টেকটিউনস.কম.বিডি ব্লগ এ সবাইকে সালাম এবং শুভেচ্ছা ।জুমলার এই টিউন এ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে জুমলার মূল সাইটে বাংলা করা যায়।জুমলাতে সাধারনত ইংরেজী ডিফল্ট ভাবে থাকে ।
বি : দ্র : এই টিউনটি যদি পূর্বে কেউ করে থাকে তবে আমি দঃক্ষিত ।ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন সবার প্রতি অনুরোধ ।
ডাউনলোড লিংক বাংলা ল্যাংগুয়েজ প্যাক : এখানে
কার্যপ্রনালী :প্রথমে ডাউনলোড করা জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করতে হবে ।এক্সট্রাক্ট করার পরে আপনি ল্যাংগুয়েজ প্যাকের ভেতরে তিনটি ফোল্ডার দেখতে পাবেন এর একটি বাংলা (bn-BD) অন্যেটি ইংরেজী (en-GB) এবং(pdf_fonts) । আপনি যদি এই কাজটী লোকাল হোস্টে করতে চান সেখত্রে আপনি যে ড্রাইভে জুমলা ইনস্টল করেছেন সেই ড্রাইভের অর্থাৎ উদাহরন স্বরূপ (C:\wamp\www\amartune\language) ল্যাংগুয়েজ ফোল্ডারটিকে খুজে বের করুন এর পরে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে ফোল্ডার তিনটিকে মার্ক করে মাউসের বাম বাটন দ্ধারা ড্রাগ করে জুমলার ল্যাংগুয়েজ প্যাকের ভেতরে ছেড়ে দিন ।সেখানে হয়ত বলতে পারে Yes ,Yes to All, No, Cancel আপনি Yes to All সিলেক্ট করবেন ।
এবারে আসুন বাকি কাজটুকু সেরে ফেলি কন্ট্রোল প্যানেলে লগিন করি এবং Extension>language Manager এ প্রেবেশ করবেন এবং সেখানে ইংরেজী এবং বাংলা ল্যাংগুয়েজ অপশন দেখবেন ।আপনি বাংলা অপশনে সিলেক্ট করে উপরে ডান দিকে দেখুন ডিফল্ট নামে একটি অপ্সহন আছে সেখানে ক্লিক করুন আপনার কাজ শেষ ।
এবার আপনার মুল পাতায় অর্থাৎ ফ্রন্টপেজে গিয়ে দেখুন ।ভাল থাকবেন সবাই ।আল্লাহাফেজ
আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম -মো : তৌফিকুর রহমান,তৌফিক নামেই বেশি পরিচিত ।১৯৮৮ সালে ১ জানুয়ারি মাসে আমার জন্ম।আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি ।বর্তমানে আমি জুমলা,ওয়ার্ডপ্রেস,পিএইচপি নিয়ে কাজ করতেছি ।
সুন্দর হয়েছে ধন্যবাদ।