বেশকিছু ধরে ভাবছিলাম , সবার সাথে একটা মজার জিনিস শেয়ার করব । সময়ের অভাবে হয়ে উঠে নি । তাই আজকে একটু সময় করে শেয়ার করলাম -
আমরা ফেসবুকে অনেক মজার মজার পেজ, এপ্লিকেশন দেখি কিনতু অনেকে জানি না কেমনে এগুলো ডিজাইন করা হয়। তাই আজকে আমি আপনাদেরকে ফেসবুক পেজ ডিজাইন শেখাবো । তবে সবজান্তারা দুরে থাকবেন ।
এই পেজগুলো সাধারনত HTML / iframe / FBML / DHTML দিয়ে করা হয় ।
আমার একটা পেজ দেখতে পারেন যেটা html দিয়ে করা ।
পেজটির লিংক: Radio Player
এজন্য একটা এপ্লিকেশনের সাহায্য নিতে হবে । প্রথমে HTML + iframe + FBML + DHTML লিংকটিতে গিয়ে Add to my Page এ ক্লিক করে আপনার যে পেজটি ডিজাইন করতে চান সেটি এড করতে হবে ।
এখন আপনার ফেসবুকের সেই পেজটিতে গিয়ে দেখুন Welcome নামে একটা নতুন ট্যাব তৈরী হয়েছে ।
আপনি ইচ্ছে করলে ট্যাবটি রি-নেম করতে পারবেন । এজন্য Edit Page এ গিয়ে App সিলেক্ট করুন । অত:পর App টির Edit settings এ গিয়ে রি-নেম করতে পারবেন ।
এখন আপনার পেজ এ গিয়ে ট্যাবটিতে ক্লিক করুন । দেখুন অনেক গুলো অপশন চলে এসেছে । এখন আপনার পেজের Edit Page থেকে Manage Permissions এ গিয়ে Default Landing Tab এ আপনার ডিজাইনকৃত ট্যাবটি সিলেক্ট করুন তাহলে কেউ আপনার পেজে এ আসলে ডিফল্ট ট্যাব হিসেবে আপনার ডিজাইনকৃত ট্যাবটি দেখাবে ।
এবার আপনার নিজের ইচ্ছেমত মডিফাই করুন আর উপভোগ করুন ফেসবুককে নতুন সাজে ।
আমার সাইট দেখতে হলে ক্লিক করুন
ভাল থাকবেন সবাই
আমি Mahfuzar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 254 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am moving ....
এই জিনিসটা অনেক দরকার ছিল, ধন্যবাদ Bro…