আবার আসিল ফিরে প্রিয় টেকটিউনস আমাদের মাঝে । সামনে বিশ্ববিদ্যালয়য়ের ভর্তি পরীক্ষা তাই পরা লেখা নিয়ে একটু বেস্ত সময় যাচ্ছে। সবাই দোয়া করবেন যাতে আমার স্বপ্ন পূরণ হয়।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর করবেন। এটি অনেকেরই জানা থাকতে পারে। তবে ব্লগের মন্তব্য পরে যা বুজতে পারছি, এখানে অনেকেই আমার মত নতুন ব্লগার। আমি মনে করি তাদের এই পোস্টটি অনেক উপকারে লাগবে।
এভাবে ব্লগের লেভেল কে দেখালে আপনার ব্লগ ডিজাইন সুন্দর দেখাবে এবং পাশাপাশি আপনার ব্লগের পেইজ লোড হওয়ার সময়ও কমে আসবে। আর আপনার ব্লগে যদি বিষয়ের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, যদি এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে ধরে, তাহলে এখনি এই গেজেটটিকে ড্রপডাউন মেনুর মতো করে নিন। ব্লগের জায়গা বাঁচবে। আসুন তবে দেখে নেয়া যাক কিভাবে করবেন আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর।
<b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’>
৬) আশা করি পেয়ে গেছেন এখন খুঁজে পাওয়া লাইনটি সম্পূর্ণ মুছে দিয়ে নিচের কোডটি স্থাপন করুন।
b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’> <b:includable id=’main’> <b:if cond=’data:title’> <h2><data:title/></h2> </b:if> <div class=’widget-content’> <br/> <select onchange=’location=this.options[this.selectedIndex].value;’ style=’width:200px’> <option>Label Gadget Name</option> <b:loop values=’data:labels’ var=’label’> <option expr:value=’data:label.url’><data:label.name/> </option> </b:loop> </select> <b:include name=’quickedit’/> </div> </b:includable> </b:widget>
পরীক্ষা করে দেখার জন্য নিচের PREVIEW তে ক্লিক করুন। আশা করি সব ঠিক ঠাকই আছে।
যদি সব ঠিকি থাকে তবে SAVE TEMPLATE এ ক্লিক করে শেভ করুন। উপরের কোডটির দুটো জায়গায় সম্পাদনা করতে হবে।যে সাইডবারে রাখবেন, তার মাপ অনুযায়ী 200px মানটি পরিবর্তন করুন। লেবেল গেজেটটির নাম পরিবর্তন করার জন্য Label থেকে বিভাগ বা ক্যাটাগরি নাম দিয়ে দিন । ব্যাস কাজ শেষ।
আশা করি বুঝতে পেড়েছেন, করতে গিয়ে কোন সমস্যায় পরলে দয়া করে মন্তব্য করতে ভুলবেন না যেন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই আসিফ পাগলা সাব্বির।
বিঃদ্র- এই টিউনটি আগে http://www.earntricks.com/760 এখানে প্রকাসিত।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
অনেক তথ্য আসে নাই। দয়া করে চেক করেন।