২) add a Gedjet ট্যাব এ ক্লিক করে সেখান থেকে একটি লেবেল গেজেট নিয়ে সেভ করুন।
  • ৩) এবার আপনাকে Layout থেকে Edit HTML ট্যাবে যেতে হবে।
  • ৪) Expand Widget Templates লেখার পাশের চেকবক্সে টিক চিহ্ন দিবেন না।
  • ৫) এবার contrl+F চেপে নিচের লাইনটি খুঁজে বের করুন ।
<b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’>

৬) আশা করি পেয়ে গেছেন এখন খুঁজে পাওয়া লাইনটি সম্পূর্ণ মুছে দিয়ে নিচের কোডটি স্থাপন করুন।

b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’>
<b:includable id=’main’>
<b:if cond=’data:title’>
<h2><data:title/></h2>
</b:if>
<div class=’widget-content’>
<br/>

<select onchange=’location=this.options[this.selectedIndex].value;’ style=’width:200px’>
<option>Label Gadget Name</option>
<b:loop values=’data:labels’ var=’label’>
<option expr:value=’data:label.url’><data:label.name/>
</option>
</b:loop>
</select>

<b:include name=’quickedit’/>
</div>
</b:includable>
</b:widget>

পরীক্ষা করে দেখার জন্য নিচের PREVIEW তে ক্লিক করুন। আশা করি সব ঠিক ঠাকই আছে।

যদি সব ঠিকি থাকে তবে SAVE TEMPLATE এ ক্লিক করে শেভ করুন। উপরের কোডটির দুটো জায়গায় সম্পাদনা করতে হবে।যে সাইডবারে রাখবেন, তার মাপ অনুযায়ী 200px মানটি পরিবর্তন করুন। লেবেল গেজেটটির নাম পরিবর্তন করার জন্য Label থেকে বিভাগ বা ক্যাটাগরি নাম দিয়ে দিন । ব্যাস কাজ শেষ।

আশা করি বুঝতে পেড়েছেন, করতে গিয়ে কোন সমস্যায় পরলে দয়া করে মন্তব্য করতে ভুলবেন না যেন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই আসিফ পাগলা সাব্বির।

বিঃদ্র- এই টিউনটি আগে http://www.earntricks.com/760 এখানে প্রকাসিত।

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক তথ্য আসে নাই। দয়া করে চেক করেন।

Level 0

এখন ঠিক আছে। 😀

কিসের তথ্য আসেনাই ? কষ্ট করে বললে ভাল হত @ Talpata ভাই

Level 0

পারলাম না ভাই, সার্চ করে পাই না

Level 2

screen Shot দিলে ভাল হতো

Level 0

সার্চ করে <b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’> পাওয়া যায় না।

আমি জিপি’র নেট ব্যবহার করে আমার ব্লগার একাউন্টে লকইন করতে পারছি কিন্তু আমার ব্লগ কেন দেখতে পাচ্ছিনা তা জানা আছে কি?

search korle khuge paoa jai na.r atu clr korle valo hoto

http://www.faysalfeni.blogspot.com .visit kore aste paren . valo lagle comnt korben, kharap lagle suggestion diven.


ami ai dhoroner line painai….




ami ata paisi…

Level 0


ai code ta pai na to .kemne korbo
R kono system ase?

search করে পাইলাম না ভাই একটু detail লিখলে ভালো হত

search kore to pawa jayna 🙁

Level 0

Here are some Tutorial about SPSS. If u would like to know about analysis then u may take help from here. For Details Click Here
SPSS

Level 0

Here are some Tutorial about SPSS. If u would like to know about analysis then u may take help from here. For Details Click Here
SPSS

আমি ২০০৮ সাল থেকে ব্লগিং এর সাথে জড়িত। আমার ব্লগটি থেকে এখন আমার প্রতি মাসে প্রায় তিনশো ডলার কম বেশি ad revenue আসে। এ পর্যন্ত আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কিছু শিখতে হয়েছে। আমি আমার অভিজ্ঞতা টেক টিউন এর পাঠক দের সাথে শেয়ার করতে চাই। কিভাবে শুরু করা যায় জানালে উপকৃত হতাম। কেউ যদি আমার ওয়েবসাইট টি দেখতে আগ্রহী হন তাদের জন্য লিংক http://www.guitarchordworld.net/

Level 0

ভাই, সার্চ করে পাওয়া যায়নাই। দয়া করে আবার একটু বলবেন? আমরা সবাই খুব উপকৃত হইতাম তাহলে।

    Level 0

    @T:
    অনেক খুঁজে নিচের দিকে কোডটা পেলাম। খুব ভাল মতো চেক করে প্রতিস্থাপন করলাম। কিন্তু নিচের মেসেজটা আসে,

    Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly.
    XML error message: Open quote is expected for attribute “{1}” associated with an element type “id”.

    একটু দেখবেন ভাই প্লিজ।

আমিও এই কোড সার্চ করে পাইনি ।

    টেম্পলেট এর কারনে এই অবস্থা। টেম্পলেট পরিবর্তন করে দেখেন আশা করি হবে @মনির:

৩) এবার আপনাকে Layout থেকে Edit HTML ট্যাবে যেতে হবে। Layout এ Edit HTML tab খুজে পাইনা। Plz. Plz. Plz. help !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

http://simplethinkig.blogspot.com

http://thermodynsmics.blogspot.com

http://managementofadwords.blogspot.com

amr blog gulo apnader kmn lage…and kono prob ase kina and kivabe thik krbo smssa gulo…plzz ektu dekhe janale helpfull hotam….plzzzzzzzzzzz………………………

Level 0

vai ami to amar bloge a ( Deshboard>Design>Add A Gadget?HTML/JavaScript) kaj ti korte parci na kivabe korbo bolle kusi hotam

amar bloge (add agadget) kuje pasci na tahole ki korbo

Level 0

http://islamiclifeisd.blogspot.com
http:aljobstestbd.blogspot.com
ata amar blogs site kamon lage bolle kusi hobo

Level 0

ভাই জান প্রথমে dashboard পাইলাম কিন্তু desired এটার জায়গায় পাইলাম Design তারপর add a Gedjet এটার জায়গায় পাইলাম add a Gadget তারপরতো এটা পাইলামই না। ভাইজান একটু এই ছোট মানুষ টাকে বুঝাইয়া দিতেন তো খুব উপকার হত। আরো একটা সমস্যাই পড়েছি আমি। সেটা হোল আমি আমার ব্লাগে বাংলায় লিখতে পারছি না। উত্তরের অপেক্ষায় আছি………….

Level 0

Vai ai salataka akto bojan pleas…………..

r vai simple jinis bojhen na kn…….apner tune a kaj hossa na…..@sabbir alom

সার্চ করে পাওয়া যায় না।


আর

এই দুটা পেলাম… কিন্তু
পেলাম না…
আর আরেক টা বিষয়… এখন তো নতুন ব্লোগার… আপগ্রেড হয়েছে… পস্ট টা হয়তো একটু মোডিফাই করা লাগতে পারে…! প্লিজ একটু দেখবেন…

ধন্যবাদ

Level 0

kaj kore na .. 🙁

আপনি এই লিংক টি দেখতে পারেন। ১০০% কাজ হবে আর বিভিন্ন রকমের ডিজাইন ও করতে পারবেন।
http://bdserving.blogspot.com/2012/07/how-to-create-drop-downpop-up-menu-for.html

সুন্দর পোস্ট।শেয়ার করার জন্য ধন্যবাদ।

বাংলাদেশে বাড়ি বসে সহজে অর্থ উপার্জন করুন–> http://www.zimaxtube.blogspot.com