ওয়েব হস্টিং নিয়ে কার কততা আগ্রহ আমি জানি না। তবে আমার আগ্রহ প্রথম থেকেই অনেক বেশী। কিভাবে একটি সার্ভার কাজ করে? সার্ভার কিভাবে বিক্রি হয়? ডাটা সেন্টার কি? এসব নিয়ে আমার আগ্রহ টা অনেক বেশী। হয়তবা শুধুমাত্র সেই আগ্রহের জন্যেই আজ আমি একটি ডাটা সেন্টার এর মালিক। আজ আমি ওয়েব সার্ভার এর সামান্য কিছু বেসিক জিনিষ নিয়ে আলোচনা করব। আমার জানার ঝুলি খুব বেশী না তবে যেটুকু জানি সেটুকু আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। খুব সাধারণ ভাষায় আমি আলোচনা করব।
ওয়েব সার্ভার কি?
ধরে নেই “জামান” আমার ছোট ভাই। আমি জামান কে বলে দিলাম আমি যখন তোমাকে ডাকব তখন তুমি আমাকে ফিল্টার থেকে এক গ্লাস পানি দেবে। যেই কথা সেই কাজ । আমি জামান বলে ডাক দেয়ার সাথে সাথে জামান আমাকে এক গ্লাস পানি ফিল্টার থেকে এনে দিল। ঠিক সেভাবেই “ডোমেইন” হচ্ছে একটা নাম আর ওয়েব হস্টিং হচ্ছে একটি ফিল্টার। আমি যখন facebook.com এ নোক করব তখন facebook.com একটি ওয়েব সার্ভার এ রাখা ছবি, বা কিছু জিনিষ আমাকে দেখাবে। যেখানে আমরা ওয়েব সাইট রাখি সেটাকেই ওয়েব হস্টীং বলা হয়ে থাকে। এখন কিভাবে facebook.com বুঝবে কোন ওয়েব সার্ভার থেকে ছবি দেখাবে? ধরি “x” আমার সার্ভার আর facebook.com আমার ডোমেইন। প্রতিটা ওয়েব সার্ভার এ এক একটি আইপি আর নেম সার্ভার নিয়ে সেট করা হয়। ধরি আমার “x” সার্ভার এর আইপি বা নেম সার্ভার “T”। আমি এখন facebook.com এ “t” টা সেট করে দিলাম। তাহলে কি হবে? ফেইসবুকে যখনি কেউ হিট করবে, তখনি facebook.com খুজবে “t” নামের সার্ভার কোনটা? তখন সে আমার “x” সার্ভার পেয়ে যাবে। আর আমার “x” সার্ভার থেকে ছবি দেখানো শুরু করবে।
হস্টিং কি কি ধরনের হয়?
আমরা সবাই সাধারনত শেয়ার হস্টিং কিনি। কিছু ফিক্সড যায়গা আর ব্যান্ডওয়াইড এর হস্টিং একাউন্ত কিনি। এর উপরে অনেকেই কিছু জানে না।
Dedicated server( Data centre)
VPS
Reseller
Shared hosting
উপরের সিরিয়াল দেখেই হয়ত অনেক কিছুই বুঝে গেছেন।
আগামী পোস্টে আমি reseller, shared hosting, vps সম্পর্কে বলব আর কিভাবে vps সার্ভার সেট আপ করতে হয় সেটা বলব। তার পর শেষ পোস্ট এ সার্ভার এর খুটিনাটি আলোচনা করব। এই পোস্ট টা দিয়ে আমি দেখতে চাই সার্ভার নিয়ে আসলে কারো আগ্রহ আছে কি না।
একটা ছোট্ট ঘোষনা দেই। শুধুমাত্র টেক টিউন্স এর ইউজার দের জন্য আমি প্রতিমাসে ১০০ টাকায় 2Gb space ar 10 Gb ব্যান্ডওয়াইড এর হস্টিং দেব। প্রথম ১০ জন কে। একবারে এক বছরের টাকা দিতে হবে না। প্রতিমাসে দিয়ে আপ্নারা চালিয়ে যান আপনাদের ওয়েব ডেভেলোপিং। ফ্লেক্সিলোডের মাধ্যমেও হস্টিং কিনতে পারেন। যোগাযোগ করুন [email protected] এ। শুধুমাত্র ১০ জন এর জন্য।
দ্বিতীয় খন্ড
আমি spondonradio.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
C.E.O of http://spondonradio.com Buy Hosting and domain at cheap rate....
চমৎকার টিউন, আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম ! 🙂