এবার ডিজাইন করুন যেকোন ফেসবুক পেজ এক নিমিষেই

বেশকিছু ধরে ভাবছিলাম , সবার সাথে একটা মজার জিনিস শেয়ার করব । সময়ের অভাবে হয়ে উঠে নি । তাই আজকে একটু সময় করে শেয়ার করলাম -

আমরা ফেসবুকে অনেক মজার মজার পেজ, এপ্লিকেশন দেখি কিনতু অনেকে জানি না কেমনে এগুলো ডিজাইন করা হয়। তাই আজকে আমি আপনাদেরকে ফেসবুক পেজ ডিজাইন শেখাবো । তবে সবজান্তারা দুরে থাকবেন ।

এই পেজগুলো সাধারনত HTML / iframe / FBML / DHTML দিয়ে করা হয় ।

আমার একটা পেজ দেখতে পারেন যেটা html দিয়ে করা ।

Radio Player

পেজটির লিংক: Radio Player

এখন কাজের কথায় আসি । কিভাবে করব এরকম পেজ ?

এজন্য একটা এপ্লিকেশনের সাহায্য নিতে হবে । প্রথমে HTML + iframe + FBML + DHTML লিংকটিতে গিয়ে Add to my Page এ ক্লিক করে আপনার যে পেজটি ডিজাইন করতে চান সেটি এড করতে হবে ।

এখন আপনার ফেসবুকের সেই পেজটিতে গিয়ে দেখুন Welcome নামে একটা নতুন ট্যাব তৈরী হয়েছে ।

আপনি ইচ্ছে করলে ট্যাবটি রি-নেম করতে পারবেন । এজন্য Edit Page এ গিয়ে App সিলেক্ট করুন । অত:পর App টির Edit settings এ গিয়ে রি-নেম করতে পারবেন ।

এখন আপনার পেজ এ গিয়ে ট্যাবটিতে ক্লিক করুন । দেখুন অনেক গুলো অপশন চলে এসেছে । এখন আপনার পেজের Edit Page থেকে Manage Permissions এ গিয়ে Default Landing Tab  এ আপনার ডিজাইনকৃত ট্যাবটি সিলেক্ট করুন তাহলে কেউ আপনার পেজে এ আসলে ডিফল্ট ট্যাব হিসেবে আপনার ডিজাইনকৃত ট্যাবটি দেখাবে ।

এবার আপনার নিজের ইচ্ছেমত মডিফাই করুন আর উপভোগ করুন ফেসবুককে নতুন সাজে ।

আমার সাইট দেখতে হলে ক্লিক করুন

ভাল থাকবেন সবাই

Level 0

আমি Mahfuzar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 254 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am moving ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই জিনিসটা অনেক দরকার ছিল, ধন্যবাদ Bro…

আগে থেকে যদিও জানতাম, তবুও শেয়ার করায় ধন্যবাদ !

আমী এটা দিয়ে একটা ফান জাতীয় পেজ বানাচ্ছি ইদানিং, আপনারা দেখতে পারেন, আমি অবশ্য ওদের কোড গুলা এডিট করে নিচ্ছি !

http://www.facebook.com/wehatedestiny

দু চার দিনের মধ্যে এর কাজ সমপন্ন হয়ে যাবে !

    ভাল কথা

    রাসেল ভাই আপনার পেজের ডিজাইনটা ভাল লাগলো। কিভাবে করেছেন তা শেয়ার করলে খুব খুশি হব।

    Level 0

    আরে রাসেল ভাই…।আপনি এখানে?আপনাকে আগে খেয়াল করিনি।

    @সাইবার ডন ভাই, ধন্যবাদ আমার পেজটা ভালো লাগায় ! আমি তো ওদের থিম ব্যবহার করছি (আপাতত, পরে মুছে ফেলবো), শুধু মাত্র আমি ওদের html আর css এ কিছু পরিবর্তন ঘটাচ্ছি, আজকে আমি ব্যানার বানাছি ফোটোশপে, এর ফলে আরো অনেক পরিবর্তন খেয়াল করতে পারবেন, আপনি এটা করার জন্য ওদের হেল্প এ ক্লিক করুন বা গুগলে দেখতে পারেন, কিন্তু কথা হচ্ছে আপনাকে html, css জানতে হবে বা fbml জানতে হবে (fbml এর নাম ছাড়া আমি আর কিছুই জানি না) !

    (ইয়ে মানে ভাইয়া আমি ঠিক জানি না যে আপনি আবার ওয়েবের বস টাইপ কেও নাতো, তাইলে আমি গেছি !) !

    @মুকুট ভাইয়া আমি কিন্তু আপনাকে আগেই দেখছি ! 🙂
    আপনি কেমন আছেন ?

চরম z z z.
ধন্যবাদ আপনাকে ভাই…

Level 0

আমি কিভাবে Welcome Page First tab এ রাখবো । অর্থাৎ যদি কেউ পেজে যায় তাকে প্রথমে Welcome Page ‍দেখাবে ।

    আপনার উত্তরটি পোষ্টে আপডেট করা হয়েছে ।

খুব ই কাজের একটা টিউন করেছেন; অনেক অনেক ধন্যবাদ; আচ্ছা ফেইসবুক এর গ্রুপ এইভাবে এডিট/ডিজাইন করার কি কোনো উপায আছে ?

    আপনাকেও ধন্যবাদ, বর্তমানে গ্রুপ ডিজাইন সম্পর্কে কিছু বলতে পারছি না । তবে জানলে অবশ্যই শেয়ার করব ।

    হ্যা, আপনি চাইলে আগে তৈরী করা গ্রুপ এটা দিয়ে ডিজাইন করতে পারবেন !

    রাসেল ভাই কিভাবে করব?

    আপনি কেবল উপরের পোস্টটা আরেকবার ভালো করে পড়েন, তার পর চেস্টা করেন, খুবি সিম্পল ! এর পর যদি সমস্যা করে আমি বা এই টিউনের মালিক "একলা পথিক" ভাই আপনাকে অবশ্যই সাহায্য করবেন ! আপনি কোথাও আটকে গেলে বলবেন ।

চমৎকার.. 🙂

Level 0

valo laglo dhonnobad

জটিল উপহার দিলেন। অনেকদিন টেটি-র বাইরে ছিলাম পরীক্ষার কারনে। আপনার টিউন আমারও কাজে দিবে।

Level 0

সুন্দর হয়েছে, ভাল লাগল। ধন্যবাদ

iframe kemne add kora jay?

    App টিতে যাওয়ার পর "Add to My Page" এ ক্লিক করুন এবং আপনার পেজটি এ্যাড করুন ।
    এখন আপনার পেজে এ গিয়ে দেখুন একটা "Welcome" ট্যাব তৈরী হয়েছে ।

xotil jinish shere korlen vai. chlaya jan………………

Level 0

পেজটা কি করে এড করব? সেটা বুঝতে পারছি না।

    App টিতে যাওয়ার পর "Add to My Page" এ ক্লিক করুন এবং আপনার পেজটি এ্যাড করুন ।

দেখি কেমন কাজ করে পরে জানাব।অনেক ধন্যবাদ।

ভাই একটা জিনিস বুঝলাম না।

আপনি যে পেজের ইমেজ দিয়েছেন তাতো বাই ডিফল্ট তৈরি হয়। এর জন্য ঐ লিঙ্কে যাওয়ার দরকার কি?

আমি বলতে চাচ্ছি, কোন পেজ ক্রিয়েট করলে তো অমনই দেখায়। তাহলে, আপনার ঐ লিঙ্কের মাহাত্য কি?

একটু ডিটেইলসে জানাবেন প্লিজ।

    আরে ভাই, আগে তো আপনি লিংকটাতে যান । আমি তো শুধু পেজের ওয়ালের ছবিটাই দিয়েছি । বাই ডিফল্ট আমার "Welcome Page" সিলেক্ট করা আছে । আগে বেসিক টা বুঝার চেষ্টা করুন তারপর না হয় মাহাত্য বুঝবেন।

Level 0

ভালো একটা জিনিস দিয়েছেন সময়নেই তাই ভালোকিছু বলতে পারলাম না